
লালমনিরহাট, প্রতিনিধি
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তার স্ত্রী শেরিফা কাদের দলের প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার সভাপতি ১৯ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়েছে।
সোমবার (২ জুন) দুপুরে হত্যাচেষ্টার অভিযোগে খলিলুর রহমান নামের এক ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত জিনিস সংসদ নির্বাচনে
লালমনিরহাট জেলা শহরের নেছারিয়া কামিল মাদরাসার ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ভোট চলাকালে ওই আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী জি এম কাদেরসহ অন্যদের নির্দেশে মামলার বর্তমান বাদী খলিলুর রহমানকে ভোটকেন্দ্রের বাইরে এনে মারধর ও হত্যার চেষ্টা করা হয়। ওই সময় থানায় মামলা করতে গেলে পুলিশ গ্রহণ করেনি বলেও এজাহারে উল্লেখ করেছেন এ মামলার বাদী খলিলুর রহমান।
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, খলিলুর রহমান নামের একজন ব্যক্তি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ ১৯ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন।