বাংলার খবর২৪.কম : ২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে বের করা মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
এছাড়া পুলিশ বিএনপি নেতা-কর্মীদের থানায় নিয়ে গুলি করে আহত করেছে বলেও অভিযোগ করেছে দলটি।
সোমবার বিকেল ৫টায় রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, দেশের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিএনপির মিছিলে আওয়ামী সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে। এতে ৩২ নেতা-কর্মী আহত হয়েছে। আর পুলিশ ৩৫৩ জন নেতা-কর্মীকে আটক করেছে।
সেই সঙ্গে পুলিশ বেশ কয়েকজন নেতা-কর্মীকে থানায় নিয়ে গুলি করে আহত করেছে বলেও অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করার প্রতিবাদে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।