বাংলার খবর২৪.কম: আজকের এই দিনে রাশিয়ায় জন্মগ্রহণ করেন লিও টলস্টয়। সর্বকালের অন্যতম সেরা এই সাহিত্যিকের জন্মদিন উপলক্ষে বিশেষ ডুডল বানিয়েছে গুগল।
১৮৬তম জন্মদিনে সার্চ ইঞ্জিন গুগলের কাছ থেকে রাশিয়ার বিখ্যাত সাহিত্যিক লিও টলস্টয় পেলেন ডুডল শুভেচ্ছা।
মঙ্গলবার গুগলের হোমপেজে প্রকাশ করা হয় টলস্টয়কে শুভেচ্ছা জানানো বিশেষ ডুডলটি। চারটি স্লাইডে সাজানো ডুডলটির প্রথমটিতে লম্বা দাঁড়ির টলস্টয়কে দেখা যায় মোমের আলোয় লেখালেখি করতে। পরের তিন স্লাইডে যথাক্রমে উঠে এসেছে টলস্টয়ের অমর সৃষ্টি ‘ওয়ার এন্ড পিস’, ‘অ্যানা কারেনিনা’ ও ‘দ্য ডেথ অফ ইভান ইলিচ’।
সর্বকালের অন্যতম সেরা সাহিত্যিক হিসেবে স্বীকৃত লিও টলস্টয় ৯ সেপ্টেম্বর রাশিয়ায় জন্মগ্রহণ করেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৯১০ সালে ৮২ বছর বয়সে মারা যান তিনি। বিষয়বৈচিত্রের কারণে তার সাহিত্যকর্ম বিপুল জনপ্রিয়তা পায়। তবে দৈর্ঘ্য এবং জটিলতার কারণে তার অনেক কাজ নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর।