
বাংলার খবর২৪.কম, সিলেট : পুলিশী বাঁধায় রাজপথে মিছিল সমাবেশ করতে পারেনি কৃষক সংগ্রাম পরিষদ। রোববার বেলা দুই টার দিকে সিলেট বিমানবন্দর সড়কের লাক্কতুড়া এলাকা থেকে তাদের ফিরিয়ে দেয় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের বেতন ভাতা বাড়ানোর দাবিতে সিলেট সদর উপজেলার কালাগুল চা বাগান থেকে মিছিল বের করে নগরীতে আসার চেষ্টা করে এনডিএফ’র শাখা সংগঠন কৃষক সংগ্রাম পরিষদ। ঘটনাস্থল লাক্কাতুড়া এলাকায় পৌঁছামাত্র পুলিশ তাদের বাঁধা দেয়। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাকি এনডিএফ নিয়ন্ত্রিত কৃষক শ্রমিক সংঘ ও চা শ্রমিক ইউনিয়নের মধ্যে উত্তেজনা চলে আসছে। এ নিয়ে সংঘর্ষের প্রাণ হানির ঘটনাও ঘটে। রোববার এরই ধারাবাহিতায় চা শ্রমিকদের একাংশকে নিয়ে মিছিল বের করে এনডিএফ’র অংগসংগঠন কৃষক সংগ্রাম পরিষদ। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিযা) রহমত উল্লাহ বলেন, মিছিলকারীরা লাক্কাতুড়া এলাকায় আসার পর পুলিশ বাঁধা দেয়। পরে তারা সেখান থেকে ফিরে যায়।