
বাংলার খবর২৪.কম : পাবনার জালালপুর-একদন্ত আঞ্চলিক সড়কে নসিমন ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে শাপলা খাতুন নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাপলা খাতুন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামের নবির উদ্দিনের মেয়ে এবং পাবনা ইসলামিয়া কলেজের উচ্চ মাধ্যমিক মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পাবনা সদর থানার এসআই রেজ্জাকুল ইসলাম বলেন, শাপলা খাতুন কলেজ ছুটির পর বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাবনার জালালপুর-একদন্ত অঞ্চলিক সড়কে নসিমনে যাওয়ার সময় গয়েশপুর বাজারের পাশে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নসিমন যাত্রী শাপলা খাতুন মারা যান। এ সময় দুই/তিন জন আহত হলে তারা স্থানীয়ভাবে চিকিৎসা নেন বলেও জানান তিনি।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।