
বাংলার খবর২৪.কম: নতুন করে ৫০ হাজার পুলিশ নিয়োগে সরকারের পরিকল্পনার সমালোচনা করেছেন বিএনপির ঢাকা মহানগর আহবায়ক মির্জা আব্বাস। তিনি বলেছেন, সরকার পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগ দিলে বিএনপি পাঁচ লাখ কর্মী তৈরি করবে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে খালেদা জিয়ার সপ্তম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে অনেকবার পুলিশ নিয়োগ দিয়েছে। আবারো তারা ৫০ হাজার পুলিশ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। সরকার দেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করতে চায়।”
তিনি বলেন, “বিএনপি দল পুনর্গঠনের কাজ শুরু করেছে। সরকার যদি পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগ দেয়, তাহলে বিএনপি পাঁচ লাখ কর্মী তৈরি করবে।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সাম্প্রতিক একটি মন্তব্যের সূত্র ধরে তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন মির্জা আব্বাস। তিনি বলেন, “উনি (সৈয়দ আশরাফ) বলেছেন, ১০০ মানুষ নিয়ে মির্জা আব্বাস রাস্তায় বসে থাকলে কিছু হবে না। আমি তাকে বলতে চাই, মির্জা আব্বাসকে ১০০ লোক নিয়ে বসে থাকার সুযোগ দেন। তারপর দেখা যাবে, আপনাদের বুকে কত সাহস আছে।”
মির্জা আব্বাস বলেন, “বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আসে নাই। এসেছে মানুষের মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে দিতে। আওয়ামী লীগের মতো মানুষ মেরে আন্দোলন বিএনপি করে না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই আমরা সরকারের পতন ঘটাব।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, সাংবাদিক শফিক রেহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মুসতাহিদুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক পিয়াস করিম, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু প্রমুখ।