অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুড়িগ্রামে কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ Logo নাটোর বিআরটিএ’র উদ্যোগে লক্করঝক্কর গাড়ির বিরুদ্ধে ওয়ার্কশপে অভিযান Logo পূর্বগ্রাম ব্লাড ডোনার গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। Logo বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী নাগরিক ফেরত Logo লক্করঝক্কর ফিটনেসবিহীন গাড়ির মেরামত ওয়ার্কশপে বিআরটিএ’র অভিযান Logo ঈদ যাত্রা নিশ্চিত করতে: গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ’র চেয়ারম্যান Logo ঈশ্বরদীতে দুর্ঘটনা: বাসের নিবন্ধন বাতিল করলো বিআরটিএ Logo হাতীবান্ধায় মডেল কলেজের অধ্যক্ষ নিয়ে দ্বন্দে শিক্ষক কর্মচারীর সংবাদ সম্মেলন Logo সরকারি অফিসে চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য, সচেতন মহলের কঠোর পদক্ষেপের আহ্বান Logo তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’

সরকারি সহায়তা সবার ভাগ্যে জোটেনা

বাংলার খবর২৪.কম : বরগুনার পাথরঘাটায় কোমলমোতিদের বায়না থাকলেও তা মেটানোর সাধ্য নেই সেখানকার জেলে পল্লীর বাবা মায়ের। তাই তাদের মনে নেই ঈদ আনন্দ। সাগর উত্তাল থাকায় মাছ ধরাও বন্ধ। সাগরে মাছ ধরতে না পারায় অর্থকষ্টে রয়েছেন এখানকার মানুষ। সেই সঙ্গে ঈদ উপলক্ষে জলদস্যুদের বেধে দেয়া দাবি নতুন করে দুঃশ্চিন্তা কারণ হয়ে দাড়িয়েছে তাদের। স্থানীয় জেলা প্রশাসক কর্মকর্তারা জেলেদেরকে সরকারি সহায়তা দেবার আশ্বাস দিলেও তারা জানেন সরকারি সহায়তা সবার ভাগ্যে জোটে না।

চারিদিকে পানিতে ছয়লাব। তাই কোথাও কোন কাজের সুযোগ নেই। সাগর উত্তাল থাকায় মাছ ধরাও বন্ধ। ঈদকে সামনে রেখে ছেলে মেয়েদের বায়না নতুন জামা-জুতোর। ভ্রাম্মমাণ ফেরিওয়ালা আর দোকানিদের হাক ডাক শুনতে পেলেই সেখানে ছুটে যাচ্ছে জেলে পল্লীর কোমলমোতি শিশুরা।

কোমল মোতি এসব শিশুদের মুখ থেকে শোনা গেল তাদের চাহিদার কথা। তারা বলছে বাবার কাছে প্রতিদিনই নতুন জামা চায়। আর বাবারা বলছেন ঈদের জামা কোথা থেকে দেবো। ঘরবাড়ি সব তলিয়ে গেছে। নদীতেও নেই মাছ। টাকা কোথায়।

অনেকে বাধ্য হয়ে সাগরে গেলেও পাচ্ছে না ইলিশ। তাই হতাশ তারাও।

এদিকে জেলে পল্লীবাসিরা অভিযোগ করে বলেন, জলদস্যুদের দাবি তাদের টাকা আগে। আর বাকি সব পরে। নদীতেও মাছ নেই। তার পরও মাছ ধরতে গেলে দস্যুরা ধরে নিয়ে যায়। এই ভয়ে মাছ ধরতেও যেতে পারি না আমরা।

জলদস্যুদের ভয় থাকলেও জেলেদের জন্য নেই তেমন কোন সুখবর। তবে প্রতিশ্রতি মিলেছে আপদকালিন সহায়তার।

অতিরিক্ত জেলা প্রশাসক (বরগুনা) মো. আলী বলেন, তাদের সহায়তার জন্য আমরা ইতিমধ্যে ৮ মেট্রিকটন চাল বরাদ্দ দিয়েছি। এছাড়া নগদ ৮০ হাজার টাকা দিয়েছি।

সন্তানদের আবদার মেটানোর একমাত্র ভরসা সাগরের মাছ। কেন না সরকারিভাবে দেয়া সহাতা ভাগ্যে জোটে না সবার। যমুনা টিভি

Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

সরকারি সহায়তা সবার ভাগ্যে জোটেনা

আপডেট টাইম : ০৪:০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০১৪

বাংলার খবর২৪.কম : বরগুনার পাথরঘাটায় কোমলমোতিদের বায়না থাকলেও তা মেটানোর সাধ্য নেই সেখানকার জেলে পল্লীর বাবা মায়ের। তাই তাদের মনে নেই ঈদ আনন্দ। সাগর উত্তাল থাকায় মাছ ধরাও বন্ধ। সাগরে মাছ ধরতে না পারায় অর্থকষ্টে রয়েছেন এখানকার মানুষ। সেই সঙ্গে ঈদ উপলক্ষে জলদস্যুদের বেধে দেয়া দাবি নতুন করে দুঃশ্চিন্তা কারণ হয়ে দাড়িয়েছে তাদের। স্থানীয় জেলা প্রশাসক কর্মকর্তারা জেলেদেরকে সরকারি সহায়তা দেবার আশ্বাস দিলেও তারা জানেন সরকারি সহায়তা সবার ভাগ্যে জোটে না।

চারিদিকে পানিতে ছয়লাব। তাই কোথাও কোন কাজের সুযোগ নেই। সাগর উত্তাল থাকায় মাছ ধরাও বন্ধ। ঈদকে সামনে রেখে ছেলে মেয়েদের বায়না নতুন জামা-জুতোর। ভ্রাম্মমাণ ফেরিওয়ালা আর দোকানিদের হাক ডাক শুনতে পেলেই সেখানে ছুটে যাচ্ছে জেলে পল্লীর কোমলমোতি শিশুরা।

কোমল মোতি এসব শিশুদের মুখ থেকে শোনা গেল তাদের চাহিদার কথা। তারা বলছে বাবার কাছে প্রতিদিনই নতুন জামা চায়। আর বাবারা বলছেন ঈদের জামা কোথা থেকে দেবো। ঘরবাড়ি সব তলিয়ে গেছে। নদীতেও নেই মাছ। টাকা কোথায়।

অনেকে বাধ্য হয়ে সাগরে গেলেও পাচ্ছে না ইলিশ। তাই হতাশ তারাও।

এদিকে জেলে পল্লীবাসিরা অভিযোগ করে বলেন, জলদস্যুদের দাবি তাদের টাকা আগে। আর বাকি সব পরে। নদীতেও মাছ নেই। তার পরও মাছ ধরতে গেলে দস্যুরা ধরে নিয়ে যায়। এই ভয়ে মাছ ধরতেও যেতে পারি না আমরা।

জলদস্যুদের ভয় থাকলেও জেলেদের জন্য নেই তেমন কোন সুখবর। তবে প্রতিশ্রতি মিলেছে আপদকালিন সহায়তার।

অতিরিক্ত জেলা প্রশাসক (বরগুনা) মো. আলী বলেন, তাদের সহায়তার জন্য আমরা ইতিমধ্যে ৮ মেট্রিকটন চাল বরাদ্দ দিয়েছি। এছাড়া নগদ ৮০ হাজার টাকা দিয়েছি।

সন্তানদের আবদার মেটানোর একমাত্র ভরসা সাগরের মাছ। কেন না সরকারিভাবে দেয়া সহাতা ভাগ্যে জোটে না সবার। যমুনা টিভি