পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশে আসছেন ২৩ দেশের সেনা কর্মকর্তা

বাংলার খবর২৪.কম500x350_e83cbe9858cfe945f2165f798b2e8be3_image_98063_0: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় শুরু হচ্ছে ৩৮তম প্যাসিফিক সেনা ব্যবস্থাপনা সভা (প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনার-প্যামস)। এশিয়া-প্যাসিফিক ও ভারত মহাসাগর অঞ্চলের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা বাংলাদেশে অনুষ্ঠিত প্যামস এ যোগ দেবেন। এ উপলক্ষে এসব অঞ্চলের ২৩টি দেশের সেনা ও নিরাপত্তা কর্মকর্তারা ঢাকায় আসবেন।

যুক্তরাষ্ট্র আর্মি, প্যাসিফিক (ইউএসএআরপিএসি) এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে প্যামস আয়োজন করছে।

মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এবার প্যামস-এর মূল বক্তব্য ‘এশিয়া-প্রশান্ত অঞ্চলে নতুন মেরুকরণ: সেনাবাহিনীর জন্য সুযোগ ও চ্যালেঞ্জ’।

সভায় স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া ও যুক্তরাষ্ট্রের কমান্ডার, আর্মি, প্যাসিফিক জেনারেল ভিনসেন্ট ব্রুকস।

দূতাবাস সূত্র জানায়, এবারের সভার আলোচনার বিষয়বস্তু হলো- সহযোগিতা চর্চা, অ-প্রচলিত নিরাপত্তাজনিত অভ্যন্তরীণ কর্মসূচি উন্নয়ন, প্রচলিত ও অ-প্রচলিত হুমকি মোকাবেলায় ভারসাম্য রক্ষায় করণীয়, সামরিক, বে-সামরিক ও বহুজাতিক করপোরেশন ভবিষ্যতের স্থিতিশীলতার জন্য অপরিহার্য অংশ এবং পরিবেশজনিত নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সাড়া দেয়ার দক্ষতা বৃদ্ধি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে আসছেন ২৩ দেশের সেনা কর্মকর্তা

আপডেট টাইম : ০১:২২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম500x350_e83cbe9858cfe945f2165f798b2e8be3_image_98063_0: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় শুরু হচ্ছে ৩৮তম প্যাসিফিক সেনা ব্যবস্থাপনা সভা (প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনার-প্যামস)। এশিয়া-প্যাসিফিক ও ভারত মহাসাগর অঞ্চলের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা বাংলাদেশে অনুষ্ঠিত প্যামস এ যোগ দেবেন। এ উপলক্ষে এসব অঞ্চলের ২৩টি দেশের সেনা ও নিরাপত্তা কর্মকর্তারা ঢাকায় আসবেন।

যুক্তরাষ্ট্র আর্মি, প্যাসিফিক (ইউএসএআরপিএসি) এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে প্যামস আয়োজন করছে।

মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এবার প্যামস-এর মূল বক্তব্য ‘এশিয়া-প্রশান্ত অঞ্চলে নতুন মেরুকরণ: সেনাবাহিনীর জন্য সুযোগ ও চ্যালেঞ্জ’।

সভায় স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া ও যুক্তরাষ্ট্রের কমান্ডার, আর্মি, প্যাসিফিক জেনারেল ভিনসেন্ট ব্রুকস।

দূতাবাস সূত্র জানায়, এবারের সভার আলোচনার বিষয়বস্তু হলো- সহযোগিতা চর্চা, অ-প্রচলিত নিরাপত্তাজনিত অভ্যন্তরীণ কর্মসূচি উন্নয়ন, প্রচলিত ও অ-প্রচলিত হুমকি মোকাবেলায় ভারসাম্য রক্ষায় করণীয়, সামরিক, বে-সামরিক ও বহুজাতিক করপোরেশন ভবিষ্যতের স্থিতিশীলতার জন্য অপরিহার্য অংশ এবং পরিবেশজনিত নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সাড়া দেয়ার দক্ষতা বৃদ্ধি।