
বাংলার খবর২৪.কম : জামায়াতের ডাকা প্রথম দিনের হরতালের শুরুতে বগুড়ায় জামায়াত-শিবির কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে। এসময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ২টি ককটেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে জামায়াত-শিবির কর্মীরা শহরের ব্যস্ততম শেরপুর রোডের পিটিআই মোড়ে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জামায়াত-শিবির কর্মীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে পরপর দু’টি ককটেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটে। এঘটনায় কেউ হতাহত হয়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়জুর রহমান শীর্ষ নিউজকে জানান, শিবির কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।
এদিকে, হরতালের সমর্থনে জামায়াত-শিবির কর্মীরা শহরের সাবগ্রাম, চারমাথাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে। এসময় তারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
হরতালে যেকোন নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছে।
হরতালের কারণে শহরের দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় কিছু রিক্সা চলাচল করলেও অন্যকোন যানবাহন চলছে না। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
–