অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo টানা ১০দিন ছিলেন আইসিইউতে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেলেন যশোরের সাবেক চেয়ারম্যান আজাদ Logo জুলাই অভ্যুত্থান উপলক্ষে লালমনিরহাটে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ভিসার প্রলোভনে প্রতারণা, লালমনিরহাট ডিবির অভিযানে পাঁচ লাখ টাকা উদ্ধার Logo ‘নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, অথচ পিআর দাবিতে সমাবেশ করছে একটি দল’ Logo সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব: জামায়াত আমির Logo জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল Logo ঠাকুরগাঁওয়ের বালিয়াঙ্গীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের উপর হামলার প্রধান দস্যুতার অপরাধে গ্রেফতার Logo ঠাকুরগাঁওয়ে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo জিয়াউর রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করলে কঠোরভাবে দমন করা হবে-বগুড়া বিএনপি Logo নওগাঁয় আরপিএ’র ফ্রি মেডিকেল ক্যাম্প; দেওয়া হয়েছে গাছের চারা

সিডনিতেও বৃষ্টি শঙ্কা

সিডনিতে স্পিন ট্র্যাক নিয়ে যখন বগল বাজাচ্ছিল ভারতীয়রা, তখন নতুন একটি দুঃশ্চিন্তা এসে গ্রাস করছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মনে। সেটা বৃষ্টি। সোম এবং মঙ্গলবার সারাদিনই মেঘে ঢাকা ছিল সিডনির আকাশ। গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে।

যে কারণে সিডনির উইকেট রোদ দেখছে না দুই দিন। পুরোপুরি কাভারে ঢাকা। এই উইকেট যে, ভারতীয়দের জন্য উল্টো বুমেরাং হয়ে দেখা দিতে পারে! বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস নেই, কিন্তু আকাশ পরিষ্কার হয়ে রোদ না উঠলে ভারতের জন্যই বিপদ। দু’দিন কভারে ঢাকা উইকেট ভারতীয়দের জন্য একেবারেই কাম্য নয়।

চাহিদা বলতে শুকনো খটখটে উইকেট , যেখানে অশ্বিন আর জাদেজার ২০ ওভার দিয়েই ম্যাচ জিততে চাইছে ভারত। কারণ মিডল ওভারে যখন রানের গতি আটকাতে হবে, তখন সেটা করতে হবে স্পিনারদেরই।

অজিদের হাতে ম্যাক্সওয়েল ছাড়া কোনও স্পিনার নেই। তারা পেসেই ভরসা রাখছে। স্পিন ফ্যাক্টর এবং অশ্বিন-জাদেজা যুগলবন্দির কথা আরও বেশি করে উঠছে কোয়ার্টার ফাইনালে শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরে। যেখানে ইমরান তাহির চারটে আর দুমিনির হ্যাটট্রিক-সহ স্পিনাররা নিয়েছিলেন ৭ উইকেট।

অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ ছিল প্রায় দেড় ঘন্টা। যে কারণে ম্যাচ কমিয়ে আনা হয় ৭ ওভার। খেলা হয় ৪৩ ওভারে। অকল্যান্ডের মতও তাই সিডনিতে বৃষ্টি শঙ্কা রয়েছে। যদিও বৃষ্টির কারণে লাভবান হবে ভারতই। কারণ, বৃহস্পতিবার খেলা না হলে রিজার্ভ ডে রয়েছে শুক্রবার। সেদিনও যদি কোনভাবে মাঠে বল গড়ানো না যায়, তবে সবচেয়ে বেশি জয়ের কারণে, ভারতই চলে যাবে ফাইনালে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টানা ১০দিন ছিলেন আইসিইউতে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেলেন যশোরের সাবেক চেয়ারম্যান আজাদ

সিডনিতেও বৃষ্টি শঙ্কা

আপডেট টাইম : ০৬:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০১৫

সিডনিতে স্পিন ট্র্যাক নিয়ে যখন বগল বাজাচ্ছিল ভারতীয়রা, তখন নতুন একটি দুঃশ্চিন্তা এসে গ্রাস করছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মনে। সেটা বৃষ্টি। সোম এবং মঙ্গলবার সারাদিনই মেঘে ঢাকা ছিল সিডনির আকাশ। গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে।

যে কারণে সিডনির উইকেট রোদ দেখছে না দুই দিন। পুরোপুরি কাভারে ঢাকা। এই উইকেট যে, ভারতীয়দের জন্য উল্টো বুমেরাং হয়ে দেখা দিতে পারে! বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস নেই, কিন্তু আকাশ পরিষ্কার হয়ে রোদ না উঠলে ভারতের জন্যই বিপদ। দু’দিন কভারে ঢাকা উইকেট ভারতীয়দের জন্য একেবারেই কাম্য নয়।

চাহিদা বলতে শুকনো খটখটে উইকেট , যেখানে অশ্বিন আর জাদেজার ২০ ওভার দিয়েই ম্যাচ জিততে চাইছে ভারত। কারণ মিডল ওভারে যখন রানের গতি আটকাতে হবে, তখন সেটা করতে হবে স্পিনারদেরই।

অজিদের হাতে ম্যাক্সওয়েল ছাড়া কোনও স্পিনার নেই। তারা পেসেই ভরসা রাখছে। স্পিন ফ্যাক্টর এবং অশ্বিন-জাদেজা যুগলবন্দির কথা আরও বেশি করে উঠছে কোয়ার্টার ফাইনালে শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরে। যেখানে ইমরান তাহির চারটে আর দুমিনির হ্যাটট্রিক-সহ স্পিনাররা নিয়েছিলেন ৭ উইকেট।

অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ ছিল প্রায় দেড় ঘন্টা। যে কারণে ম্যাচ কমিয়ে আনা হয় ৭ ওভার। খেলা হয় ৪৩ ওভারে। অকল্যান্ডের মতও তাই সিডনিতে বৃষ্টি শঙ্কা রয়েছে। যদিও বৃষ্টির কারণে লাভবান হবে ভারতই। কারণ, বৃহস্পতিবার খেলা না হলে রিজার্ভ ডে রয়েছে শুক্রবার। সেদিনও যদি কোনভাবে মাঠে বল গড়ানো না যায়, তবে সবচেয়ে বেশি জয়ের কারণে, ভারতই চলে যাবে ফাইনালে।