অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা Logo মরা গরুর মাংস বিক্রির দায়ে দশ হাজার টাকা জরিমানা ও মাংস আগুনে বিনষ্ট। Logo হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু Logo হাতীবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি জিহান গ্রেফতার Logo পাটগ্রাম সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের লিফলেট বিতরণে Logo ভেঙে ফেলা হয়েছে বরগুনায় নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম নৌকা জাদুঘর। Logo হাতীবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন মোটরসাইকেল আরোহী Logo বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ Logo বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ Logo লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর ইজারা মূল্য জমা দানে ব্যর্থ হয়েছেন এক ঠিকাদারি প্রতিষ্ঠান

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আহত ২০

বাংলার খবর২৪.কম:6e4b2528701707a3ed973fc804a3e209_XL– ০২ আগস্ট ২০১৪: এবার বাগেরহাটে বিয়ের বৌভাত খেতে যাওযার আগে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ২০ যাত্রী আহত হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে বাগেরহাট সদরের জয়গাচি এলাকা থেকে মেয়ের বিয়ের বৌ ভাত খেতে পিরোজ পুরের নাজির পুর উপজেলার রঘুনাথপুর যাওয়ার পথে বাগেরহাট পিরোজপুর মহাসড়কের বৈটপুর এলাকার ফতেপুর ব্রিজের কাছে এ দূরঘটনা ঘটে । আহতদের বাগেরহাট সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে । এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকা জনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে ।

পুলিশ ও আহত যাত্রীরা জানায় বৌভাত খেতে যাওয়া সুন্দরবন পরিবহনটি বাগেরহাট সদরের ফতেপুর এলাকায় পৌছলে পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে । দুটি বাসই দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায় । এখবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠায় । আহতরা হলো সাহেরা খাতুন (৭০), লামিয়া (৮), হামিদ (১২), আছুয়া (৪০), কাশেম (২৬ ), মুনসুর (৬০) , আখী (১০),লাভলী (৪০) , আরহাম (১৩) , রেজাউল (৩০) , হাফিজুর (৪০), নূরুল ইসলাম (৩০) ,জাহিদুল ইসলাম (৩৭) , মো : অহিদুল ইসলাম (৪০) । এদের মধ্যে গুরুতর সাহেরা, লামিয়া , নূরুল ইসলাম ও আছুয়া ।

এব্যাপারে বাগেরহাট মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম খাঁন বাংলানিউজকে জানান, দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তার পুলিশ ও ফাসার সার্ভিস আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালসহ বিভিন ক্লিনিকে পাঠায়। এদের মধ্যে দু’ জনের অবস্থা বেশি গুরুত্বর।
এঘটনায় বাসের চালক বা হেলপার কাউকে আটক কারা না হলেও দূর্ঘটনা কবলিত বাস দুটি পুলিশ আটক করেছ

Tag :
জনপ্রিয় সংবাদ

তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আহত ২০

আপডেট টাইম : ০৩:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কম:6e4b2528701707a3ed973fc804a3e209_XL– ০২ আগস্ট ২০১৪: এবার বাগেরহাটে বিয়ের বৌভাত খেতে যাওযার আগে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ২০ যাত্রী আহত হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে বাগেরহাট সদরের জয়গাচি এলাকা থেকে মেয়ের বিয়ের বৌ ভাত খেতে পিরোজ পুরের নাজির পুর উপজেলার রঘুনাথপুর যাওয়ার পথে বাগেরহাট পিরোজপুর মহাসড়কের বৈটপুর এলাকার ফতেপুর ব্রিজের কাছে এ দূরঘটনা ঘটে । আহতদের বাগেরহাট সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে । এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকা জনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে ।

পুলিশ ও আহত যাত্রীরা জানায় বৌভাত খেতে যাওয়া সুন্দরবন পরিবহনটি বাগেরহাট সদরের ফতেপুর এলাকায় পৌছলে পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে । দুটি বাসই দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায় । এখবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠায় । আহতরা হলো সাহেরা খাতুন (৭০), লামিয়া (৮), হামিদ (১২), আছুয়া (৪০), কাশেম (২৬ ), মুনসুর (৬০) , আখী (১০),লাভলী (৪০) , আরহাম (১৩) , রেজাউল (৩০) , হাফিজুর (৪০), নূরুল ইসলাম (৩০) ,জাহিদুল ইসলাম (৩৭) , মো : অহিদুল ইসলাম (৪০) । এদের মধ্যে গুরুতর সাহেরা, লামিয়া , নূরুল ইসলাম ও আছুয়া ।

এব্যাপারে বাগেরহাট মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম খাঁন বাংলানিউজকে জানান, দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তার পুলিশ ও ফাসার সার্ভিস আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালসহ বিভিন ক্লিনিকে পাঠায়। এদের মধ্যে দু’ জনের অবস্থা বেশি গুরুত্বর।
এঘটনায় বাসের চালক বা হেলপার কাউকে আটক কারা না হলেও দূর্ঘটনা কবলিত বাস দুটি পুলিশ আটক করেছ