
বাংলার খবর২৪.কম: বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগ ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগের (বিআরপিডি) জিএম মো. নাসিরুজ্জামানকে ফিন্যান্সিয়াল ইন্টিগ্রেটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টে বদলি করা হয়েছে।
একই বিভাগ থেকে কয়েকদিন আগে ডিজিএম মো. আনোয়ারুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়। গুরুত্বপূর্ণ এই বিভাগ থেকে ঋণ নবায়নসহ বিভিন্ন বিষয়ে ব্যাংকগুলোকে দিকনির্দেশনা দেওয়া হয়। এই বিভাগকে ঢেলে সাজানোর জন্যই ঊচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বদলি করা হচ্ছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।