পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা Logo মরা গরুর মাংস বিক্রির দায়ে দশ হাজার টাকা জরিমানা ও মাংস আগুনে বিনষ্ট। Logo হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু Logo হাতীবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি জিহান গ্রেফতার Logo পাটগ্রাম সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের লিফলেট বিতরণে Logo ভেঙে ফেলা হয়েছে বরগুনায় নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম নৌকা জাদুঘর। Logo হাতীবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন মোটরসাইকেল আরোহী Logo বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ Logo বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ Logo লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর ইজারা মূল্য জমা দানে ব্যর্থ হয়েছেন এক ঠিকাদারি প্রতিষ্ঠান

ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক: ফখরুল

image_96214_0বাংলার খবর২৪.কম: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “অনেকে তারেক রহমানকে জিয়াউর রহমান বা খালেদা জিয়ার সন্তান বলে পরিচিত করলেও আমি তাকে একজন ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক মনে করি। সম্প্রতি লন্ডনে তিনি রাষ্ট্রনায়কের মতোই বক্তব্য দিয়েছেন।”

শুক্রবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘উন্নয়ন ভাবনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ)।

সম্প্রতি লন্ডনে তারেক রহমানের দেয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, “একজন রাষ্ট্রনায়কের যেভাবে কথা বলা উচিত তিনি (তারেক) সে কথাই বলেছেন। যেই সমাজটিতে হত্যা, গুম ও মানুষের চরিত্রহনন ছাড়া কিছু নেই তখন তার এই বক্তব্যে স্বস্তির হাওয়া বইছে। তাই অনেকে তারেক রহমানকে জিয়াউর রহমান বা খালেদা জিয়ার সন্তান বলে পরিচিত করলেও আমি তাকে একজন ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক মনে করি।”

তারেক রহমানের বক্তব্য নিয়ে সরকারি দলের নেতাদের প্রতিক্রিয়ার জবাবে ফখরুল বলেন, “তিনি (তারেক) তার বক্তব্যে সত্য কথা বলেছেন। সে কারণেই সরকারের মধ্যে গাত্রদাহ শুরু হয়েছে। আওয়ামী লীগ নেতাদের গায়ে জ্বালা ধরেছে।”

তিনি বলেন, “৭০ সালে নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের সব দায়িত্ব আওয়ামী লীগের হাতে দিয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধের সময় সেই দলের নেতারা কেউ পালিয়ে ভারতে গিয়েছিলেন আবার কেউ আত্মগোপন করেছিলেন। আর যেই মানুষটি জীবন বাজি রেখে, পরিবার পরিজন যুদ্ধ করেছিলেন সেই জিয়াউর রহমানকে তারা (আওয়ামী লীগ)খলনায়ক, খুনি, এমনকি পাকিস্তানের চর বলতে দ্বিধাবোধ করছে না।এই হলো আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি।”

“আর শেখ মুজিবুর রহমানের হাত ধরে আমরা পেয়েছি জরুরী আইন, বাকশাল।আর তারেক রহমান এই সত্য কথা বলায় আওয়ামী লীগ নেতাদের গায়ে জ্বালা ধরেছে।” যোগ করেন ফখরুল।

যুক্তি দিয়ে তারেক রহমানের বক্তব্য খণ্ডন করতে না পেরে সরকারি দলের নেতারা অশালীন ভাষায় কথা বলছে বলেও দাবি করেন তিনি।

সরকার পতন ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নাই এমন মন্তব্য করে ফখরুল বলেন, “আমাদের সামনে আন্দোলন আর আন্দোলন। আন্দোলনের মাধ্যমেই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে সবার অংশগ্রহনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আফম ইউসুফ হায়দার বলেন, “তারেক রহমান তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলেছেন।তাতে সরকারি দলের নেতাদের গাত্রদাহ হওয়ায় তারা আবোল তাবোল কথা বলছেন।” তারেকের বক্তব্যে ভুল থাকলে তথ্য দিয়ে তা খণ্ডন করার আহ্বান জানান।

ঢাবির শিক্ষক অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম বলেন, “দেশ ও জনগণের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে তারেক রহমান বক্তব্য দিয়েছেন। অথচ যারা বাংলাদেশের বর্তমান হর্তাকর্তা আছেন, যারা নিজেদের কখনো বিধাতাও ভাবেন তাদের মধ্যে দেশের প্রতি কমিটমেন্ট নেই। যারা তাদের ক্ষমতায় বসিয়েছে তাদের প্রতি কমিটমেন্ট আছে।”

ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল তার বক্তব্যে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় তারেক রহমানকে অন্যায়ভাবে জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন।

তিনি আরো বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সম্পদ।কারণ তিনি একটা কথা বললে আমাদের যে পরিমাণ ভোট বাড়ে তা সংগ্রহ করা আমাদের জন্য কষ্টকর।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, , ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মামুন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আমীর হোসেন ভুঁইয়া, ব্যারিস্টার কায়সার কামাল, কৃষিবীদ শামীমুর রহমান, ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা

ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক: ফখরুল

আপডেট টাইম : ০৩:১৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০১৪

image_96214_0বাংলার খবর২৪.কম: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “অনেকে তারেক রহমানকে জিয়াউর রহমান বা খালেদা জিয়ার সন্তান বলে পরিচিত করলেও আমি তাকে একজন ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক মনে করি। সম্প্রতি লন্ডনে তিনি রাষ্ট্রনায়কের মতোই বক্তব্য দিয়েছেন।”

শুক্রবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘উন্নয়ন ভাবনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ)।

সম্প্রতি লন্ডনে তারেক রহমানের দেয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, “একজন রাষ্ট্রনায়কের যেভাবে কথা বলা উচিত তিনি (তারেক) সে কথাই বলেছেন। যেই সমাজটিতে হত্যা, গুম ও মানুষের চরিত্রহনন ছাড়া কিছু নেই তখন তার এই বক্তব্যে স্বস্তির হাওয়া বইছে। তাই অনেকে তারেক রহমানকে জিয়াউর রহমান বা খালেদা জিয়ার সন্তান বলে পরিচিত করলেও আমি তাকে একজন ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক মনে করি।”

তারেক রহমানের বক্তব্য নিয়ে সরকারি দলের নেতাদের প্রতিক্রিয়ার জবাবে ফখরুল বলেন, “তিনি (তারেক) তার বক্তব্যে সত্য কথা বলেছেন। সে কারণেই সরকারের মধ্যে গাত্রদাহ শুরু হয়েছে। আওয়ামী লীগ নেতাদের গায়ে জ্বালা ধরেছে।”

তিনি বলেন, “৭০ সালে নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের সব দায়িত্ব আওয়ামী লীগের হাতে দিয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধের সময় সেই দলের নেতারা কেউ পালিয়ে ভারতে গিয়েছিলেন আবার কেউ আত্মগোপন করেছিলেন। আর যেই মানুষটি জীবন বাজি রেখে, পরিবার পরিজন যুদ্ধ করেছিলেন সেই জিয়াউর রহমানকে তারা (আওয়ামী লীগ)খলনায়ক, খুনি, এমনকি পাকিস্তানের চর বলতে দ্বিধাবোধ করছে না।এই হলো আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি।”

“আর শেখ মুজিবুর রহমানের হাত ধরে আমরা পেয়েছি জরুরী আইন, বাকশাল।আর তারেক রহমান এই সত্য কথা বলায় আওয়ামী লীগ নেতাদের গায়ে জ্বালা ধরেছে।” যোগ করেন ফখরুল।

যুক্তি দিয়ে তারেক রহমানের বক্তব্য খণ্ডন করতে না পেরে সরকারি দলের নেতারা অশালীন ভাষায় কথা বলছে বলেও দাবি করেন তিনি।

সরকার পতন ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নাই এমন মন্তব্য করে ফখরুল বলেন, “আমাদের সামনে আন্দোলন আর আন্দোলন। আন্দোলনের মাধ্যমেই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে সবার অংশগ্রহনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আফম ইউসুফ হায়দার বলেন, “তারেক রহমান তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলেছেন।তাতে সরকারি দলের নেতাদের গাত্রদাহ হওয়ায় তারা আবোল তাবোল কথা বলছেন।” তারেকের বক্তব্যে ভুল থাকলে তথ্য দিয়ে তা খণ্ডন করার আহ্বান জানান।

ঢাবির শিক্ষক অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম বলেন, “দেশ ও জনগণের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে তারেক রহমান বক্তব্য দিয়েছেন। অথচ যারা বাংলাদেশের বর্তমান হর্তাকর্তা আছেন, যারা নিজেদের কখনো বিধাতাও ভাবেন তাদের মধ্যে দেশের প্রতি কমিটমেন্ট নেই। যারা তাদের ক্ষমতায় বসিয়েছে তাদের প্রতি কমিটমেন্ট আছে।”

ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল তার বক্তব্যে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় তারেক রহমানকে অন্যায়ভাবে জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন।

তিনি আরো বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সম্পদ।কারণ তিনি একটা কথা বললে আমাদের যে পরিমাণ ভোট বাড়ে তা সংগ্রহ করা আমাদের জন্য কষ্টকর।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, , ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মামুন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আমীর হোসেন ভুঁইয়া, ব্যারিস্টার কায়সার কামাল, কৃষিবীদ শামীমুর রহমান, ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।