অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১

‘জিয়ার আদর্শে দল না থাকায় সংকটে বিএনপি’

,ঢাকা : জিয়াউর রহমানের আদর্শে দল না থাকায় আজ সংকটে পড়েছে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান। তিনি বলেন, দলকে কষ্ঠিপাথরের মতো জিয়ার আদর্শে আদর্শবানদের দিয়ে পুনর্গঠন করলে আবার জেগে উঠবে।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মঙ্গলবার বিকেলে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাতবার্ষিকী ও সংবাদপত্রের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জিয়া পরিষদের সভাপতি কবির মুরাদ।

মাহবুব বলেন, দলের মধ্যে হতাশা ও বিভ্রান্তি থাকতে পারে। তবে সত্যিকারভাবে যদি জিয়াউর রহমানের আদর্শকে ধরে রাখা যায়, তাহলে বিএনপি আবার ঘুরে দাঁড়াতে পারবে।

দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, বর্তমানে সাংবাদিকরা সৈনিকের মত লড়াই করে যাচ্ছেন অনেক ঝুঁকি নিয়ে। প্রত্যেক সাংবাদিক যে কোনো সময় সাগর-রুনির মতো পরিস্থিতির শিকার হতে পারেন। তারপরও তারা সৈনিকের মতো লড়াই করে যাচ্ছেন।

মাহবুবুর বলেন, বাকশাল গঠন করার পর দেশে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। সব পত্রিকা বন্ধ করে মাত্র ৪টি পত্রিকা ছিল। জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন। তিনি তার গুণ ও কর্ম দিয়ে সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন। অর্থনৈতিক, সামাজিকভাবে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। তিনি কখনও দুর্নীতি ও স্বজনপ্রীতি করেননি।

তিনি বলেন, সাংসদপুত্র নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। গুলি করেও ক্ষমতার জোরে সে আবার বলছে তার মায়ের হাত অনেক বড়, তাকে কেউ কিছু করতে পারবে না। এতে বোঝা যায় দেশে চরম দুর্বৃত্তায়ন চলছে।

জিয়াউর রহমান সম্পর্কে সাবেক এই সেনাপ্রধান বলেন, ১৯৭৫ সালের ৭ ই নভেম্বর সিপাহী জনতার বিদ্রোহের ফলে দেশে কয়েকদিন সরকার ছিল না। সে সময় দেশে এক সংকটের তৈরি হয়েছিল। তখন জিয়াউর রহমান সেই সংকট থেকে জাতিকে মুক্ত করেছিলেন।

এতে আরও বক্তব্য রাখেন— সংগঠনের সহকারী মহাসচিব আব্দুল্লাহ মাসুদ, ঢাকা মহানগরের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

‘জিয়ার আদর্শে দল না থাকায় সংকটে বিএনপি’

আপডেট টাইম : ০২:০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০১৫

,ঢাকা : জিয়াউর রহমানের আদর্শে দল না থাকায় আজ সংকটে পড়েছে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান। তিনি বলেন, দলকে কষ্ঠিপাথরের মতো জিয়ার আদর্শে আদর্শবানদের দিয়ে পুনর্গঠন করলে আবার জেগে উঠবে।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মঙ্গলবার বিকেলে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাতবার্ষিকী ও সংবাদপত্রের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জিয়া পরিষদের সভাপতি কবির মুরাদ।

মাহবুব বলেন, দলের মধ্যে হতাশা ও বিভ্রান্তি থাকতে পারে। তবে সত্যিকারভাবে যদি জিয়াউর রহমানের আদর্শকে ধরে রাখা যায়, তাহলে বিএনপি আবার ঘুরে দাঁড়াতে পারবে।

দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, বর্তমানে সাংবাদিকরা সৈনিকের মত লড়াই করে যাচ্ছেন অনেক ঝুঁকি নিয়ে। প্রত্যেক সাংবাদিক যে কোনো সময় সাগর-রুনির মতো পরিস্থিতির শিকার হতে পারেন। তারপরও তারা সৈনিকের মতো লড়াই করে যাচ্ছেন।

মাহবুবুর বলেন, বাকশাল গঠন করার পর দেশে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। সব পত্রিকা বন্ধ করে মাত্র ৪টি পত্রিকা ছিল। জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন। তিনি তার গুণ ও কর্ম দিয়ে সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন। অর্থনৈতিক, সামাজিকভাবে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। তিনি কখনও দুর্নীতি ও স্বজনপ্রীতি করেননি।

তিনি বলেন, সাংসদপুত্র নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। গুলি করেও ক্ষমতার জোরে সে আবার বলছে তার মায়ের হাত অনেক বড়, তাকে কেউ কিছু করতে পারবে না। এতে বোঝা যায় দেশে চরম দুর্বৃত্তায়ন চলছে।

জিয়াউর রহমান সম্পর্কে সাবেক এই সেনাপ্রধান বলেন, ১৯৭৫ সালের ৭ ই নভেম্বর সিপাহী জনতার বিদ্রোহের ফলে দেশে কয়েকদিন সরকার ছিল না। সে সময় দেশে এক সংকটের তৈরি হয়েছিল। তখন জিয়াউর রহমান সেই সংকট থেকে জাতিকে মুক্ত করেছিলেন।

এতে আরও বক্তব্য রাখেন— সংগঠনের সহকারী মহাসচিব আব্দুল্লাহ মাসুদ, ঢাকা মহানগরের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।