অপরাহ্ন, রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পূর্ণাঙ্গ রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত: অ্যাটর্নি জেনারেল Logo তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা ছিল ষড়যন্ত্রমূলক: মির্জা ফখরুল Logo দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে: ড. ইউনূস Logo ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমানসহ সব আসামি খালাস Logo শিবপুর উপজেলার ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্ভোধন Logo বাউফলে ইউপি চেয়ারম্যান এসএম মহসিনের বিরুদ্ধে মানববন্ধন Logo বগুড়ায় চেয়ারম্যানকে গুলি করে হত্যায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড Logo নন্দীগ্রামে তারেক রহমানের মামলা খালাসে বিএনপির আনন্দ মিছিল Logo নন্দীগ্রামে নিরাপদ সড়ক চাই বর্ষপূর্তিতে শোভাযাত্রা Logo লালমনিরহাট ব্যাটালিয়ন ( ১৫ বিজিবি) কর্তৃক ৩৬১ বোতল ভারতীয় স্কাপ সহ আটক- ১

ঝালকাঠিতে ৪০ বেদে পরিবার নিরাপত্তা হীনতায়: সরদারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে মিথ্যে মামলায় জেল হাজতে থাকা বেদে সরদার মো. রহিম সরদারের পরিবার আতঙ্কে রয়েছে। প্রতিপক্ষ এক চক্রের অব্যাহত হুমকীতে দিসেহারা হয়ে পরেছে তারা। হামলা মামলার পরে এবারে প্রতিপক্ষকে ঘায়েল করতে নতুন করে ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে চক্রটি। আবারো মিথ্যা মামলা দিয়ে হররানি করার পায়তারায় লিপ্ত রয়েছে ওই চক্রটি। জানাগেছে, পটুয়াখালীর বাউফল উপজেলার আলাউদ্দিন ওরফে পনু বেদে ও মাদারিপুরের পুরান বাজার এলাকার মজিবর বেদের নেতৃত্বে মাদারিপুরের মামুন হোসেন খোকন, জলিল বেদে, বরিশালের টরকির স্বপন বেদে, পিন্টু বেদে, নাসির বেদে, সিদ্দিক বেদে, পিকু বেদে, ডিপু বেদে নান্নু বেদে, আলম বেদে ও জাহাঙ্গিরসহ তাদের একটি চক্র দেশে বিভিন্ন স্থানের প্রতারনার মাধ্যমে অর্থ উপার্যন করত। ডাকাতিসহ বিভিন্ন রকমের অনৈকিত কাজে লিপ্ত থাকত এমনকি লোকনাথ ব্রহ্মচারির ছবি নিয়ে প্রতারনার মাধ্য বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। এতে রাতা রাতি ধনি হয়ে যায় ওই চক্রটি। ২০০৮ সালের মার্চ মাসের ২০ তারিখে মজিবর ও স্বপন চট্টগ্রামের পটিয়া থানার একটি বাসা থেকে লোকনাথ ব্রহ্মচারির ছবি নিয়ে প্রতারনার মাধ্যমে স্বর্ন ও নগদ অর্থ হাতিয়ে নেয়। পরে ওই এলাকাবাসী ধাওয়া করে তাদের গন পিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। ২০০৯ সালের ২০ জানুয়ারি বরিশালের রূপাতলি হাউজিং এলাকা তেকে রেখা রানী দাস নামের এক মহিলার বাড়ি থেকে একই কৌশলে লোকনাথ ব্রহ্মচারির ছবি নিয়ে প্রতারনার মাধ্যমে স্বর্ন ও নগদ অর্থ হাতিয়ে নেয়। প্রতারনার অভিযোগে রেখা রানী দাস বাদি হয়ে মজিবর ও স্বপনের বিরুদ্ধে মামলা করে। এরপরে র‌্যাব-৮ এদেরকে গ্রেফতার করে। এদের বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ রয়েছে। আর এঘটনায় এরা বিভিন্ন স্থানে বহুবার জেলও খেটেছেন। বরিশাল বিভাগীয় বেদে সরদার মো. রহিম সরদারের কাছে বিভিন্ন স্থান থেকে এদের বিরুদ্ধে অভিযোগ আসতে থাকে। এর প্রেক্ষিতে আলাউদ্দিন ওরফে পনু বেদে ও মজিবর বেদেসহ অন্যদের অবৈধ কাজ করা থেকে বিরত থাকার জন্য আহবান জানায় বেদে সরদার রহিম। তাদেরকে ডেকে বলে, তোমরাতো আমাদের সম্প্রদায়ের লোক এ রকম খারাব কাজ করলে তো আমাদের বদনাম হবে। তোমরা এই খারাব কাজ থেকে বিরত থাক, ভাল কাজ কর। এর পরে রহিম সরদারের উপরে ক্ষিপ্ত হয় ওই চক্রটি। ২০১০ সার থেকে বিভিন্ন সময় রহিম সরদারকে মেরে ফেলার জন্য র‌্যাব পরিচয়ে ভাড়াটে গুন্ডা পাঠায় আলাউদ্দিন ওরফে পনু বেদে ও মজিবর বেদের চক্রটি। রহিম সরদারকে মোবাইল ফোনে প্রাণ নাশের হুমকী দেয়। পরে ওই মোবাইল নম্বরটি পুলিশ প্রশাসনের কাছে দেয়া হয়। ওই মোবাইলের কল লিষ্ট অনুসন্ধান করে জানতে পারে যে মজিবর ও আলাউদ্দিন ওরফে পনু বেদে তাদের লোক দিয়ে এই হুমকী দিচ্ছে। এরপরে মাদারিপুর পুলিশের সহায়তায় সেখান থেকে মজিবরকে ধরে দিয়ে আসে ঝালকাঠি থানা পুলিশ। এখান থেকে জেল খেটে রহিম সরদারের উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে। হত্যার চেষ্ঠায় ব্যর্থ হয়ে রহিম সরদার ও তাদের পরিবারের বিরুদ্ধে দেশে বিভিন্ন স্থানে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা শুরু করে আলাউদ্দিন ওরফে পনু বেদে ও মজিবর বেদের চক্র। কক্সবাজার, মাদারীপুর, গৌরনদীতে বিভিন্ন আভিযোগে একাধিক মিথ্য মামলা করে বেদে সরদার ও তার পরিবারের নামে। যার মধ্যে কক্সবাজার ও গৌরনদী থানার মামলা পুলিশের তদন্তে মিথ্যে প্রমানিত হয়ে। বর্তমানে মাদারীপুরের একটি মিথ্যে মামলায় জেল হাজতে রয়েছে। নিরাপত্তাহীনতায় রয়েছে ৪০ পরিবার। মো. রহিম সরদারের পরিবারকে মাদক দিয়ে ধরিয়ে দেয়ার পায়তারায় লিপ্ত রয়েছে আলাউদ্দিন ওরফে পনু বেদে ও মজিবর বেদের চক্রটি। এব্যাপারে ঝালকাঠি থানায় একটি জিডি করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বেদে সম্প্রদায়ের লোকজন। একই সাথে এ মিথ্যে মামলা প্রত্যাহার করে আলাউদ্দিন ওরফে পনু বেদে ও মজিবর বেদের চক্রের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে দাবী জানায় বেদেরা।

Tag :

পূর্ণাঙ্গ রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত: অ্যাটর্নি জেনারেল

ঝালকাঠিতে ৪০ বেদে পরিবার নিরাপত্তা হীনতায়: সরদারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী

আপডেট টাইম : ০৩:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে মিথ্যে মামলায় জেল হাজতে থাকা বেদে সরদার মো. রহিম সরদারের পরিবার আতঙ্কে রয়েছে। প্রতিপক্ষ এক চক্রের অব্যাহত হুমকীতে দিসেহারা হয়ে পরেছে তারা। হামলা মামলার পরে এবারে প্রতিপক্ষকে ঘায়েল করতে নতুন করে ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে চক্রটি। আবারো মিথ্যা মামলা দিয়ে হররানি করার পায়তারায় লিপ্ত রয়েছে ওই চক্রটি। জানাগেছে, পটুয়াখালীর বাউফল উপজেলার আলাউদ্দিন ওরফে পনু বেদে ও মাদারিপুরের পুরান বাজার এলাকার মজিবর বেদের নেতৃত্বে মাদারিপুরের মামুন হোসেন খোকন, জলিল বেদে, বরিশালের টরকির স্বপন বেদে, পিন্টু বেদে, নাসির বেদে, সিদ্দিক বেদে, পিকু বেদে, ডিপু বেদে নান্নু বেদে, আলম বেদে ও জাহাঙ্গিরসহ তাদের একটি চক্র দেশে বিভিন্ন স্থানের প্রতারনার মাধ্যমে অর্থ উপার্যন করত। ডাকাতিসহ বিভিন্ন রকমের অনৈকিত কাজে লিপ্ত থাকত এমনকি লোকনাথ ব্রহ্মচারির ছবি নিয়ে প্রতারনার মাধ্য বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। এতে রাতা রাতি ধনি হয়ে যায় ওই চক্রটি। ২০০৮ সালের মার্চ মাসের ২০ তারিখে মজিবর ও স্বপন চট্টগ্রামের পটিয়া থানার একটি বাসা থেকে লোকনাথ ব্রহ্মচারির ছবি নিয়ে প্রতারনার মাধ্যমে স্বর্ন ও নগদ অর্থ হাতিয়ে নেয়। পরে ওই এলাকাবাসী ধাওয়া করে তাদের গন পিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। ২০০৯ সালের ২০ জানুয়ারি বরিশালের রূপাতলি হাউজিং এলাকা তেকে রেখা রানী দাস নামের এক মহিলার বাড়ি থেকে একই কৌশলে লোকনাথ ব্রহ্মচারির ছবি নিয়ে প্রতারনার মাধ্যমে স্বর্ন ও নগদ অর্থ হাতিয়ে নেয়। প্রতারনার অভিযোগে রেখা রানী দাস বাদি হয়ে মজিবর ও স্বপনের বিরুদ্ধে মামলা করে। এরপরে র‌্যাব-৮ এদেরকে গ্রেফতার করে। এদের বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ রয়েছে। আর এঘটনায় এরা বিভিন্ন স্থানে বহুবার জেলও খেটেছেন। বরিশাল বিভাগীয় বেদে সরদার মো. রহিম সরদারের কাছে বিভিন্ন স্থান থেকে এদের বিরুদ্ধে অভিযোগ আসতে থাকে। এর প্রেক্ষিতে আলাউদ্দিন ওরফে পনু বেদে ও মজিবর বেদেসহ অন্যদের অবৈধ কাজ করা থেকে বিরত থাকার জন্য আহবান জানায় বেদে সরদার রহিম। তাদেরকে ডেকে বলে, তোমরাতো আমাদের সম্প্রদায়ের লোক এ রকম খারাব কাজ করলে তো আমাদের বদনাম হবে। তোমরা এই খারাব কাজ থেকে বিরত থাক, ভাল কাজ কর। এর পরে রহিম সরদারের উপরে ক্ষিপ্ত হয় ওই চক্রটি। ২০১০ সার থেকে বিভিন্ন সময় রহিম সরদারকে মেরে ফেলার জন্য র‌্যাব পরিচয়ে ভাড়াটে গুন্ডা পাঠায় আলাউদ্দিন ওরফে পনু বেদে ও মজিবর বেদের চক্রটি। রহিম সরদারকে মোবাইল ফোনে প্রাণ নাশের হুমকী দেয়। পরে ওই মোবাইল নম্বরটি পুলিশ প্রশাসনের কাছে দেয়া হয়। ওই মোবাইলের কল লিষ্ট অনুসন্ধান করে জানতে পারে যে মজিবর ও আলাউদ্দিন ওরফে পনু বেদে তাদের লোক দিয়ে এই হুমকী দিচ্ছে। এরপরে মাদারিপুর পুলিশের সহায়তায় সেখান থেকে মজিবরকে ধরে দিয়ে আসে ঝালকাঠি থানা পুলিশ। এখান থেকে জেল খেটে রহিম সরদারের উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে। হত্যার চেষ্ঠায় ব্যর্থ হয়ে রহিম সরদার ও তাদের পরিবারের বিরুদ্ধে দেশে বিভিন্ন স্থানে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা শুরু করে আলাউদ্দিন ওরফে পনু বেদে ও মজিবর বেদের চক্র। কক্সবাজার, মাদারীপুর, গৌরনদীতে বিভিন্ন আভিযোগে একাধিক মিথ্য মামলা করে বেদে সরদার ও তার পরিবারের নামে। যার মধ্যে কক্সবাজার ও গৌরনদী থানার মামলা পুলিশের তদন্তে মিথ্যে প্রমানিত হয়ে। বর্তমানে মাদারীপুরের একটি মিথ্যে মামলায় জেল হাজতে রয়েছে। নিরাপত্তাহীনতায় রয়েছে ৪০ পরিবার। মো. রহিম সরদারের পরিবারকে মাদক দিয়ে ধরিয়ে দেয়ার পায়তারায় লিপ্ত রয়েছে আলাউদ্দিন ওরফে পনু বেদে ও মজিবর বেদের চক্রটি। এব্যাপারে ঝালকাঠি থানায় একটি জিডি করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বেদে সম্প্রদায়ের লোকজন। একই সাথে এ মিথ্যে মামলা প্রত্যাহার করে আলাউদ্দিন ওরফে পনু বেদে ও মজিবর বেদের চক্রের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে দাবী জানায় বেদেরা।