
জাতীয় তেল, গ্যাস, বন্দর রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে ২৫ জানুয়ারির মধ্যে রামপাল থেকে বিদ্যুৎ কেন্দ্র সরানো ঘোষণা না দেয়া হলে ২৬ জানুয়ারি ঢাকা মহানগরীতে অর্ধ দিবস হরতাল পালিত হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে জাতীয় তেল, গ্যাস, বন্দর রক্ষা জাতীয় কমিটির সমাবেশ থেকে হরতালের এই আহ্বান জানান কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আনু মুহাম্মদ।
এর আগে সমাবেশে বিশিষ্ট লেখক, কলামিস্ট, অ্যাক্টিভিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, দেশে গণতন্ত্র থাকলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে আসতো সরকার। তিনি বলেন, আজকের শহিদ মিনার চত্বরে এমন সমাবেশ দেখে যদি তারা বুঝতে না পারে, তাহলে বিনয়ের সাথে বলবো, এই ইস্যুতে গণভোট দিন। সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র করতে জনগণ রাজি কিনা তা জানতে গণভোট দিন। দেখবেন এক ভাগ লোকও বিদ্যুৎকেন্দ্রের পক্ষে ভোট দিচ্ছে না। কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে জাতীয় তেল, গ্যাস, বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন।