
ডেস্ক: রাত ৯টার পরে রাস্তায় দেখা গেলেই কিশোর-কিশোরীদের বিয়ে দিয়ে দেয়া এমনটাই নজিরবিহীন নিষেধাজ্ঞা সম্প্রতি জারি করেছেন ইন্দোনেশিয়ার পুরওয়াকার্তা জেলার স্থানীয় এক নেতা।
শুধু নির্দেশ দেয়া নয়, এই নিয়মকে কার্যকরী করতে সিসিটিভি ক্যামেরা ও টহলদারির ব্যবস্থাও করা হবে বলেও জানানো হয়েছে।
দেশটির বেসরকারি একটি সংবাদ সংস্থা জানিয়েছে, ইন্দোনেশিয়ার পুরওয়াকার্তা জেলার জেলা প্রশাসক এই অদ্ভুত আইন জারি করেছেন।
ওই আইনে বলা হয়েছে, ‘রাত ৯টার পর যদি কোনো জুটিকে একসঙ্গে বাইরে দেখা যায় তাহলে তাদের বিয়ে দিয়ে দেয়া হবে। ওই নির্দেশ অনুযায়ী রাত ৯টার পর যদি কোনো অবিবাহিত তরুণ তার বন্ধুর বাসায় গিয়ে ফিরে না আসে তাহলে তার দ্রুত বিয়ের ব্যবস্থা করা হবে।