পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১

রমজান মাসে সাংগঠনিক কার্যক্রমে ব্যস্ত থাকবে বিএনপি

ঢাকা : রমজান মাসে দলের সাংগঠনিক কার্যক্রম নিয়েই দলীয়ভাবে ব্যস্ত থাকবে বিএনপি। রাজনৈতিক কর্মসূচি না থাকায় ইফতার কর্মসূচি পালনের পাশপাশি দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে বিষয়ভিত্তিক গবেষণা সেল ও মনিটরিং সেল গঠন করেছে দলটি। একইসঙ্গে দলকে নতুন গতিতে আনতে বর্তমান ভারপ্রপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে ভারমুক্ত করা হতে পারে।

নেতৃত্বে পরিবর্তন আনার পরিকল্পনায় রমজান মাসের মধ্যে মূল দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সার্বিক সাংগঠনিক কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান বেগম খালেদা জিয়া। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংগঠনকে সর্বস্তরে ঢেলে সাজানোর অংশ হিসেবেই রমজান মাসকে দলের ‘সাংগঠনিক মাস’ হিসেবে ঘোষণা করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। যাতে করে রমজানের পরপর খুব দ্রুত দলের বেশ কয়েকটি অঙ্গ ও সহযোগী সংগঠনের পুনর্গঠন করা যায়। এছাড়াও দলের নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে বেশকয়েকটি সিসি-ক্যামেরা স্থাপন করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। গণমাধ্যম কর্মীদের ব্যবহারের সুবিধার্থে কার্যালয়ে ইন্টারনেট ও ‘ওয়াইফাই জোন’ স্থাপন করা হয়েছে।

রমজান মাসের পরপরই বিএনপির নীতিনির্ধারকরা নিয়মানুযায়ী দলের সাংগঠনিক কমিটি গঠনে জাতীয় কাউন্সিল করার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন বলেও জানা গেছে।

বিএনপির একটি সূত্রে জানা গেছে, এবার বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব কমিটিই নতুন নেতৃত্বের আদলে গড়ার সিদ্ধান্ত নিয়েছেন বেগম খালেদা জিয়া। সেজন্য কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখছেন তিনি।

সংগ্রহ করা হচ্ছে তাদের সার্বিক কার্যক্রমের প্রতিবেদন। কারণ তৃণমূল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই দল পুনর্গঠন চূড়ান্ত করবে বিএনপি। তৃণমূল থেকে পাঠানো প্রতিবেদনে বুঝা যাবে, বিগত দিনে কারা সক্রিয় ছিলেন আর কারা ফাঁকিবাজী করেছেন। আর এরই ভিত্তিতে দলটির সব পর্যায়ে নতুন নেতৃত্ব নির্ধারণ করবে বিএনপি। এসব তথ্য সংগ্রহ কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করছেন খালেদা জিয়া নিজেই বলে সূত্র জানিয়েছে।

এছাড়াও বিগত দিনের রাজনৈতিক আমলনামা বিবেচনায় নিয়েই স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম-মহাসচিবসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে দলীয় প্রধান। কারগার থেকে বের হলেই দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পূর্ণাঙ্গ মহাসচিব করা হতে পারে বলে দলটির শীর্ষ পর্যায়ে আলোচনা রয়েছে।

দলটির দফতর সূত্রে জানা গেছে, নতুন নেতৃত্বের অপেক্ষায় তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা। প্রতিদিন তণৃমূলের নেতাকর্মীরা তাদের অভিযোগ ও আশা প্রত্যাশা জানিয়ে দফতর বরাবর খোলা চিঠি পাঠাচ্ছে। অধিকাংশ চিঠিতে তৃণমূলের নেতাকর্মীরা উল্লেখ করেছেন, মাননীয় ম্যাডাম(খালেদা জিয়া) তৃণমূল নয়, এবার কেন্দ্রকে ঢেলে সাজানোর উদ্যোগ নিন। তবেই দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে। সংগঠন আরো সক্রিয় হবে। পাঠানো চিঠিতে তারা যুক্তি হসাবে তুলে ধরেন এই বলে যে, বিগত দিনে আন্দোলনে অংশ নেয়নি কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল অনেক নেতারা। ফলে জাতীয় নির্বাচনের দাবিতে সরকার বিরোধী আন্দোলনে বর্তমান কেন্দ্রীয় কমিটির একটি বড় অংশের ব্যর্থতার দায়ভার পড়েছে দলের সর্বস্তরে। বিশেষ করে সেই সকল নেতাদের ব্যর্থতার দায় নিতে হচ্ছে দলের হাইকমান্ডকেও। নেতাকর্মীরা জানান, রাজপথের আন্দোলন সফল করতে দলের প্রতিটি সেক্টরে নতুন নেতৃত্ব গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।

তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, দলের ৩৮৬ জনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি রয়েছে। কিন্তু কার্যত এ কমিটি দলের বিগত আন্দোলন কিংবা রাজনৈতিক কর্মসূচিতে কোনো কাজেই আসেনি। শুধুমাত্র পদ-পদবী নিয়ে সুদিনের অপেক্ষার প্রহর গুনছেনÑ কবে আবার দল ক্ষমতায় আসবে। যার নেতিবাচক রাজনৈতিক দিক ভোগ করতে হচ্ছে পুরো দলকে।

