অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীকে ভারতে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি ও লাঞ্ছিত করার অভিযোগ Logo কুড়িগ্রামে কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ Logo নাটোর বিআরটিএ’র উদ্যোগে লক্করঝক্কর গাড়ির বিরুদ্ধে ওয়ার্কশপে অভিযান Logo পূর্বগ্রাম ব্লাড ডোনার গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। Logo বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী নাগরিক ফেরত Logo লক্করঝক্কর ফিটনেসবিহীন গাড়ির মেরামত ওয়ার্কশপে বিআরটিএ’র অভিযান Logo ঈদ যাত্রা নিশ্চিত করতে: গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ’র চেয়ারম্যান Logo ঈশ্বরদীতে দুর্ঘটনা: বাসের নিবন্ধন বাতিল করলো বিআরটিএ Logo হাতীবান্ধায় মডেল কলেজের অধ্যক্ষ নিয়ে দ্বন্দে শিক্ষক কর্মচারীর সংবাদ সম্মেলন Logo সরকারি অফিসে চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য, সচেতন মহলের কঠোর পদক্ষেপের আহ্বান

রংপুর: পল্লীবিদ্যুৎ অফিসের গ্রেপ্তারকৃত দুই লাইনম্যানের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি ও দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম রাজ্জাকুর রহমানকে প্রত্যাহার দাবিতে কর্মবিরতির অল্টিমেটাম দিয়েছে কর্মচারীরা। দাবি পূরণ না হলে আগামী শনিবার থেকে রংপুর বিভাগের সব পল্লীবিদ্যুৎ অফিসে লাগাতার কর্মবিরতির শুরু হবে। বুধবার বিকেলে পল্লী বিদ্যুৎ কর্মচারী সংগ্রাম কমিটির রংপুর বিভাগীয় সভাপতি আব্দুস সবুর এ কর্মসূচি ঘোষণা করেন। একই দাবিতে বুধবার বিভাগের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) স্মারকলিপি দিয়েছে সংগ্রাম কমিটি। দিনাজপুরে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভও করেছে তারা। পল্লী বিদ্যুৎ কর্মচারী সংগ্রাম কমিটির রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক কায়কোবাদ জানান, দিনাজপুরের বিরলের মারপুকুর এলাকায় অবৈধ সংযোগ ব্যবহার করছিলেন মফিজ উদ্দিন নামে এক প্রভাবশালী ব্যাক্তি। তিনি ওই অবৈধ সংযোগ দিয়ে নিজ বাড়ি এবং চারটি সেচ চালাতেন। কায়কোবাদ আরো জানান, গত ১২ মে দিনাজুপর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম রাজ্জাকুর রহমানের নির্দেশে লাইনম্যান জহুরুল এবং সঞ্জয়ের নেতৃত্বে ১০/১২ জনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। কিন্তু ডিজিএম রাজ্জাকুর রহমান প্রভাবিত হয়ে অর্থের বিনিময়ে কোনো ধরনের জরিমানা ছাড়াই ওই অবৈধ সংযোগটি পুনরায় আদেশ দিয়ে চালু করে দেন। সংযোগ দেয়ার পর অবৈধ লাইন ব্যবহারকারী মফিজ উদ্দিন দুই লাইনম্যানের বিরুদ্ধে ৩০ মে বিরল থানায় চাঁদাবাজির মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তিনি অভিযোগ করেন, শুধু তাই নয়, জহুরুলের মৌলভীবাজারের বাড়িতে এবং সঞ্জয়ের ঠাকুরগাঁওয়ের বাড়িতেও সেখানকার পুলিশ তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করার চেষ্টা করছে এবং নানা হুমকি ধামকি দিচ্ছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে রংপুর বিভাগের পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত লাইনম্যানেরা। বুধবার তারা গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং ডিজিএম রাজ্জাকুর রহমানসহ জড়িতদের অপসারণ, তাদের শাস্তিমূলক ব্যবস্থা এবং লাইনম্যানদের হয়রানি বন্ধের দাবিতে বিভাগের আট জেলার ডিসি, এসপির কাছে লিখিতভাবে স্মারকলিপি দিয়েছে। একই দাবিতে দিনাজপুর পল্লী বিদ্যুৎ-১ সমিতি কার্যালয়ের সামনে বুধবার দিনভর লাইনম্যানরা কর্মবিরতি, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসময় সেখানে বক্তব্য দেন- সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক কায়কোবাদ, এলটি জহুরুল ইসলাম, বেলাল হোসেন, হুমায়ুন কবির প্রমুখ। তারা অভিযোগ করে বলেন, ডিজিএম ও তার লোকজন আন্দোলনকারীদের ওপর পুলিশ দিয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাই আন্দোলন চলবে। এদিকে বুধবার বিকেলে এক প্রেসব্রিফিংয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি পাগলাপীরে পল্লী বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সংগ্রাম কমিটির রংপুর বিভাগীয় সভাপতি আব্দুস সবুর বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুই লাইনম্যানকে মুক্তি না দিলে ও ডিজিএম রাজ্জাকুরকে প্রত্যাহার করা না হলে শনিবার থেকে বিভাগের সব পল্লীবিদ্যুৎ অফিসে লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হবে। কোনো লাইনম্যান বিদ্যুতের কোনো কাজ করবে না। এ আন্দোলন চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জিএম কাজী মোহাম্মদ আলী বলেন, বিষয়টি নিয়ে সমাধান করার চেষ্টা চলছে। ইতোমধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, ইসি আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া অব্যাহত আছে।

