অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ৪৮ ঘন্টার মধ্যে ঘুষখোর নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের Logo সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে বিএসএফের প্রবেশ, বিজিবির প্রতিবাদ   Logo ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে Logo সান্তাহার পৌর ভবনসহ একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন Logo মালয়েশিয়ায় ক্রেন দূূর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির Logo নাগরপুরে মাটি খেকোদের দৌরাত্ম কমাতে অভিযান ইউএনও নোমান Logo বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় রেল ও সড়কপথ অবরোধ Logo অবরোধে বাধা দেওয়ার অভিযোগ, ওসিকে প্রত্যাহার দাবি বিএনপি নেতার Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড! Logo সীমান্ত হত্যার বিচার করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু দেশ-ভারতকে ড. শফিকুর রহমান

ঈদ টার্গেট করে রাজশাহীতে জাল নোটের ছড়াছড়ি

বাংলার খবর২৪.কমindex_52992 : আসন্ন ঈদ-উল-আজহাকে টার্গেট করে জাল টাকার ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে রাজশাহীতে। নগরীর সর্বত্রই জাল টাকার ছড়াছড়ি। সবচেয়ে বেশি জাল হচ্ছে এক হাজার ও ৫শ’ টাকার নোট।

সর্বশেষ শুক্রবার দুপুরে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে জাল নোটের এক কারবারীকে আটক করেছে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

এসময় তার কাছ থেকে ১৬০টি ৫শ’ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ নিয়ে নগরীতে বিরাজ করছে জাল টাকা আতঙ্ক। ইতোমধ্যে জাল নোট ঠেকাতে বাংলাদেশ ব্যাংক ও স্থানীয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখার এক্সিকিউটিভ ডিরেক্টর জিন্নাতুল বাকিয়া বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী শাখা অফিসের মাধ্যমে শিগগিরই জনসচেতনতামূলক পদক্ষেপ নেয়া হবে। এর অংশ হিসেবে ব্যাংকের রাজশাহী শাখার আওতাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে।

এদিকে, জাল টাকা এখন ব্যাংক ও জনসাধারণের উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে। জাল নোটের সঙ্গে স্থানীয় ও বাইরের শক্তিশালী চক্র জড়িত রয়েছে। জাল নোট প্রতিরোধে প্রচলিত আইনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাঠ পর্যায়ে জাল টাকা শনাক্ত করার জন্য দেশের বেশির ভাগ ব্যাংক শাখায় উন্নত প্রযুক্তির মেশিন নেই। এ কারণে অপরাধীরা সহজেই জাল টাকার বিস্তার লাভ করতে সক্ষম হচ্ছে। এর নতুন যোগ হয়েছে, নতুন রঙ ও আকৃতির নোট।

গ্রামাঞ্চলে এখনো এর প্রচলন ব্যাপকভাবে না বাড়ায় প্রতারক চক্র দেশের প্রত্যন্ত অঞ্চলকেই বেছে নিয়েছে। এর ফলে সহজেই প্রতারিত হচ্ছে গ্রামের সাধারণ মানুষ। এটিএম বুথেও মিলছে জাল টাকা। এতে উদ্বিগ্ন সাধারণ মানুষ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবাহান জানান, ঈদকে সামনে রেখে নগরীর সাহেব বাজার, রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো বিশেষ নজরদারির আওতায় নেয়া হয়েছে। এর অংশ হিসাবে শুক্রবার অভিযান চালিয়ে জালনোট সিন্ডিকেটের সক্রিয় সদস্য আমির হোসেনকে (৪২) গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ১৪ জুলাই নগরীর ছোটবনগ্রাম উত্তরপাড়া এলাকা থেকে জাল নোটের ছয় কারবারীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১৭১টি এক হাজার টাকা ও ২৪ টি পাঁচশ টাকা টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রায় দেড় বছর আগে আটক ওই চক্রটি জাল নোটের কারবার করতেই ওই বাড়িটি ভাড়া নেয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

৪৮ ঘন্টার মধ্যে ঘুষখোর নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

ঈদ টার্গেট করে রাজশাহীতে জাল নোটের ছড়াছড়ি

আপডেট টাইম : ০১:৪৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কমindex_52992 : আসন্ন ঈদ-উল-আজহাকে টার্গেট করে জাল টাকার ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে রাজশাহীতে। নগরীর সর্বত্রই জাল টাকার ছড়াছড়ি। সবচেয়ে বেশি জাল হচ্ছে এক হাজার ও ৫শ’ টাকার নোট।

সর্বশেষ শুক্রবার দুপুরে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে জাল নোটের এক কারবারীকে আটক করেছে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

এসময় তার কাছ থেকে ১৬০টি ৫শ’ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ নিয়ে নগরীতে বিরাজ করছে জাল টাকা আতঙ্ক। ইতোমধ্যে জাল নোট ঠেকাতে বাংলাদেশ ব্যাংক ও স্থানীয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখার এক্সিকিউটিভ ডিরেক্টর জিন্নাতুল বাকিয়া বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী শাখা অফিসের মাধ্যমে শিগগিরই জনসচেতনতামূলক পদক্ষেপ নেয়া হবে। এর অংশ হিসেবে ব্যাংকের রাজশাহী শাখার আওতাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে।

এদিকে, জাল টাকা এখন ব্যাংক ও জনসাধারণের উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে। জাল নোটের সঙ্গে স্থানীয় ও বাইরের শক্তিশালী চক্র জড়িত রয়েছে। জাল নোট প্রতিরোধে প্রচলিত আইনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাঠ পর্যায়ে জাল টাকা শনাক্ত করার জন্য দেশের বেশির ভাগ ব্যাংক শাখায় উন্নত প্রযুক্তির মেশিন নেই। এ কারণে অপরাধীরা সহজেই জাল টাকার বিস্তার লাভ করতে সক্ষম হচ্ছে। এর নতুন যোগ হয়েছে, নতুন রঙ ও আকৃতির নোট।

গ্রামাঞ্চলে এখনো এর প্রচলন ব্যাপকভাবে না বাড়ায় প্রতারক চক্র দেশের প্রত্যন্ত অঞ্চলকেই বেছে নিয়েছে। এর ফলে সহজেই প্রতারিত হচ্ছে গ্রামের সাধারণ মানুষ। এটিএম বুথেও মিলছে জাল টাকা। এতে উদ্বিগ্ন সাধারণ মানুষ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবাহান জানান, ঈদকে সামনে রেখে নগরীর সাহেব বাজার, রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো বিশেষ নজরদারির আওতায় নেয়া হয়েছে। এর অংশ হিসাবে শুক্রবার অভিযান চালিয়ে জালনোট সিন্ডিকেটের সক্রিয় সদস্য আমির হোসেনকে (৪২) গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ১৪ জুলাই নগরীর ছোটবনগ্রাম উত্তরপাড়া এলাকা থেকে জাল নোটের ছয় কারবারীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১৭১টি এক হাজার টাকা ও ২৪ টি পাঁচশ টাকা টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রায় দেড় বছর আগে আটক ওই চক্রটি জাল নোটের কারবার করতেই ওই বাড়িটি ভাড়া নেয়।