পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রুয়েট ছাত্র ছাত্রীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ Logo বগুড়া সান্তাহার পৌর এলাকায় চলছে চুরি, ছিনতাই ও ডাকাতি’র ঘটনা Logo যশোরের শার্শা উপজেলায় উলাশীতে বিএনপির জরুরী কর্মী সমাবেশ Logo কোটা সংস্কার আন্দোলনে নিহত রাজবাড়ীর কোরবান শেখের মৃত্যু বার্ষিকী আজ Logo রাজধানী ভাটারায় মোবাইল কোর্ট পরিচালনার করছে বিআরটিএ Logo মফস্বল সাংবাদিক এসোসিয়েশন’র চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ও মহাসচিব তাজুল ইসলাম Logo ইকোনমিক লাইফ অতিক্রম করা যানবাহনের বিরুদ্ধে ময়মনসিংহ বিভাগে বিআরটিএ মোবাইল কোর্ট অভিযান Logo ইকোনমিক লাইফ অতিক্রম করা যানবাহনের বিরুদ্ধে চট্টগ্রাম বিআরটিএ মোবাইল কোর্ট অভিযান Logo মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে কুমিল্লা -চট্টগ্রাম সড়কে কুমিল্লা বিআরটিএ অভিযান Logo বেড়েছে তিস্তার পানি খুলে দেয়া হয়েছে ৪৪ জল কপাট

কোচিং সেন্টারে যাওয়া হলোনা মৃদুলের

রাজশাহী : কোচিং সেন্টারে যাওয়া হলোনা মৃদুলের (১১)। তার আগেই ঘাতক ট্রাক কেড়ে নিলো তার প্রাণ।

শুক্রবার সকালে চারঘাট উপজেলার মোক্তারপুর ট্রাফিক মোড়ে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যায় সে। নিহত মৃদুল চারঘাটের সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

এ ঘটনায় আহত হয়েছেন মৃদুলের বাবা শহিদুল ইসলাম ও মা রিনা বেগম। এদের মধ্যে গুরুতর আহত মা রিনা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে বাবা শহিদুল ইসলামকে। মোটরসাইকেলযোগে ছেলেকে কোচিং সেন্টারে পৌঁছে দিতে যাচ্ছিলেন ওই দম্পতি।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সকাল সোয়া নয়টার দিকে মৃদুলকে সঙ্গে নিয়ে তার বাবা-মা কোচিং সেন্টারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে মোক্তারপুর ট্রাফিক মোড়ে জমে থাকা বালুতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি উল্টে যায়। রাস্তায় ছিটকে পড়েন আরোহী তিন জনই।

এসময় পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১১-০৮৭৭) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মৃদুল।

আহত হন তার বাবা-মা দুজনই। তবে পায়ের উপর দিয়ে ট্রাকের চাকা চলে যাওয়ায় গুরুতর আহত হন তার মা রিনা বেগম। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের হাসপাতালে নেয়া হয়।

তিনি আরো বলেন, এরই মধ্যে ঘাতক ট্রাকটি আটক করে থানায় নেয়া হয়েছে। তবে এর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

এছাড়া নিহত ওই স্কুলছাত্রের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

রুয়েট ছাত্র ছাত্রীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ

কোচিং সেন্টারে যাওয়া হলোনা মৃদুলের

আপডেট টাইম : ১০:১১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০১৫

রাজশাহী : কোচিং সেন্টারে যাওয়া হলোনা মৃদুলের (১১)। তার আগেই ঘাতক ট্রাক কেড়ে নিলো তার প্রাণ।

শুক্রবার সকালে চারঘাট উপজেলার মোক্তারপুর ট্রাফিক মোড়ে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যায় সে। নিহত মৃদুল চারঘাটের সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

এ ঘটনায় আহত হয়েছেন মৃদুলের বাবা শহিদুল ইসলাম ও মা রিনা বেগম। এদের মধ্যে গুরুতর আহত মা রিনা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে বাবা শহিদুল ইসলামকে। মোটরসাইকেলযোগে ছেলেকে কোচিং সেন্টারে পৌঁছে দিতে যাচ্ছিলেন ওই দম্পতি।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সকাল সোয়া নয়টার দিকে মৃদুলকে সঙ্গে নিয়ে তার বাবা-মা কোচিং সেন্টারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে মোক্তারপুর ট্রাফিক মোড়ে জমে থাকা বালুতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি উল্টে যায়। রাস্তায় ছিটকে পড়েন আরোহী তিন জনই।

এসময় পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১১-০৮৭৭) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মৃদুল।

আহত হন তার বাবা-মা দুজনই। তবে পায়ের উপর দিয়ে ট্রাকের চাকা চলে যাওয়ায় গুরুতর আহত হন তার মা রিনা বেগম। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের হাসপাতালে নেয়া হয়।

তিনি আরো বলেন, এরই মধ্যে ঘাতক ট্রাকটি আটক করে থানায় নেয়া হয়েছে। তবে এর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

এছাড়া নিহত ওই স্কুলছাত্রের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।