Electricity-Lineman-pic550জেলা সংবাদদাতা,রংপুর: পল্লীবিদ্যুৎ অফিসের গ্রেপ্তারকৃত দুই লাইনম্যানের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি ও দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম রাজ্জাকুর রহমানকে প্রত্যাহার দাবিতে কর্মবিরতির অল্টিমেটাম দিয়েছে কর্মচারীরা। দাবি পূরণ না হলে আগামী শনিবার থেকে রংপুর বিভাগের সব পল্লীবিদ্যুৎ অফিসে লাগাতার কর্মবিরতির শুরু হবে।

বুধবার বিকেলে পল্লী বিদ্যুৎ কর্মচারী সংগ্রাম কমিটির রংপুর বিভাগীয় সভাপতি আব্দুস সবুর এ কর্মসূচি ঘোষণা করেন।

একই দাবিতে বুধবার বিভাগের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) স্মারকলিপি দিয়েছে সংগ্রাম কমিটি। দিনাজপুরে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভও করেছে তারা।

পল্লী বিদ্যুৎ কর্মচারী সংগ্রাম কমিটির রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক কায়কোবাদ জানান, দিনাজপুরের বিরলের মারপুকুর এলাকায় অবৈধ সংযোগ ব্যবহার করছিলেন মফিজ উদ্দিন নামে এক  প্রভাবশালী ব্যাক্তি। তিনি ওই অবৈধ সংযোগ দিয়ে নিজ বাড়ি এবং চারটি সেচ চালাতেন।

কায়কোবাদ আরো জানান, গত ১২ মে দিনাজুপর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম রাজ্জাকুর রহমানের নির্দেশে লাইনম্যান জহুরুল এবং সঞ্জয়ের নেতৃত্বে ১০/১২ জনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। কিন্তু ডিজিএম রাজ্জাকুর রহমান প্রভাবিত হয়ে অর্থের বিনিময়ে কোনো ধরনের জরিমানা ছাড়াই ওই অবৈধ সংযোগটি পুনরায় আদেশ দিয়ে চালু করে দেন। সংযোগ দেয়ার পর অবৈধ লাইন ব্যবহারকারী মফিজ উদ্দিন দুই লাইনম্যানের বিরুদ্ধে ৩০ মে বিরল থানায় চাঁদাবাজির মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

তিনি অভিযোগ করেন, শুধু তাই নয়, জহুরুলের মৌলভীবাজারের বাড়িতে এবং সঞ্জয়ের ঠাকুরগাঁওয়ের বাড়িতেও সেখানকার পুলিশ তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করার চেষ্টা করছে এবং নানা হুমকি ধামকি দিচ্ছে।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে রংপুর বিভাগের পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত লাইনম্যানেরা। বুধবার তারা গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং ডিজিএম রাজ্জাকুর রহমানসহ জড়িতদের অপসারণ, তাদের শাস্তিমূলক ব্যবস্থা এবং লাইনম্যানদের হয়রানি বন্ধের দাবিতে বিভাগের আট জেলার ডিসি, এসপির কাছে লিখিতভাবে স্মারকলিপি দিয়েছে।

একই দাবিতে দিনাজপুর পল্লী বিদ্যুৎ-১ সমিতি কার্যালয়ের সামনে বুধবার দিনভর লাইনম্যানরা কর্মবিরতি,  অবস্থান ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসময় সেখানে বক্তব্য দেন- সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক কায়কোবাদ, এলটি জহুরুল ইসলাম, বেলাল হোসেন, হুমায়ুন কবির প্রমুখ।

তারা অভিযোগ করে বলেন, ডিজিএম ও তার লোকজন আন্দোলনকারীদের ওপর পুলিশ দিয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাই আন্দোলন চলবে।

এদিকে বুধবার বিকেলে এক প্রেসব্রিফিংয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি পাগলাপীরে পল্লী বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সংগ্রাম কমিটির রংপুর বিভাগীয় সভাপতি আব্দুস সবুর বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুই লাইনম্যানকে মুক্তি না দিলে ও ডিজিএম রাজ্জাকুরকে প্রত্যাহার করা না হলে শনিবার থেকে বিভাগের সব পল্লীবিদ্যুৎ অফিসে লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হবে। কোনো লাইনম্যান বিদ্যুতের কোনো কাজ করবে না। এ আন্দোলন চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত।

দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জিএম কাজী মোহাম্মদ আলী বলেন, বিষয়টি নিয়ে সমাধান করার চেষ্টা চলছে। ইতোমধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, ইসি আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া অব্যাহত আছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীকে ভারতে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি ও লাঞ্ছিত করার অভিযোগ

রংপুর: পল্লীবিদ্যুৎ অফিসের গ্রেপ্তারকৃত দুই লাইনম্যানের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি ও দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম রাজ্জাকুর রহমানকে প্রত্যাহার দাবিতে কর্মবিরতির অল্টিমেটাম দিয়েছে কর্মচারীরা। দাবি পূরণ না হলে আগামী শনিবার থেকে রংপুর বিভাগের সব পল্লীবিদ্যুৎ অফিসে লাগাতার কর্মবিরতির শুরু হবে। বুধবার বিকেলে পল্লী বিদ্যুৎ কর্মচারী সংগ্রাম কমিটির রংপুর বিভাগীয় সভাপতি আব্দুস সবুর এ কর্মসূচি ঘোষণা করেন। একই দাবিতে বুধবার বিভাগের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) স্মারকলিপি দিয়েছে সংগ্রাম কমিটি। দিনাজপুরে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভও করেছে তারা। পল্লী বিদ্যুৎ কর্মচারী সংগ্রাম কমিটির রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক কায়কোবাদ জানান, দিনাজপুরের বিরলের মারপুকুর এলাকায় অবৈধ সংযোগ ব্যবহার করছিলেন মফিজ উদ্দিন নামে এক প্রভাবশালী ব্যাক্তি। তিনি ওই অবৈধ সংযোগ দিয়ে নিজ বাড়ি এবং চারটি সেচ চালাতেন। কায়কোবাদ আরো জানান, গত ১২ মে দিনাজুপর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম রাজ্জাকুর রহমানের নির্দেশে লাইনম্যান জহুরুল এবং সঞ্জয়ের নেতৃত্বে ১০/১২ জনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। কিন্তু ডিজিএম রাজ্জাকুর রহমান প্রভাবিত হয়ে অর্থের বিনিময়ে কোনো ধরনের জরিমানা ছাড়াই ওই অবৈধ সংযোগটি পুনরায় আদেশ দিয়ে চালু করে দেন। সংযোগ দেয়ার পর অবৈধ লাইন ব্যবহারকারী মফিজ উদ্দিন দুই লাইনম্যানের বিরুদ্ধে ৩০ মে বিরল থানায় চাঁদাবাজির মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তিনি অভিযোগ করেন, শুধু তাই নয়, জহুরুলের মৌলভীবাজারের বাড়িতে এবং সঞ্জয়ের ঠাকুরগাঁওয়ের বাড়িতেও সেখানকার পুলিশ তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করার চেষ্টা করছে এবং নানা হুমকি ধামকি দিচ্ছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে রংপুর বিভাগের পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত লাইনম্যানেরা। বুধবার তারা গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং ডিজিএম রাজ্জাকুর রহমানসহ জড়িতদের অপসারণ, তাদের শাস্তিমূলক ব্যবস্থা এবং লাইনম্যানদের হয়রানি বন্ধের দাবিতে বিভাগের আট জেলার ডিসি, এসপির কাছে লিখিতভাবে স্মারকলিপি দিয়েছে। একই দাবিতে দিনাজপুর পল্লী বিদ্যুৎ-১ সমিতি কার্যালয়ের সামনে বুধবার দিনভর লাইনম্যানরা কর্মবিরতি, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসময় সেখানে বক্তব্য দেন- সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক কায়কোবাদ, এলটি জহুরুল ইসলাম, বেলাল হোসেন, হুমায়ুন কবির প্রমুখ। তারা অভিযোগ করে বলেন, ডিজিএম ও তার লোকজন আন্দোলনকারীদের ওপর পুলিশ দিয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাই আন্দোলন চলবে। এদিকে বুধবার বিকেলে এক প্রেসব্রিফিংয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি পাগলাপীরে পল্লী বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সংগ্রাম কমিটির রংপুর বিভাগীয় সভাপতি আব্দুস সবুর বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুই লাইনম্যানকে মুক্তি না দিলে ও ডিজিএম রাজ্জাকুরকে প্রত্যাহার করা না হলে শনিবার থেকে বিভাগের সব পল্লীবিদ্যুৎ অফিসে লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হবে। কোনো লাইনম্যান বিদ্যুতের কোনো কাজ করবে না। এ আন্দোলন চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জিএম কাজী মোহাম্মদ আলী বলেন, বিষয়টি নিয়ে সমাধান করার চেষ্টা চলছে। ইতোমধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, ইসি আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া অব্যাহত আছে।

