অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান Logo ঈদ যাত্রা নিশ্চিত ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে চট্টগ্রাম বিআরটিএ’র সাঁড়াশি অভিযান Logo ৬৬ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছরের কলেজছাত্রী Logo এবারের ঈদযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে: বিআরটিএ চেয়ারম্যান Logo বাস টার্মিনালে বিআরটিএ অভিযান: অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা Logo পাটগ্রামে ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন Logo বাবাকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টা, বিচার চাইলেন মেয়ে Logo বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীকে ভারতে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি ও লাঞ্ছিত করার অভিযোগ Logo কুড়িগ্রামে কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ Logo নাটোর বিআরটিএ’র উদ্যোগে লক্করঝক্কর গাড়ির বিরুদ্ধে ওয়ার্কশপে অভিযান

সম্প্রচার নীতিমালা বাস্তবায়ন না করার দাবি সুজনের

বাংলার খবর২৪.কমsujon-logo_6544_47001: গণমাধ্যমের সঙ্গে অসংগতিপূর্ণ ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ বাস্তবায়ন না করার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগররিক-সুজন।

শনিবার সংগঠনের সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুজন মনে করে এই নীতিমালা বাস্তবায়নের ফলে সম্প্রচার মাধ্যমগুলোর ওপর তথ্য মন্ত্রণালয় তথা সরকারের নিয়ন্ত্রণ আরো বাড়বে, এ মাধ্যমের স্বাধীনতা সঙ্কুচিত হবে। এছাড়াও নীতিমালাটির বেশকিছু ধারা অস্পষ্ট এবং স্পর্শকাতর রয়েছে বলেও উল্লেখ করা হয়। অবমাননা, বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ও শত্রুতা এবং ইতিহাস বিকৃতি ইত্যাদি বিষয়সমূহ স্পষ্ট নয়। ফলে এ বিষয়গুলো অপব্যবহারেরও আশঙ্কা রয়ে যায় বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গণমাধ্যম ও নাগরিক সমাজের দীর্ঘদিনের দাবি ছিলো সম্প্রচার কমিশন গঠনের। কিন্তু সরকার কমিশন গঠনের আগেই ‘জাতীয় সম্প্রচার নীতিমালা’ অনুমোদন করেছে। এর ফলে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এককভাবে তথ্য মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে, যা গণমাধ্যমের জন্য মঙ্গলজনক হবে না বলে আমরা মনে করি।

যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের আগে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে অসংগতিপূর্ণ ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ বাস্তবায়ন না করার জন্য সরকারের নিকট জোর দাবি জানায় সংগঠনটি।

প্রসঙ্গত, নানা আলোচনা ও সমালোচনার পর সরকার গত ৫ আগস্ট ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ অনুমোদন করেছে। যদিও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ এ নীতিমালা বাস্তবায়ন করা হলে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

এ নীতিমালায় সংবাদ ও অনুষ্ঠান প্রচারে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। যেমন, সশস্ত্র বাহিনী এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কোনো বাহিনীর প্রতি কটাক্ষ বা অবমাননাকর দৃশ্য বা বক্তব্য প্রচার করা যাবে না; অপরাধীদের দণ্ড দিতে পারেন এমন সরকারি কর্মকর্তাদের ভাবমূর্তি বিনষ্ট করার মতো দৃশ্য বা বক্তব্যও প্রচার করা যাবে না; জনস্বার্থ বিঘ্নিত হতে পারে এমন কোনো বিদ্রোহ, নৈরাজ্য ও হিংসাত্মক ঘটনা প্রচার করা যাবে না ইত্যাদি। নীতিমালায় জাতীয় সম্প্রচার কমিশন গঠনের কথা বলা হলেও সে বিষয়ে সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। বরং বলা হয়েছে- কমিশন গঠন না হওয়া পর্যন্ত তথ্য মন্ত্রণালয় সম্প্রচার সম্পর্কিত সব বিষয়ে সিদ্ধান্ত নেবে। আবার কমিশন হলেও তার কাজ হবে তদন্ত করে সুপারিশ করা। শাস্তির ক্ষমতা সরকার তার নিজের কাছেই রেখেছে। ফলে তদারকি ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে শেষ কথা সরকারেরই।

Tag :
জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

সম্প্রচার নীতিমালা বাস্তবায়ন না করার দাবি সুজনের

আপডেট টাইম : ০৭:৩০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কমsujon-logo_6544_47001: গণমাধ্যমের সঙ্গে অসংগতিপূর্ণ ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ বাস্তবায়ন না করার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগররিক-সুজন।

শনিবার সংগঠনের সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুজন মনে করে এই নীতিমালা বাস্তবায়নের ফলে সম্প্রচার মাধ্যমগুলোর ওপর তথ্য মন্ত্রণালয় তথা সরকারের নিয়ন্ত্রণ আরো বাড়বে, এ মাধ্যমের স্বাধীনতা সঙ্কুচিত হবে। এছাড়াও নীতিমালাটির বেশকিছু ধারা অস্পষ্ট এবং স্পর্শকাতর রয়েছে বলেও উল্লেখ করা হয়। অবমাননা, বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ও শত্রুতা এবং ইতিহাস বিকৃতি ইত্যাদি বিষয়সমূহ স্পষ্ট নয়। ফলে এ বিষয়গুলো অপব্যবহারেরও আশঙ্কা রয়ে যায় বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গণমাধ্যম ও নাগরিক সমাজের দীর্ঘদিনের দাবি ছিলো সম্প্রচার কমিশন গঠনের। কিন্তু সরকার কমিশন গঠনের আগেই ‘জাতীয় সম্প্রচার নীতিমালা’ অনুমোদন করেছে। এর ফলে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এককভাবে তথ্য মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে, যা গণমাধ্যমের জন্য মঙ্গলজনক হবে না বলে আমরা মনে করি।

যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের আগে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে অসংগতিপূর্ণ ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ বাস্তবায়ন না করার জন্য সরকারের নিকট জোর দাবি জানায় সংগঠনটি।

প্রসঙ্গত, নানা আলোচনা ও সমালোচনার পর সরকার গত ৫ আগস্ট ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ অনুমোদন করেছে। যদিও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ এ নীতিমালা বাস্তবায়ন করা হলে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

এ নীতিমালায় সংবাদ ও অনুষ্ঠান প্রচারে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। যেমন, সশস্ত্র বাহিনী এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কোনো বাহিনীর প্রতি কটাক্ষ বা অবমাননাকর দৃশ্য বা বক্তব্য প্রচার করা যাবে না; অপরাধীদের দণ্ড দিতে পারেন এমন সরকারি কর্মকর্তাদের ভাবমূর্তি বিনষ্ট করার মতো দৃশ্য বা বক্তব্যও প্রচার করা যাবে না; জনস্বার্থ বিঘ্নিত হতে পারে এমন কোনো বিদ্রোহ, নৈরাজ্য ও হিংসাত্মক ঘটনা প্রচার করা যাবে না ইত্যাদি। নীতিমালায় জাতীয় সম্প্রচার কমিশন গঠনের কথা বলা হলেও সে বিষয়ে সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। বরং বলা হয়েছে- কমিশন গঠন না হওয়া পর্যন্ত তথ্য মন্ত্রণালয় সম্প্রচার সম্পর্কিত সব বিষয়ে সিদ্ধান্ত নেবে। আবার কমিশন হলেও তার কাজ হবে তদন্ত করে সুপারিশ করা। শাস্তির ক্ষমতা সরকার তার নিজের কাছেই রেখেছে। ফলে তদারকি ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে শেষ কথা সরকারেরই।