অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo হাতীবান্ধায় মডেল কলেজের অধ্যক্ষ নিয়ে দ্বন্দে শিক্ষক কর্মচারীর সংবাদ সম্মেলন Logo সরকারি অফিসে চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য, সচেতন মহলের কঠোর পদক্ষেপের আহ্বান Logo তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ Logo নারায়ণগঞ্জ জেলায় ভূমি অধিগ্রহণ শাখায় সার্ভেয়ার ফ্যাসিস্ট মামুনের দূর্নীতিতে অতিষ্ঠ সাধারণ গ্রাহকরা Logo সাবেক এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম’র কাছের লোক পরিচয়ে প্রকল্প পরিচালক পদে নিয়োগ পিডি বারেকের Logo লালমনিরহাটের মুগ্ধতা ছড়িয়ে ফুটেছে ভাটিফুল Logo ঝিনাইগাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন Logo লালমনিরহাটে মাদক ও অস্ত্র সহ আটক তিনজনকে আদালতে প্রেরণ Logo পাটগ্রামে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo লালমনিরহাটে পিস্তল-গুলিসহ তিনজন আটক

নাটোরে অভিনব কায়দায় বক শিকার

প্রতিদিন ভোরে পাখি শিকারিরা চলনবিলের বিভিন্ন ছোট বিলে ফসলের মাঠে সারি সারি করে ফাঁদ পেতে পাখি শিকার করছে। আবার এক শ্রেণির শিকারিরা বিষটোপ-বড়শি দিয়ে রাতের অন্ধকারে জাল পেতে বকসহ নানা প্রকার অতিথি পাখি শিকার করছেন।

বাঁশের খুটি, কলা পাতা, খেজুর ডাল বেতের পাতা দিয়ে অভিনব কায়দায় ফাঁদ তৈরি করা হয়। এগুলো ৬ থেকে ৭ ফুট উঁচুতে রাখা হয়। ফাঁদের সামনে বাঁশের ওপর বেঁধে রাখা বক হাতে শিকারি। দল বেঁধে উড়ে যাওয়া বক শিকারের অপেক্ষায় থাকে শিকারীরা।

প্রতিদিন বিকাল থেকে গভীর রাত আর ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত পাখি শিকার চলছে। শিকার করা এসব পাখি প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে হাট-বাজারে।

বিলের পানি নেমে যাওয়ায় চলনবিলের খাল-বিল, জলাশয়গুলো শুকিয়ে যাচ্ছে। সেখানে মিলছে পুঁটি, খলসেসহ বিভিন্ন ছোট ছোট প্রজাতির দেশীয় মাছ। এসব মাছ খাওয়ার আশায় চলনবিলে আশ্রয় নিয়েছে নানা প্রজাতির অতিথি পাখি। কিন্তু কিছু লোভী মানুষ সুযোগ নিয়েছে এ সব পাখি শিকারের।

নাটোরের সিংড়া উপজেলার শাওল গ্রামের এক বক শিকারি বলেন, অনেকদিন ১৫/২০টি বক পাই আবার অনেকদিন কোনো বক পাওয়া যায় না। প্রতিটি বক তারা ১২০ টাকা ১৫০ টাকায় বিক্রি করি।

উপজেলা বন কর্মকর্তা ইয়াদুল বারী জানান, আমরা তৎপর রয়েছি। কোনোভাবেই পাখি শিকার করতে দেয়া হবে না।

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পাখি শিকারিদের ধরে আইনের আওতায় আনা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধায় মডেল কলেজের অধ্যক্ষ নিয়ে দ্বন্দে শিক্ষক কর্মচারীর সংবাদ সম্মেলন

নাটোরে অভিনব কায়দায় বক শিকার

আপডেট টাইম : ০৩:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০১৬

প্রতিদিন ভোরে পাখি শিকারিরা চলনবিলের বিভিন্ন ছোট বিলে ফসলের মাঠে সারি সারি করে ফাঁদ পেতে পাখি শিকার করছে। আবার এক শ্রেণির শিকারিরা বিষটোপ-বড়শি দিয়ে রাতের অন্ধকারে জাল পেতে বকসহ নানা প্রকার অতিথি পাখি শিকার করছেন।

বাঁশের খুটি, কলা পাতা, খেজুর ডাল বেতের পাতা দিয়ে অভিনব কায়দায় ফাঁদ তৈরি করা হয়। এগুলো ৬ থেকে ৭ ফুট উঁচুতে রাখা হয়। ফাঁদের সামনে বাঁশের ওপর বেঁধে রাখা বক হাতে শিকারি। দল বেঁধে উড়ে যাওয়া বক শিকারের অপেক্ষায় থাকে শিকারীরা।

প্রতিদিন বিকাল থেকে গভীর রাত আর ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত পাখি শিকার চলছে। শিকার করা এসব পাখি প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে হাট-বাজারে।

বিলের পানি নেমে যাওয়ায় চলনবিলের খাল-বিল, জলাশয়গুলো শুকিয়ে যাচ্ছে। সেখানে মিলছে পুঁটি, খলসেসহ বিভিন্ন ছোট ছোট প্রজাতির দেশীয় মাছ। এসব মাছ খাওয়ার আশায় চলনবিলে আশ্রয় নিয়েছে নানা প্রজাতির অতিথি পাখি। কিন্তু কিছু লোভী মানুষ সুযোগ নিয়েছে এ সব পাখি শিকারের।

নাটোরের সিংড়া উপজেলার শাওল গ্রামের এক বক শিকারি বলেন, অনেকদিন ১৫/২০টি বক পাই আবার অনেকদিন কোনো বক পাওয়া যায় না। প্রতিটি বক তারা ১২০ টাকা ১৫০ টাকায় বিক্রি করি।

উপজেলা বন কর্মকর্তা ইয়াদুল বারী জানান, আমরা তৎপর রয়েছি। কোনোভাবেই পাখি শিকার করতে দেয়া হবে না।

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পাখি শিকারিদের ধরে আইনের আওতায় আনা হবে।