
বাংলার খবর২৪.কমমন্ত্রিসভা থেকে দলের নেতাদের পদত্যাগ করতে বললেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত দলের পার্লামেন্টারি পার্টির বৈঠকে তিনি এই নির্দেশ দেন। তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন দলের পার্লামেন্টারি পার্টির প্রধান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদও। তবে গতকালের বৈঠকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। পার্লামেন্টারি পার্টির পরবর্তী বৈঠকে এ বিষয়ে দলের মন্ত্রীরা নিজেদের সিদ্ধান্ত জানাবেন বলে সবাই সম্মত হয়েছে বলে জানা গেছে।
সোমবার শুরু হতে যাওয়া দশম সংসদের তৃতীয় অধিবেশনকে সামনে রেখে জাপার পার্লামেন্টারি পার্টির এই বৈঠক অনুষ্ঠিত হয়। রওশন এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এরশাদও যোগ দেন। বৈঠকে উপস্থিত জাপার একাধিক সংসদ সদস্য জানান, দলের নেতাদের মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়টি উত্থাপন করেন এরশাদ। এসময় এরশাদ বলেন ‘আমরা বিরোধী দল, এটা দেশের মানুষ বিশ্বাস করে না। আমরা সত্যিকারের বিরোধী দল হতে চাই। কিন্তু মন্ত্রিসভায় থেকে সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করা সম্ভব হচ্ছে না। আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, সবখানেই সরকারের বিরুদ্ধে কথা বলছি, সরকারের সমালোচনা করছি। কিন্তু মানুষ এনিয়ে হাসে, তারা আমাকে বলে-নিজেরা সরকারে থেকে আবার বিরোধিতাও করছে। আমাকে নিয়ে পত্রপত্রিকায় কার্টুনও ছাপা হচ্ছে। এটা আমার জন্য লজ্জার। সেজন্য আমি তোমাদেরকে বলবো (দলের মন্ত্রীদের)-তোমরা অবিলম্বে সরকার থেকে বেরিয়ে এসো।’
এরশাদের এই বক্তব্যে সমর্থন দিয়ে রওশন এরশাদ বলেন ‘দলের চেয়ারম্যান যেটা বললেন, সেটি সত্য কথা। এটা একটা সমস্যা। আসলে সরকারে থেকে বিরোধী দলের ভূমিকা যথাযথভাবে পালন করা যায় না। এনিয়ে মানুষের মধ্যেও বিভ্রান্তি রয়েছে। তাছাড়া আমাদের অনেক এমপি আমার কাছে অভিযোগ করেছেন, তারা দলের মন্ত্রীদের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না। যদি দলের কোনো উপকারে না আসে, তাহলে আর মন্ত্রিসভায় থেকে লাভ কী? সেজন্য আমিও মনে করি, সরকার থেকে বেরিয়ে আসলে দলের জন্য ভালো হবে। আমরা সত্যিকারের বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করতে চাই।’
এ ব্যাপারে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, দল চাইলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবো। দল সিদ্ধান্ত দিলে আমি তা মেনে নেবো।
মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়ে আলোচনাকালে জাপার প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন ‘সত্যিকারে যখন আমরা পদত্যাগের সিদ্ধান্ত নেব, এটা নিয়ে তখন আলোচনা করাই ভালো। এর আগে এনিয়ে কথা বললে পত্রপত্রিকায় লেখালেখি হবে, এটা ঠিক হবে না।’
তবে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, জাতীয় পার্টি (জাপা) মন্ত্রিসভা থেকে বের হয়ে যাবে— এ খবর সত্য নয়। এটা তাদের দলীয় কোনো সিদ্ধান্ত নয়, দলের চেয়ারম্যানের (হুসেইন মুহাম্মদ এরশাদ) ব্যাক্তিগত মন্তব্য হতে পারে।
বিগত দিনে জাতীয় সংসদে বিরোধীদলের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি আরও বলেন, বর্তমানে জাতীয় সংসদে সঠিকভাবে বিরোধীদলের ভূমিকা পালন করছে জাতীয় পার্টি।
মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির নেতাদের পদত্যাগ করানোর বিষয়ে চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ একমত হয়েছেন বলে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার তৈরি হয়। এদিকে, সোমবার মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণ শেষে জাতীয় পার্টির দুই নেতা শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক ও পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর সঙ্গে দেখা করেন।