
সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী (পিরোজপুর) ॥
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে শুক্রবার বিকালে তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সচেতনা বৃদ্ধির জন্য তৃণমূলের নারী, কমিউনিটি লিডার এবং রাজনৈতিক নেতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সভাপতি জাহানূর বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, জয়কুল কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রতন কুমার ঘোষ, সমাজ সেবক আ. লতিফ খসরু, রাজনৈতিক নেতা নিমাই মন্ডল, কৃষ্ণ লাল গুহ, সংগঠনের সাধারণ সম্পাদক সুনন্দা সমদ্দার, লিগ্যাল এইড সম্পাদক শাহীদা হক প্রমুখ। সভায় ৬০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 





















