
ষ্টাফ রিপোর্টার : দৈনিক মুক্তখবরের সিনিয়র রিপোর্টার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য জসিম মেহেদীকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় তাকে ব্যক্তিগত মুঠোফোনে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় তিনি কদমতলী থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন। জসিম মেহেদী এর আগে দৈনিক ভোরের ডাক এবং দৈনিক জনপদ পত্রিকায় স্টাফ রিপোর্টার ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সাংবাদপত্রে কলাম লেখেন।
ঘটনা সম্পর্কে জসিম মেহেদী বলেন, পেশাগত দায়িত্ব পালনে তথ্য চাওয়ায় আজ সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাহিদুল এবং সাড়ে ৬টার ওমর নামে দুই ব্যক্তি তাকে হত্যার হুমকি দেন। তারা দু’জনই পুলিশের সদস্য বলে পরিচয় দেন। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তা চেয়েছেন তিনি।