
সিলেট : ‘শান্তিপূর্ণ’ মিছিলে গুলি করে দলীয় নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে আগামীকাল শনিবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে সিলেট স্বেচ্ছাসেবকদল।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামান, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর এক বার্তায় শনিবার সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহবান জানান। বৃহস্পতিবার রাতে ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুমের ব্যক্তিগত ই-মেইল থেকে প্রেরিত বার্তায় শনিবার হরতাল আহবানের তথ্যটি জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ।