পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ‘তারেক রহমানকে নিয়ে কুৎসা, এটি স্বৈরাচারেরই ভাষা’ : সম্মিলিত পেশাজীবী Logo Logo তিস্তার ভাঙনে বৃদ্ধা “মোমেনা ও জামিলার” চেখে জল Logo তোমাকে গুলি করে হত্যা করা হবে’, সমন্বয়ক এলমার স্বামীকে হুমকি Logo জুলাই স্মৃতি স্তম্ভ হচ্ছে রাজশাহীতে Logo সীমান্তে ১৫ বিজিবি’র সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ Logo সৎ ও নির্দোষ শিক্ষক বাসুদেব রায়ের সংবর্ধনা ও চূড়ান্ত অব্যাহতির দাবিতে অবস্থান কর্মসূচি Logo লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ Logo এনসিপি’র সমাবেশে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে জামাতের বিক্ষোভ মিছিল

ব্রিটেনের সবচেয়ে বড় পরিবারে আবার আসছে নতুন অতিথি

লন্ডন: ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারের সু রেডফোর্ড (৩৮) এবং নোয়েল দম্পতির ঘরে ১৮ তম সন্তানের জন্ম হতে যাচ্ছে।

সন্তান সম্ভবা সু’র এই ১৮ তম সন্তানই হবে শেষ সন্তন এমনটাই পরিকল্পনা করছেন বলে জানা গেছে।

সু রেডফোর্ড জানান, তিনি খুবই আনন্দিত এবং বিচলিত। পুরো বছর অনেক কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে যাওয়ার পর বছরের শেষান্তে আশীর্বাদ স্বরূপ তার ঘরে ১৮ তম সন্তান আসতেছে।

তার স্বামী নোয়েল জানান, ক্রিসমাসে এই সন্তান হবে তাদের পারফেক্ট ক্রিসমাস গিফট। এ বছরের শুরুতে সুর মিসক্যারেজ হয়েছিলো, যাতে তিনি একেবারেই ভেঙ্গে পড়েছিলেন। নতুন সন্তানের খবরে তিনি আবারো উৎফুল্ল বলে জানান নোয়েল ।

এই দম্পতির বড় ছেলে ক্রিসের বয়স এখন ২৫ আর মেয়ে সোফির বয়স ২১, যার রয়েছে দুটি শিশু সন্তান। দুই নাতি নাতনীসহ সকলেই এক সাথে একই বাসায় থাকেন।

ব্রিটেনের মতো বহুজাতিক সমাজে এটা এক বিরল ঘটনা। কারণ এখানে সবাই আলাদা আলাদাভাবে বসবাস করেন। খুব কম ব্রিটিশ পরিবার পাওয়া যাবে, যারা মা-বাবা, ভাই বোন নিয়ে একত্রে বসবাস করেন।

সু’র স্বামী নোয়েল পেশায় একজন বেকারি ব্যবসায়ী, নিজস্ব ব্যবসা দেখাশুনা করে বিশাল পরিবার ভালোভাবেই চালাচ্ছেন বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

‘তারেক রহমানকে নিয়ে কুৎসা, এটি স্বৈরাচারেরই ভাষা’ : সম্মিলিত পেশাজীবী

ব্রিটেনের সবচেয়ে বড় পরিবারে আবার আসছে নতুন অতিথি

আপডেট টাইম : ০৪:৫৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০১৪

লন্ডন: ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারের সু রেডফোর্ড (৩৮) এবং নোয়েল দম্পতির ঘরে ১৮ তম সন্তানের জন্ম হতে যাচ্ছে।

সন্তান সম্ভবা সু’র এই ১৮ তম সন্তানই হবে শেষ সন্তন এমনটাই পরিকল্পনা করছেন বলে জানা গেছে।

সু রেডফোর্ড জানান, তিনি খুবই আনন্দিত এবং বিচলিত। পুরো বছর অনেক কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে যাওয়ার পর বছরের শেষান্তে আশীর্বাদ স্বরূপ তার ঘরে ১৮ তম সন্তান আসতেছে।

তার স্বামী নোয়েল জানান, ক্রিসমাসে এই সন্তান হবে তাদের পারফেক্ট ক্রিসমাস গিফট। এ বছরের শুরুতে সুর মিসক্যারেজ হয়েছিলো, যাতে তিনি একেবারেই ভেঙ্গে পড়েছিলেন। নতুন সন্তানের খবরে তিনি আবারো উৎফুল্ল বলে জানান নোয়েল ।

এই দম্পতির বড় ছেলে ক্রিসের বয়স এখন ২৫ আর মেয়ে সোফির বয়স ২১, যার রয়েছে দুটি শিশু সন্তান। দুই নাতি নাতনীসহ সকলেই এক সাথে একই বাসায় থাকেন।

ব্রিটেনের মতো বহুজাতিক সমাজে এটা এক বিরল ঘটনা। কারণ এখানে সবাই আলাদা আলাদাভাবে বসবাস করেন। খুব কম ব্রিটিশ পরিবার পাওয়া যাবে, যারা মা-বাবা, ভাই বোন নিয়ে একত্রে বসবাস করেন।

সু’র স্বামী নোয়েল পেশায় একজন বেকারি ব্যবসায়ী, নিজস্ব ব্যবসা দেখাশুনা করে বিশাল পরিবার ভালোভাবেই চালাচ্ছেন বলে জানান তিনি।