আপডেট টাইম : ০৪:৪০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০১৪

Electricity-Lineman-pic550জেলা সংবাদদাতা,রংপুর: পল্লীবিদ্যুৎ অফিসের গ্রেপ্তারকৃত দুই লাইনম্যানের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি ও দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম রাজ্জাকুর রহমানকে প্রত্যাহার দাবিতে কর্মবিরতির অল্টিমেটাম দিয়েছে কর্মচারীরা। দাবি পূরণ না হলে আগামী শনিবার থেকে রংপুর বিভাগের সব পল্লীবিদ্যুৎ অফিসে লাগাতার কর্মবিরতির শুরু হবে।

বুধবার বিকেলে পল্লী বিদ্যুৎ কর্মচারী সংগ্রাম কমিটির রংপুর বিভাগীয় সভাপতি আব্দুস সবুর এ কর্মসূচি ঘোষণা করেন।

একই দাবিতে বুধবার বিভাগের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) স্মারকলিপি দিয়েছে সংগ্রাম কমিটি। দিনাজপুরে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভও করেছে তারা।

পল্লী বিদ্যুৎ কর্মচারী সংগ্রাম কমিটির রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক কায়কোবাদ জানান, দিনাজপুরের বিরলের মারপুকুর এলাকায় অবৈধ সংযোগ ব্যবহার করছিলেন মফিজ উদ্দিন নামে এক  প্রভাবশালী ব্যাক্তি। তিনি ওই অবৈধ সংযোগ দিয়ে নিজ বাড়ি এবং চারটি সেচ চালাতেন।

কায়কোবাদ আরো জানান, গত ১২ মে দিনাজুপর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম রাজ্জাকুর রহমানের নির্দেশে লাইনম্যান জহুরুল এবং সঞ্জয়ের নেতৃত্বে ১০/১২ জনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। কিন্তু ডিজিএম রাজ্জাকুর রহমান প্রভাবিত হয়ে অর্থের বিনিময়ে কোনো ধরনের জরিমানা ছাড়াই ওই অবৈধ সংযোগটি পুনরায় আদেশ দিয়ে চালু করে দেন। সংযোগ দেয়ার পর অবৈধ লাইন ব্যবহারকারী মফিজ উদ্দিন দুই লাইনম্যানের বিরুদ্ধে ৩০ মে বিরল থানায় চাঁদাবাজির মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

তিনি অভিযোগ করেন, শুধু তাই নয়, জহুরুলের মৌলভীবাজারের বাড়িতে এবং সঞ্জয়ের ঠাকুরগাঁওয়ের বাড়িতেও সেখানকার পুলিশ তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করার চেষ্টা করছে এবং নানা হুমকি ধামকি দিচ্ছে।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে রংপুর বিভাগের পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত লাইনম্যানেরা। বুধবার তারা গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং ডিজিএম রাজ্জাকুর রহমানসহ জড়িতদের অপসারণ, তাদের শাস্তিমূলক ব্যবস্থা এবং লাইনম্যানদের হয়রানি বন্ধের দাবিতে বিভাগের আট জেলার ডিসি, এসপির কাছে লিখিতভাবে স্মারকলিপি দিয়েছে।

একই দাবিতে দিনাজপুর পল্লী বিদ্যুৎ-১ সমিতি কার্যালয়ের সামনে বুধবার দিনভর লাইনম্যানরা কর্মবিরতি,  অবস্থান ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসময় সেখানে বক্তব্য দেন- সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক কায়কোবাদ, এলটি জহুরুল ইসলাম, বেলাল হোসেন, হুমায়ুন কবির প্রমুখ।

তারা অভিযোগ করে বলেন, ডিজিএম ও তার লোকজন আন্দোলনকারীদের ওপর পুলিশ দিয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাই আন্দোলন চলবে।

এদিকে বুধবার বিকেলে এক প্রেসব্রিফিংয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি পাগলাপীরে পল্লী বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সংগ্রাম কমিটির রংপুর বিভাগীয় সভাপতি আব্দুস সবুর বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুই লাইনম্যানকে মুক্তি না দিলে ও ডিজিএম রাজ্জাকুরকে প্রত্যাহার করা না হলে শনিবার থেকে বিভাগের সব পল্লীবিদ্যুৎ অফিসে লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হবে। কোনো লাইনম্যান বিদ্যুতের কোনো কাজ করবে না। এ আন্দোলন চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত।

দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জিএম কাজী মোহাম্মদ আলী বলেন, বিষয়টি নিয়ে সমাধান করার চেষ্টা চলছে। ইতোমধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, ইসি আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া অব্যাহত আছে।