
বাংলাদেশ বিমান এয়ারলাইন্স আরও দুটি বোয়িং উড়োজাহাজ লিজ নিতে যাচ্ছে। ৭৩৭-৮০০ ইআর মডেলের ২টি উড়োজাহাজ লিজ নিতে আন্তর্জাতিক দরপত্র (আরএফপি) আহ্বান করেছে এয়ারলাইনসটি। আগামী পাঁচ বছরের (৬০ মাস) জন্য ড্রাই লিজে বিমানবহরে যুক্ত করা হবে।
সম্প্রতি বিমানের ওয়েবসাইটে (টেন্ডার বিভাগে) উড়োজাহাজ দুটি ড্রাই লিজ নেয়ার আরএফপি আহ্বান করা হয়েছে। বিমানের পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুর রহমান ফারুকী স্বাক্ষরিত দরপত্রে বলা হয়েছে, আগ্রহী এয়ারলাইনস, অপারেটর, এয়ারক্রাফটের মালিক, এয়ারক্রাফট উৎপাদনকারীসহ সংশ্লিষ্ট কোম্পানিই কেবল এ দরপত্রে অংশ নিতে পারবে।
দরপত্রে ৭৩৭-৮০০ ইআর উড়োজাহাজের জন্য যেসব শর্ত দেয়া হয়েছে, ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি দুটি ক্লাস বিশিষ্ট ১৬২ আসনের হতে হবে। উড়োজাহাজের বয়স হতে সর্বোচ্চ ১০ বছর। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে দরপত্র বিমানের ওয়েবসাইেটে জমা দিতে হবে। এছাড়াও বিমানের প্রধান কার্যালয়ে রক্ষিত দরপত্র বক্সেও আরএফপি জমা দেয়া যাবে।