বাংলার খবর২৪.কম, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে গলায় ফাঁস ও ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে দুই যুবক।
বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার ফারাজীপাড়াস্থ অছিম উদ্দিনের ছেলে মুকুল মিয়া (২৮) নিজ শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
অপরদিকে বেকাটারী উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ও পশ্চিম রামজীবন গ্রামের লুৎফর রহমান (২২) বুধবার বিকেলে নলডাঙ্গা রেলওয়ে স্টেশন অদূরে সান্তাহার- লালমনিরহাটগামী চলন্ত পদ্মরাগ এক্সপ্রেস’র নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
বোনারপাড়া রেলওয়ে থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।