
বাংলার খবর২৪.কম, বগুড়া : বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় ২০ দলীয় জোটের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল বগুড়াতেও শান্তিপূর্ণভাবে পালন হয়। এদিকে, হরতালের প্রথম প্রহর থেকেই অবিরাম বৃষ্টি উপক্ষো করে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে হরতালকারীদের পিকেটিংয়ে স্থবির হয়ে পড়ে বগুড়া। এতে করে শহরে কোন প্রকার যান চলাচল না করায় কর্মস্থলে যাওয়া লোকজন চরম দূর্ভোগে পড়ে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার গাড়ি ছেড়ে যায়নি কোন টার্মিনাল থেকে। এছাড়া হরতালে জেলার মার্কেটসহ প্রতিটি দোকান পাট ছিল বন্ধ। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও লেনদেন অন্যান্য দিনের চেয়ে অনেক কম হয়েছে। এদিকে নিরপত্তার কারণে প্রতিটি ভবনের প্রধান ফটকগুলো বন্ধ রাখা হয়।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হরতালের সমর্থনে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় মিছিল করে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। হরতালকারীরা বিক্ষোভ মিছিল করে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে দীর্ঘ সময়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গাছের গুড়ি গুলো সরালেও পিকেটিংয়ের কারনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, জেলা শহর ও এর আশাপাশ এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, জেলার প্রতিটি উপজেলায় শান্তিপূর্নভাবে হরতাল পালনের খবর পাওয়া যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়জুর রহমান জানান, বিজিবি, র্যা ব, আর্মড পুলিশ ও সাজোয়া যানসহ আইনশৃঙ্খলাবাহিনী যেকোনো প্রকার পরিস্থিতি মোকাবেলা করতে জেলার প্রতিটি এলাকায় প্রস্তুত ছিল।
শাজাহানপুরে হরতালের সমর্থনে মিছিল
দেশব্যাপী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্য জোটের ডাকা সকাল সন্ধ্যা হরতালে সোমবার বগুড়া জেলা কৃষি বিষয়ক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক আবুল বাশারের নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ সংগঠন বিশাল বিক্ষোভ মিছিল করে।
পুলিশের কড়া নজরদারী এবং মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে হরতালের প্রতি সমর্থন ও বিচারপতিদের অপসারন বিলের প্রতিবাদ করে ২০ দলীয় জোট শাজাহানপুর উপজেলা শাখা। এতে জনগনের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে বলে বিভিন্ন শ্লোগান দেয় দলের নেতা কর্মীরা। বিক্ষোভে মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেয় শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জাহেরুল ইসলাম, আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা ছাত্রদল সভাপতি বেলাল হোসেন বাবু, ছাত্রদল সেক্রেটারি রেজা, শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবাহান পুটু, আড়িয়া ইউপি বিএনপি সাধারন সম্পাদক মোহসিন আলী ও যুবদল সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক রিপন, আড়িয়া ইউপি স্বেচ্ছা সেবক দলের সিনিয়র সহ সভাপতি আবদুল ওহাব সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।