পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়া আদমদীঘিতে ট্রাকে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত Logo শার্শার সীমান্তবর্তী গোগা ও পুটখালী’র ৬টি করাত কল (স-মিল) বন্ধ করে দিয়েছে বিজিবি Logo সড়ক নয়, যেন মৃত্যু ফাঁদ! খানা-খন্দে ভরা নাভারন-সাতক্ষীরা মহাসড়ক, জলাবদ্ধতায় নরকযন্ত্রণা Logo তাড়াশে ভুয়া পশু চিকিৎসকের ২০ হাজার টাকা জরিমানা Logo বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাড়াশে আলোচনা সভা Logo আদমদিঘীতে ডাঃ জোবায়দা রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত Logo ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত Logo নওগাঁ সদর হাসপাতালে দুদকের অভিযান, পাওয়া গেল অনিয়ম Logo অমিক্রোনে যশোরে একজনের মৃত্যু Logo ‘প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে যাবো’—ওসি রফিকুলের সাহসী অঙ্গীকার

রংপুরে জাপার দুর্গের কবর রচনা করলেন এরশাদ

বাংলার খবর২৪.কম: 500x350_a5448bbb1c30e05c43578ec512822940_ershad 80_84468রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এরশাদের প্রেস সচিব সুনিল শুভ রায় সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধ বার এ তথ্য জানানো হয়। এছাড়াও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে দলের প্রেসিডিয়াম ও জেলা ও মহানগর সভাপতির পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। ফলে মশিউর রহমান রাঙ্গা জাতীয় পাটির ৩টি পদই হারালেন। এ বিষয়ে মন্ত্রী রাঙ্গা তাৎক্ষনিক তার প্রতিক্রিয়া ইংলিশে জানান, দলের চেয়াম্যানের এই সিদ্ধান্তে আই এ্যাম নট আন হ্যাপি। জেলা ও মহানগর কমিটির সভাপতির পদে তাকে না রেখে নতুন জেলা ও মহানগর কমিটির আহবায়ক কমিটি গঠনের ব্যাপারে তিনি কোন মন্তব্য কতে রাজি হননি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় জাতীয় পার্টির চেয়াম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ দলের কার্যক্রমকে গতিশীল করার জন্য এই সিদ্ধন্ত নিয়েছে।
মোফাজ্জল হোসেন মাস্টারকে আহবায়ক ও আবুল মাসুদ চৌধুরী নান্টুকে যুগ্ম আহবায়ক এবং সাবেক এমপি এরশাদের ভাতিজা আসিফ শারিয়ারকে সদস্য সচিব করে জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাকে আহবায়ক,এ্যাডভোকেট সালাহউদ্দিন কাদেরী ও একে.এম.আব্দুর রউফ মানিককে যুগ্ম আহবায়ক এবং এস এম ইয়াসিরকে সদস্য সচিব করে মহানগর কমিটি গঠন করা হয়েছে।
সদ্য সাবেক হওয়া মহানগর কমিটির সাধারণ সম্পাদক এ্যাড সালাহউদ্দিন কাদেরী জানান, এ ব্যপারে মন্তব্য করা ঠিক হবে না। হাতে কমিটির কাগজ এলে মন্তব্য করবেন বলে তিনি জানান।
অব্যহতি প্রাপ্ত সাবেক জেলা সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সদ্যঘোষিত মহানগর কমিটির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তাফা জানান,বর্তমানে দলের অবস্থা খুব নাজুক। দলের চেয়ারম্যার যদি দায়িত্ব দেন তা হলে আবার তারা তৃণমূল পর্য়ায়ে দলকে পূর্ণগঠিত করবেন।
সাবেক পৌর চেয়াম্যান আব্দুর রউফ মানিক জানান, আমি অব্যহতি পাওয়া নেতা। আমাকে কোথায় স্থান দেয়া হয়েছে এ বিষয়ে কোন কাগজ আমার কাছে আসে নি। তাই এখন কোন
মন্তব্য করা ঠিক হবে না।
উল্লেখ ২০১২ সালে জাপা চেয়ারম্যান এরশাদ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফাকে ও জেলা কমিটির সাবেক সহ সভাপতি একেএম আব্দুর রউফ মানিককে অব্যহতি দিয়ে মশিউর রহমান রাঙ্গাকে জেলা ও মহানগর কমিটির সভাপতি করা হয়।

