
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠছে নগরীর পাড়া মহল্লা। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় আওয়ামীলীগ ও বিএনপি দলীয় নেতৃবৃন্দদের শ্লোগানের উত্তাপ যেন দিন দিন ভিন্ন মাত্রা যোগ করছে প্রচারনার ক্ষেত্রে।
এমনটাই দেখাগেছে রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে শহরের ২নং রেল গেটস্থ ডায়মন্ড হলের সামনে। যেখানে হ্যান্ড মাইক হাতে নিয়ে বাহারী শ্লোগান দিয়ে নেতাকর্মীদের চাঙ্গা করে রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক। তার সাথে ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মেজর হাফিজ উদ্দিন।
ফজলুল হক শ্লোগান দেন, ‘ধান লাগা, নৌকা ডুবা’, খালেদা জিয়ার মার্কা ধানের শীষ, সাখাওয়াতের মার্কা ধানের শীষ ইত্যাদি। তবে নেতাকর্মীদের কাছে সবচেয়ে বেশী আকর্ষনীয় ছিল, ‘ধান লাগা, নৌকা ডুবা’ শ্লোগানটি বলে জানান নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দরা।