
বগুড়া : বগুড়ার শিবগঞ্জ উপজেলার এক হাজি সাহেবের বাড়ি থেকে ৬টি পেট্রল বোমা ও ৩টি তাজা ককটেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া পৃথক অভিযান চালিয়ে দুই জামায়াত কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার বেলা ১২টার দিকে উপজেলার কাজিপুর গ্রামের বাবলু হাজির বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, বাবলু হাজি স্থানীয় জামায়াত নেতা।
তবে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন শাখার জামায়াতের আমির মাওলানা আনিছুর রহমান জানান, বাবলু হাজি জামায়াতের কেউ নয়।
এদিকে, গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে রেজাউল করিম ও মফিজুর রহমান নামে জামায়াতের দুই রোকনকে গ্রেফতার করেছে।