Tag :

বগুড়া আদমদীঘিতে ট্রাকে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত

রংপুরে জাপার দুর্গের কবর রচনা করলেন এরশাদ

আপডেট টাইম : ০৫:৩৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম: 500x350_a5448bbb1c30e05c43578ec512822940_ershad 80_84468রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এরশাদের প্রেস সচিব সুনিল শুভ রায় সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধ বার এ তথ্য জানানো হয়। এছাড়াও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে দলের প্রেসিডিয়াম ও জেলা ও মহানগর সভাপতির পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। ফলে মশিউর রহমান রাঙ্গা জাতীয় পাটির ৩টি পদই হারালেন। এ বিষয়ে মন্ত্রী রাঙ্গা তাৎক্ষনিক তার প্রতিক্রিয়া ইংলিশে জানান, দলের চেয়াম্যানের এই সিদ্ধান্তে আই এ্যাম নট আন হ্যাপি। জেলা ও মহানগর কমিটির সভাপতির পদে তাকে না রেখে নতুন জেলা ও মহানগর কমিটির আহবায়ক কমিটি গঠনের ব্যাপারে তিনি কোন মন্তব্য কতে রাজি হননি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় জাতীয় পার্টির চেয়াম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ দলের কার্যক্রমকে গতিশীল করার জন্য এই সিদ্ধন্ত নিয়েছে।
মোফাজ্জল হোসেন মাস্টারকে আহবায়ক ও আবুল মাসুদ চৌধুরী নান্টুকে যুগ্ম আহবায়ক এবং সাবেক এমপি এরশাদের ভাতিজা আসিফ শারিয়ারকে সদস্য সচিব করে জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাকে আহবায়ক,এ্যাডভোকেট সালাহউদ্দিন কাদেরী ও একে.এম.আব্দুর রউফ মানিককে যুগ্ম আহবায়ক এবং এস এম ইয়াসিরকে সদস্য সচিব করে মহানগর কমিটি গঠন করা হয়েছে।
সদ্য সাবেক হওয়া মহানগর কমিটির সাধারণ সম্পাদক এ্যাড সালাহউদ্দিন কাদেরী জানান, এ ব্যপারে মন্তব্য করা ঠিক হবে না। হাতে কমিটির কাগজ এলে মন্তব্য করবেন বলে তিনি জানান।
অব্যহতি প্রাপ্ত সাবেক জেলা সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সদ্যঘোষিত মহানগর কমিটির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তাফা জানান,বর্তমানে দলের অবস্থা খুব নাজুক। দলের চেয়ারম্যার যদি দায়িত্ব দেন তা হলে আবার তারা তৃণমূল পর্য়ায়ে দলকে পূর্ণগঠিত করবেন।
সাবেক পৌর চেয়াম্যান আব্দুর রউফ মানিক জানান, আমি অব্যহতি পাওয়া নেতা। আমাকে কোথায় স্থান দেয়া হয়েছে এ বিষয়ে কোন কাগজ আমার কাছে আসে নি। তাই এখন কোন
মন্তব্য করা ঠিক হবে না।
উল্লেখ ২০১২ সালে জাপা চেয়ারম্যান এরশাদ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফাকে ও জেলা কমিটির সাবেক সহ সভাপতি একেএম আব্দুর রউফ মানিককে অব্যহতি দিয়ে মশিউর রহমান রাঙ্গাকে জেলা ও মহানগর কমিটির সভাপতি করা হয়।