
বাংলার খবর২৪.কম: জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) তৃতীয় নেটওয়ার্কিং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর গুলশান ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। জাপান ও বাংলাদেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এ ধরনের সম্মেলন দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেবিসিসিআইয়ের সভাপতি কিউ কাওয়ানো।