অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আসন্ন ঈদে পূর্নাঙ্গ উৎসব ভাতা ও সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়ার দাবি বিএমজিটিএ’র । Logo লালমনিরহাটে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে Logo র‍্যাবের ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার Logo বগুড়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত Logo এবার লালমনিরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ একজন আটক Logo যশোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়, দুই পাইলট অক্ষত Logo নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন Logo লালমনিরহাটে ১ লক্ষ ৯৮ হাজার ৮শত ৩৭ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে Logo বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে পাটগ্রাম রেল স্টেশনে রেলপথ অবরোধ Logo লালমনিরহাটে বিএনপি নেতার ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

২৩ লাখ শিক্ষার্থীর হাতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই

ডেস্ক: ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ নাম দিয়ে কর্মসূচিটির শুরু ১৯৯৪ সালে। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রথম বড় কর্মসূচি এটি। একসঙ্গে দুটি বা তিনটি স্কুল ও একটি বা দুটি কলেজ যেখানে রয়েছে, সেখানে খোলা হয় বিশ্বসাহিত্য কেন্দ্রের শাখা। সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত হয় শাখাগুলো। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সপ্তাহে এক দিন একটি স্থানে মিলিত হতো। তাদের হাতে বয়স ও মনন অনুযায়ী তুলে দেওয়া হতো বই। পরের সপ্তাহে বইটি ফেরত দিয়ে নিয়ে যেত নতুন বই। বছর শেষে মূল্যায়ন করে তাদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হতো বই। এ কার্যক্রমটি এখন পেয়েছে সরকারি পৃষ্ঠপোষকতা। দেশের অর্ধেক অর্থাৎ ২৫০টি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে গেছে এ কার্যক্রম। এর মাধ্যমে বই তুলে দেওয়া হচ্ছে ২৩ লাখের বেশি শিক্ষার্থীর হাতে। এখন এই কার্যক্রমের নাম ‘পাঠাভ্যাস উন্নয়ন কার্যক্রম’।

২০০৯ সাল থেকে সরকারের শিক্ষা মন্ত্রণালয় ‘সেকায়েপ’ প্রকল্পের মাধ্যমে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কার্যক্রমে যুক্ত হয়েছে। এ প্রকল্পের আওতায় এখন দেশের ১২ হাজার স্কুল ও কলেজে বই পড়ার কার্যক্রম চলছে। এর বাইরে বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব উদ্যোগে এ কার্যক্রম চলছে আরো দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে। মোট ১৪ হাজার প্রতিষ্ঠানের ২৩ লাখ ৪০ হাজার শিক্ষার্থী এ কার্যক্রমের আওতায় এসেছে বলে জানান এই কার্যক্রমের ডেপুটি টিম লিডার মেজবাহ উদ্দিন আহমদ সুমন।

মেজবাহ উদ্দিন জানান, এ কার্যক্রমের আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা পাঁচ বছরে মোট ৮৫টি বই পড়বে। একটি ক্লাসে শিক্ষার্থীরা পড়বে ১৬ থেকে ২০টি বই। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়—জীবনী, বাংলা সাহিত্য ও বিশ্বসাহিত্যের সেরা কিশোর ক্লাসিক, উপদেশমূলক বই, বৈজ্ঞানিক কল্পকাহিনী, কবিতার বই, গোয়েন্দা ও অভিযানের গল্প প্রভৃতি। বছর শেষে মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে পুরস্কৃত করা হয়। বিভাগীয় পর্যায়ে উৎসব করে বই তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ জানান, ২০১৯ সালের মধ্যে দেশের সব উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে এই ‘পাঠাভ্যাস উন্নয়ন কার্যক্রম’ পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, আলোকিত মানুষ গড়ে তুলতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস তৈরি করতে পারলে তার প্রভাব চারদিকে ছড়িয়ে পড়বে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আসন্ন ঈদে পূর্নাঙ্গ উৎসব ভাতা ও সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়ার দাবি বিএমজিটিএ’র ।

২৩ লাখ শিক্ষার্থীর হাতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই

আপডেট টাইম : ০৮:০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬

ডেস্ক: ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ নাম দিয়ে কর্মসূচিটির শুরু ১৯৯৪ সালে। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রথম বড় কর্মসূচি এটি। একসঙ্গে দুটি বা তিনটি স্কুল ও একটি বা দুটি কলেজ যেখানে রয়েছে, সেখানে খোলা হয় বিশ্বসাহিত্য কেন্দ্রের শাখা। সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত হয় শাখাগুলো। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সপ্তাহে এক দিন একটি স্থানে মিলিত হতো। তাদের হাতে বয়স ও মনন অনুযায়ী তুলে দেওয়া হতো বই। পরের সপ্তাহে বইটি ফেরত দিয়ে নিয়ে যেত নতুন বই। বছর শেষে মূল্যায়ন করে তাদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হতো বই। এ কার্যক্রমটি এখন পেয়েছে সরকারি পৃষ্ঠপোষকতা। দেশের অর্ধেক অর্থাৎ ২৫০টি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে গেছে এ কার্যক্রম। এর মাধ্যমে বই তুলে দেওয়া হচ্ছে ২৩ লাখের বেশি শিক্ষার্থীর হাতে। এখন এই কার্যক্রমের নাম ‘পাঠাভ্যাস উন্নয়ন কার্যক্রম’।

২০০৯ সাল থেকে সরকারের শিক্ষা মন্ত্রণালয় ‘সেকায়েপ’ প্রকল্পের মাধ্যমে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কার্যক্রমে যুক্ত হয়েছে। এ প্রকল্পের আওতায় এখন দেশের ১২ হাজার স্কুল ও কলেজে বই পড়ার কার্যক্রম চলছে। এর বাইরে বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব উদ্যোগে এ কার্যক্রম চলছে আরো দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে। মোট ১৪ হাজার প্রতিষ্ঠানের ২৩ লাখ ৪০ হাজার শিক্ষার্থী এ কার্যক্রমের আওতায় এসেছে বলে জানান এই কার্যক্রমের ডেপুটি টিম লিডার মেজবাহ উদ্দিন আহমদ সুমন।

মেজবাহ উদ্দিন জানান, এ কার্যক্রমের আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা পাঁচ বছরে মোট ৮৫টি বই পড়বে। একটি ক্লাসে শিক্ষার্থীরা পড়বে ১৬ থেকে ২০টি বই। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়—জীবনী, বাংলা সাহিত্য ও বিশ্বসাহিত্যের সেরা কিশোর ক্লাসিক, উপদেশমূলক বই, বৈজ্ঞানিক কল্পকাহিনী, কবিতার বই, গোয়েন্দা ও অভিযানের গল্প প্রভৃতি। বছর শেষে মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে পুরস্কৃত করা হয়। বিভাগীয় পর্যায়ে উৎসব করে বই তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ জানান, ২০১৯ সালের মধ্যে দেশের সব উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে এই ‘পাঠাভ্যাস উন্নয়ন কার্যক্রম’ পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, আলোকিত মানুষ গড়ে তুলতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস তৈরি করতে পারলে তার প্রভাব চারদিকে ছড়িয়ে পড়বে।