অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ৪৮ ঘন্টার মধ্যে ঘুষখোর নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের Logo সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে বিএসএফের প্রবেশ, বিজিবির প্রতিবাদ   Logo ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে Logo সান্তাহার পৌর ভবনসহ একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন Logo মালয়েশিয়ায় ক্রেন দূূর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির Logo নাগরপুরে মাটি খেকোদের দৌরাত্ম কমাতে অভিযান ইউএনও নোমান Logo বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় রেল ও সড়কপথ অবরোধ Logo অবরোধে বাধা দেওয়ার অভিযোগ, ওসিকে প্রত্যাহার দাবি বিএনপি নেতার Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড! Logo সীমান্ত হত্যার বিচার করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু দেশ-ভারতকে ড. শফিকুর রহমান

” সুদর্শনা তুমি “

*কাজী আস্তিক বিন মনির *
সুদর্শনা তুমি আসিয়াছ মোর তরে,
মায়াববী আখিঁ তাকাইয়া মোর পানে,
বলেছিলে তুমি নয়ন জলপ্রপাতে,
ভালোবাস তুমি সুধুই আমারে।

ভাবি ছিলাম মোর জীবন ধন্য হইবে,
পাহিয়া তোমার দর্শন মোর তরে,
এমন সুদর্শনার দর্শন পায় কে হে,
আছে বল ক জনার ভাগ্যে।
হরিণী দুচোখ কালো মেঘ কেসে ভেসে,
মুক্ত ঝড়া হাসি তার রেসে রেসে
যে দেখিবে সেই মরিবে,
তাহারে ভালো বেসে।

অপুরুপা তুমি কহিলা মোর কানে,
হতে চাও সঙ্গী মোর এই জীবনে,
খুশিতে আমি আত্মহারা হয়ে,
ঝাপিয়ে পড়িলাম সমুদ্রের জলপ্রপাতে।
টানিয়া তুলিয়া মোর হাতটি ধরে,
কাছে টানিলা তুমি অল্প অল্প করে,
আখিঁ দুটো তোমার বুঝবার মতো করে,
বুকে জড়াইলা তুমি আলতো আলতো করে।

ভাবিলাম বুঝি স্রষ্টা মোর তরে,
পাঠাইয়াছে বেহেশতের দুয়ার খুলে।
বুক ভরিয়া, আসা লইয়া হাতে,
চাহিয়া দেখি কোলবালিসটি মোর সাথে।
বুঝিলাম আমি স্বপন ছিল মোর তরে,
স্ব শরিরে ছেঁকা না খাইলেও,
ছেঁকা খাইলাম স্বপনেতে!!

Tag :
জনপ্রিয় সংবাদ

৪৮ ঘন্টার মধ্যে ঘুষখোর নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

” সুদর্শনা তুমি “

আপডেট টাইম : ০৪:১৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০১৫

*কাজী আস্তিক বিন মনির *
সুদর্শনা তুমি আসিয়াছ মোর তরে,
মায়াববী আখিঁ তাকাইয়া মোর পানে,
বলেছিলে তুমি নয়ন জলপ্রপাতে,
ভালোবাস তুমি সুধুই আমারে।

ভাবি ছিলাম মোর জীবন ধন্য হইবে,
পাহিয়া তোমার দর্শন মোর তরে,
এমন সুদর্শনার দর্শন পায় কে হে,
আছে বল ক জনার ভাগ্যে।
হরিণী দুচোখ কালো মেঘ কেসে ভেসে,
মুক্ত ঝড়া হাসি তার রেসে রেসে
যে দেখিবে সেই মরিবে,
তাহারে ভালো বেসে।

অপুরুপা তুমি কহিলা মোর কানে,
হতে চাও সঙ্গী মোর এই জীবনে,
খুশিতে আমি আত্মহারা হয়ে,
ঝাপিয়ে পড়িলাম সমুদ্রের জলপ্রপাতে।
টানিয়া তুলিয়া মোর হাতটি ধরে,
কাছে টানিলা তুমি অল্প অল্প করে,
আখিঁ দুটো তোমার বুঝবার মতো করে,
বুকে জড়াইলা তুমি আলতো আলতো করে।

ভাবিলাম বুঝি স্রষ্টা মোর তরে,
পাঠাইয়াছে বেহেশতের দুয়ার খুলে।
বুক ভরিয়া, আসা লইয়া হাতে,
চাহিয়া দেখি কোলবালিসটি মোর সাথে।
বুঝিলাম আমি স্বপন ছিল মোর তরে,
স্ব শরিরে ছেঁকা না খাইলেও,
ছেঁকা খাইলাম স্বপনেতে!!