
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বলেছেন, ‘নির্বাচনের পরিবেশ এখনো ভালো রয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার ক্ষেত্রে এখনো কোনো অভিযোগ উঠেনি প্রার্থীদের পক্ষ থেকে। এমন পরিস্থিতি বিরাজমান থাকলে সেনাবাহিনীর প্রয়োজন হবে না। তবে আমার দৃষ্টিতে, ১৭৪টি ভোট কেন্দ্রের একটি কেন্দ্রও নিরাপদ নয়। শুধু ঝুঁকিপূর্ণ নয়, অতি ঝুঁকিপূর্ণ। এটি বলার অর্থ হলো-যাতে প্রয়োজনের চেয়ে বেশি জনবল পাই। আমি চাই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হোক।’
রবিবার (২৭ নভেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে এসব কথা বলেছেন নুরুজ্জামান তালুকদার।
অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে নুরুজ্জামান তালুকদার বলেছেন, ‘আইন-কানুন দুই পক্ষকেই মানতে হবে। ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবেন, এমনকি সারাদিন ভোট কেন্দ্রে ঘুরে কাউকে ভোট না দিয়ে চলে আসবেন সেটা হলো অবাধ। নিরপেক্ষ শুধু আমরা।’
তিনি আরো বলেছেন, ‘নির্বাচনে আমার অধীনে ১০ হাজার কর্মকর্তা কাজ করবেন।’
নাসিক নির্বাচনকে চ্যালেঞ্জিং হিসাবে দাবি করে নুরুজ্জামান তালুকদার বলেছেন, ‘এটা একটি চ্যালেঞ্জিং নির্বাচন। কারণ, আমি বন্দর এলাকাতে গিয়েছিলাম। সেখানে যাতায়াতের রাস্তা একটি চ্যালেঞ্জ, এ প্রথম দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে সেটি একটি চ্যালেঞ্জ। তবে নারায়ণগঞ্জের নির্বাচন অন্য কোনো কারণে চ্যালেঞ্জিং নয়।’
বৈধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে নুরুজ্জামান তালুকদার বলেছেন, ‘নির্বাচন প্রক্রিয়ায় বৈধ অস্ত্র সংগ্রহ করা যাদের কাজ তাদেরকে বলবো স্বচ্ছতার সঙ্গে এ কাজ করতে। এ ছাড়া অবৈধ অস্ত্র ও সন্ত্রাস বিষয়ে যারা ব্যবস্থাগ্রহণ করবেন তাদের সঙ্গেও আলোচনা করবো। তাদের কাছ থেকে জানবো তারা কিভাবে কাজ করছেন।’
পোলিং এজেন্টের বিষয়ে প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আপনারা শিক্ষিত ও সাহসী ১৭৪ জন পোলিং এজেন্ট দিবেন। প্রয়োজনে আমরা তাদের প্রশিক্ষণ দিব তাদের কাজ সম্পর্কে। কারণ, নির্বাচন চলাকালীন সময়ে আমি তাদের কথাই শুনবো। কোনো প্রার্থীর কথা শুনবো না।’
নির্বাচনের আচারণবিধি লঙ্ঘনের বিষয়ে নুরুজ্জামান তালুকদার বলেছেন, ‘আগামী ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়ার পর উঠান বৈঠক, ঘরোয়া সভা করা যাবে। তবে মিছিল, শোভাযাত্রা ও সভা-সমাবেশ করা যাবে না। তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আচরণবিধি লঙ্ঘন করলে কেউ ভোট দিবে না।’
আসন্ন নাসিক নির্বাচন প্রসঙ্গে নুরুজ্জামান তালুকদার বলেছেন, ‘আশা করছি, গত বছরের তুলনায় এবার বেশি ভোট হবে। ভোট অন্য কোনো কেন্দ্রে গণনা করা হবে না। ভোট গণনার পরিস্থিতি না থাকলে কেন্দ্রেই বাতিল ঘোষণা করা হবে।’
দলীয় পক্ষপাতিত্বমুলক মনোভাবের নির্বাচন কর্মকর্তা প্রসঙ্গে নুরুজ্জামান তালুকদার বলেছেন, ‘আপনারাই গ্রাউন্ড ওয়ার্ক করুন। দলবাজ কর্মকর্তা থাকলে তাদের সম্পের্ক জানান। যদি এমন কেউ থাকে তাহলে শক্তভাবে ধরবেন যাতে করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। না হলে তারা তখন আপনাদের বিরুদ্ধে কাজ করবে। নির্বাচন একটা যুদ্ধ। সকলের জন্য লেভেল প্লেয়িং হবে । তাই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে।’