দলটির আরেকটি সূত্রে জানা গেছে, মামলার অজুহাতে যারা(নেতাদের মধ্যে বিগত দিনের আন্দোলন-সংগ্রামে নিজেদের সরিয়ে রেখেছেন তাদের একটি তালিকা তৈরি করছে বিএনপি)। তবে ‘এই মুহূর্তে দলের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে কারারুদ্ধ নেতা-কর্মীদের বের করে আনা। পাশাপাশি দলকে নতুনভাবে গোছানো। বিএনপির নীতিনির্ধারকদের মতে দলকে আন্দোলন উপযোগী করার জন্য নতুন নেতৃত্বের বিকল্প নেই বলে মনে করা হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল(অব:) মাহবুবুর রহমান বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম সারা বছর ধরেই চলে। তবে রমজান মাসে দলের রাজনৈতিক কর্মসূচি কম থাকায় অন্য যে কোনো সময়ের চেয়ে এ মাসে সাংগঠনিক কাজের অগ্রগতি বেশি হয়।

এদিকে রাজনীতিবিদ, পেশাজীবী নাগরিক ও রাষ্ট্রদূতদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপি প্রধান। ২১ জুন রাজনীতিবিদ, ২২ জুন পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে বসুন্ধরা কনভেনশন সেন্টারে এবং ২৪ জুন রাষ্ট্রদূতদের সম্মানে হোটেল ওয়েস্টিনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

বিএনপির দফতর থেকে জানা গেছে, আগামী ২৪ জুন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ২৫ জুন জামায়াতে ইসলামী, ২৭ জুন জাতীয় পার্টি (কাজী জাফর), ২৮ জুন ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ৩০ জুন বাংলাদেশ লেবার পার্টি, ১ জুলাই লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি), ৪ জুলাই প্রকৌশলী এবং ৬ জুলাই বিকল্পধারা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

প্রসঙ্গত, সর্বশেষ বিএনপির কাউন্সিল হয় ২০০৯ সালের ৮ ডিসেম্বর। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর অন্তর কাউন্সিল করার কথা। এমনকি বিএনপির পক্ষ থেকে কাউন্সিল করার জন্য নির্বাচন কমিশন থেকে কয়েক দফা সময় নেওয়া হয়। কয়েক দফা চেষ্টা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর অত্যাচার নির্যাতনে কাউন্সিল করতে পারেনি বিএনপি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

রমজান মাসে সাংগঠনিক কার্যক্রমে ব্যস্ত থাকবে বিএনপি

আপডেট টাইম : ০৬:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০১৫

ঢাকা : রমজান মাসে দলের সাংগঠনিক কার্যক্রম নিয়েই দলীয়ভাবে ব্যস্ত থাকবে বিএনপি। রাজনৈতিক কর্মসূচি না থাকায় ইফতার কর্মসূচি পালনের পাশপাশি দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে বিষয়ভিত্তিক গবেষণা সেল ও মনিটরিং সেল গঠন করেছে দলটি। একইসঙ্গে দলকে নতুন গতিতে আনতে বর্তমান ভারপ্রপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে ভারমুক্ত করা হতে পারে।

নেতৃত্বে পরিবর্তন আনার পরিকল্পনায় রমজান মাসের মধ্যে মূল দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সার্বিক সাংগঠনিক কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান বেগম খালেদা জিয়া। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংগঠনকে সর্বস্তরে ঢেলে সাজানোর অংশ হিসেবেই রমজান মাসকে দলের ‘সাংগঠনিক মাস’ হিসেবে ঘোষণা করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। যাতে করে রমজানের পরপর খুব দ্রুত দলের বেশ কয়েকটি অঙ্গ ও সহযোগী সংগঠনের পুনর্গঠন করা যায়। এছাড়াও দলের নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে বেশকয়েকটি সিসি-ক্যামেরা স্থাপন করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। গণমাধ্যম কর্মীদের ব্যবহারের সুবিধার্থে কার্যালয়ে ইন্টারনেট ও ‘ওয়াইফাই জোন’ স্থাপন করা হয়েছে।

রমজান মাসের পরপরই বিএনপির নীতিনির্ধারকরা নিয়মানুযায়ী দলের সাংগঠনিক কমিটি গঠনে জাতীয় কাউন্সিল করার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন বলেও জানা গেছে।

বিএনপির একটি সূত্রে জানা গেছে, এবার বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব কমিটিই নতুন নেতৃত্বের আদলে গড়ার সিদ্ধান্ত নিয়েছেন বেগম খালেদা জিয়া। সেজন্য কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখছেন তিনি।

সংগ্রহ করা হচ্ছে তাদের সার্বিক কার্যক্রমের প্রতিবেদন। কারণ তৃণমূল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই দল পুনর্গঠন চূড়ান্ত করবে বিএনপি। তৃণমূল থেকে পাঠানো প্রতিবেদনে বুঝা যাবে, বিগত দিনে কারা সক্রিয় ছিলেন আর কারা ফাঁকিবাজী করেছেন। আর এরই ভিত্তিতে দলটির সব পর্যায়ে নতুন নেতৃত্ব নির্ধারণ করবে বিএনপি। এসব তথ্য সংগ্রহ কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করছেন খালেদা জিয়া নিজেই বলে সূত্র জানিয়েছে।

এছাড়াও বিগত দিনের রাজনৈতিক আমলনামা বিবেচনায় নিয়েই স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম-মহাসচিবসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে দলীয় প্রধান। কারগার থেকে বের হলেই দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পূর্ণাঙ্গ মহাসচিব করা হতে পারে বলে দলটির শীর্ষ পর্যায়ে আলোচনা রয়েছে।

দলটির দফতর সূত্রে জানা গেছে, নতুন নেতৃত্বের অপেক্ষায় তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা। প্রতিদিন তণৃমূলের নেতাকর্মীরা তাদের অভিযোগ ও আশা প্রত্যাশা জানিয়ে দফতর বরাবর খোলা চিঠি পাঠাচ্ছে। অধিকাংশ চিঠিতে তৃণমূলের নেতাকর্মীরা উল্লেখ করেছেন, মাননীয় ম্যাডাম(খালেদা জিয়া) তৃণমূল নয়, এবার কেন্দ্রকে ঢেলে সাজানোর উদ্যোগ নিন। তবেই দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে। সংগঠন আরো সক্রিয় হবে। পাঠানো চিঠিতে তারা যুক্তি হসাবে তুলে ধরেন এই বলে যে, বিগত দিনে আন্দোলনে অংশ নেয়নি কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল অনেক নেতারা। ফলে জাতীয় নির্বাচনের দাবিতে সরকার বিরোধী আন্দোলনে বর্তমান কেন্দ্রীয় কমিটির একটি বড় অংশের ব্যর্থতার দায়ভার পড়েছে দলের সর্বস্তরে। বিশেষ করে সেই সকল নেতাদের ব্যর্থতার দায় নিতে হচ্ছে দলের হাইকমান্ডকেও। নেতাকর্মীরা জানান, রাজপথের আন্দোলন সফল করতে দলের প্রতিটি সেক্টরে নতুন নেতৃত্ব গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।

তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, দলের ৩৮৬ জনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি রয়েছে। কিন্তু কার্যত এ কমিটি দলের বিগত আন্দোলন কিংবা রাজনৈতিক কর্মসূচিতে কোনো কাজেই আসেনি। শুধুমাত্র পদ-পদবী নিয়ে সুদিনের অপেক্ষার প্রহর গুনছেনÑ কবে আবার দল ক্ষমতায় আসবে। যার নেতিবাচক রাজনৈতিক দিক ভোগ করতে হচ্ছে পুরো দলকে।

দলটির আরেকটি সূত্রে জানা গেছে, মামলার অজুহাতে যারা(নেতাদের মধ্যে বিগত দিনের আন্দোলন-সংগ্রামে নিজেদের সরিয়ে রেখেছেন তাদের একটি তালিকা তৈরি করছে বিএনপি)। তবে ‘এই মুহূর্তে দলের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে কারারুদ্ধ নেতা-কর্মীদের বের করে আনা। পাশাপাশি দলকে নতুনভাবে গোছানো। বিএনপির নীতিনির্ধারকদের মতে দলকে আন্দোলন উপযোগী করার জন্য নতুন নেতৃত্বের বিকল্প নেই বলে মনে করা হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল(অব:) মাহবুবুর রহমান বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম সারা বছর ধরেই চলে। তবে রমজান মাসে দলের রাজনৈতিক কর্মসূচি কম থাকায় অন্য যে কোনো সময়ের চেয়ে এ মাসে সাংগঠনিক কাজের অগ্রগতি বেশি হয়।

এদিকে রাজনীতিবিদ, পেশাজীবী নাগরিক ও রাষ্ট্রদূতদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপি প্রধান। ২১ জুন রাজনীতিবিদ, ২২ জুন পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে বসুন্ধরা কনভেনশন সেন্টারে এবং ২৪ জুন রাষ্ট্রদূতদের সম্মানে হোটেল ওয়েস্টিনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

বিএনপির দফতর থেকে জানা গেছে, আগামী ২৪ জুন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ২৫ জুন জামায়াতে ইসলামী, ২৭ জুন জাতীয় পার্টি (কাজী জাফর), ২৮ জুন ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ৩০ জুন বাংলাদেশ লেবার পার্টি, ১ জুলাই লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি), ৪ জুলাই প্রকৌশলী এবং ৬ জুলাই বিকল্পধারা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

প্রসঙ্গত, সর্বশেষ বিএনপির কাউন্সিল হয় ২০০৯ সালের ৮ ডিসেম্বর। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর অন্তর কাউন্সিল করার কথা। এমনকি বিএনপির পক্ষ থেকে কাউন্সিল করার জন্য নির্বাচন কমিশন থেকে কয়েক দফা সময় নেওয়া হয়। কয়েক দফা চেষ্টা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর অত্যাচার নির্যাতনে কাউন্সিল করতে পারেনি বিএনপি।