
নিজস্ব সংবাদদাতা
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর গ্রামে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
রোববার সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা মই বেয়ে বাড়ির ভেতরে ঢুকে প্রথমে ডাইনিং রুমে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং রান্নাঘরে তাঁর স্ত্রী সুর্বণা রায় (৬৫)-এর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশে খবর দেওয়া হলে তারাগঞ্জ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তারাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফাইয়ুম তালুকদার জানান, “প্রাথমিকভাবে দুজনের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশ ও গোয়েন্দা ইউনিট একযোগে কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
স্থানীয় লোকজন জানান, বাড়ির প্রধান দরজা ভেতর থেকে তালাবদ্ধ ছিল। প্রতিবেশী ও বাড়ির কর্মচারীর সন্দেহে তারা মই বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। ভেতরে ঢোকার পর ডাইনিং রুমের দরজা খুলে যোগেশ চন্দ্র রায়ের রক্তাক্ত দেহ এবং রান্নাঘরে সুর্বণা রায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে তারা হতভম্ব হয়ে যান।
বাড়ির দীর্ঘদিনের কর্মচারী দীপক চন্দ্র রায় জানান, তাদের পরিবার প্রায় ৪০ বছর ধরে বাড়িটির দেখাশোনা করে আসছে। প্রতিদিনের মতো তিনি সকালে কাজে যেতে গেলে ঘরের ভেতর কোনো নড়াচড়া না দেখে সন্দেহ হয়।
তিনি বলেন, “ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে ডাকি। পরে মই বেয়ে ভেতরে গিয়ে দেখি ঘর ফাঁকা। ডাইনিং রুমের দরজা খুলতেই দাদুর রক্তাক্ত লাশ দেখি। রান্নাঘরে দিদার লাশ পড়ে ছিল।”
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় পেশায় শিক্ষক ছিলেন। তিনি ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর নেন। তাঁর দুই ছেলে—বড় ছেলে শোভন চন্দ্র রায় কর্মসূত্রে জয়পুরহাটে এবং ছোট ছেলে রাজেশ চন্দ্র রায় ঢাকায় পুলিশ বিভাগে চাকরি করেন। গ্রামের বাড়িতে দম্পতি দুজনই একা থাকতেন।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেনসহ প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন বলেন, “এভাবে একজন মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যা করা অত্যন্ত দুঃখজনক। ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। না হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।”
ইউএনও মোনাব্বর হোসেন জানান, “স্বামী-স্ত্রী দুজনকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। রহস্য উদঘাটনে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ওসি ফাইয়ুম তালুকদার বলেন, “হত্যাকাণ্ডের মোটিভ স্পষ্ট নয়। দম্পতি দুজনের সঙ্গে কারো বিরোধ ছিল বলে এখনো তথ্য পাওয়া যায়নি। তবে আমরা গুরুত্বের সঙ্গে সব দিকই খতিয়ে দেখছি।”
বাংলার খবর ডেস্ক : 




















