অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ওএসডি হচ্ছেন শরীয়তপুরের বিতর্কিত ডিসি আশরাফ Logo বগুড়া আদমদীঘিতে ট্রাকে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত Logo শার্শার সীমান্তবর্তী গোগা ও পুটখালী’র ৬টি করাত কল (স-মিল) বন্ধ করে দিয়েছে বিজিবি Logo সড়ক নয়, যেন মৃত্যু ফাঁদ! খানা-খন্দে ভরা নাভারন-সাতক্ষীরা মহাসড়ক, জলাবদ্ধতায় নরকযন্ত্রণা Logo তাড়াশে ভুয়া পশু চিকিৎসকের ২০ হাজার টাকা জরিমানা Logo বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাড়াশে আলোচনা সভা Logo আদমদিঘীতে ডাঃ জোবায়দা রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত Logo ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত Logo নওগাঁ সদর হাসপাতালে দুদকের অভিযান, পাওয়া গেল অনিয়ম Logo অমিক্রোনে যশোরে একজনের মৃত্যু

বরিশালে রাতের আধারে আ.লীগের দখল সন্ত্রাস

বাংলার খবর২৪.কমindex_55839 : বরিশাল নগরীতে বিরোধপূর্ণ সরকারি জমিতে রাতের আধারে দখল সন্ত্রাসে নেমেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। কীর্তনখোলার তীরে চরকাউয়া খেয়াঘাট এলাকায় রোববার সন্ধ্যা থেকে এ দখল সন্ত্রাস চলছে। অনুমতি ছাড়া রাতের আধারে জমি দখল করায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা নগরীতে। দখলের বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ওয়াকিবহাল থাকলেও রহস্যজনক কারণে ব্যবস্থা নিচ্ছে না। ফলে খেয়াঘাট এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যা থেকে কীর্তনখোলা তীরের খেয়াঘাট এলাকায় প্রায় ২’শ ফুট জমি দখল নেওয়ার পায়তারা চালাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। দখলের অংশ হিসেবে তারা ওই জায়গায় প্রায় ৭-৮টি দোকান নির্মাণ করছেন। দখলকাজে শ্রমিকদের নেতৃত্ব দিচ্ছেন মহানগর বাস্তুহারা লীগের সভাপতি কালাম শরীফ ও সদর উপজেলার সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মঞ্জু।

খেয়াঘাট এলাকার এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের ২০-২৫ নেতা-কর্মী আকস্মিকভাবে জমিটিতে দখল সন্ত্রাস চালাচ্ছে। বিষয়টি বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছে। কিন্তু তারা রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এতে খেয়াঘাট এলাকার সাধারণ ব্যবসায়ীরা চরম উৎকণ্ঠায় রয়েছে।

অবশ্য দখলের অভিযোগ অস্বীকার করে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বলছেন, জমিটি সংশ্লিষ্ট বিভাগ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-কর্তৃপক্ষের (বিআইডবিউটিএ) কাছ থেকে ইজারা নিয়ে দোকান নির্মাণ করা হচ্ছে। তবে দখলকারী ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ইজারার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, কীর্তনখোলা তীরের এ জমিটির মালিকানা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-কর্তৃপক্ষ (বিআইডবি¬উটিএ) ও বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে দীর্ঘদিন যাবত আদলতে মোকদ্দমা চলছে। সাম্প্রতিকালে ওই সম্পত্তিতে থাকা বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ করে বিআউডবি¬উটিএ। এতে বরিশাল সিটি কর্পোরেশনের সঙ্গে তাদের দ্বন্দ্ব আরো প্রকট আকারে ধারণ করে। ঘটনাচক্রে দু’টি সরকারি বিভাগই আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা (সিও) নিখিল চন্দ্র দাস বলেন, দখল বন্ধের জন্য কোতোয়ালী মডেল থানা পুলিশকে বলা হয়েছে।

বরিশাল বন্দর কর্মকর্তা মো. শহীদ উল্যাহ বলেন, আদালতে মামলা চলায় জমিটিতে সকল প্রকার নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তবে রাতে ওই এলাকার ব্যবসায়ীদের কাছে দখলের বিষয়টি শুনে তা বন্ধ করার জন্য পুলিশকে অবহিত করা হয়েছে।

এ প্রসঙ্গে বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘দখলের বিষয়টি থানা পুলিশকে কেউ অবহিত করেনি। তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দখল বন্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’

Tag :

ওএসডি হচ্ছেন শরীয়তপুরের বিতর্কিত ডিসি আশরাফ

বরিশালে রাতের আধারে আ.লীগের দখল সন্ত্রাস

আপডেট টাইম : ০৭:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কমindex_55839 : বরিশাল নগরীতে বিরোধপূর্ণ সরকারি জমিতে রাতের আধারে দখল সন্ত্রাসে নেমেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। কীর্তনখোলার তীরে চরকাউয়া খেয়াঘাট এলাকায় রোববার সন্ধ্যা থেকে এ দখল সন্ত্রাস চলছে। অনুমতি ছাড়া রাতের আধারে জমি দখল করায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা নগরীতে। দখলের বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ওয়াকিবহাল থাকলেও রহস্যজনক কারণে ব্যবস্থা নিচ্ছে না। ফলে খেয়াঘাট এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যা থেকে কীর্তনখোলা তীরের খেয়াঘাট এলাকায় প্রায় ২’শ ফুট জমি দখল নেওয়ার পায়তারা চালাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। দখলের অংশ হিসেবে তারা ওই জায়গায় প্রায় ৭-৮টি দোকান নির্মাণ করছেন। দখলকাজে শ্রমিকদের নেতৃত্ব দিচ্ছেন মহানগর বাস্তুহারা লীগের সভাপতি কালাম শরীফ ও সদর উপজেলার সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মঞ্জু।

খেয়াঘাট এলাকার এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের ২০-২৫ নেতা-কর্মী আকস্মিকভাবে জমিটিতে দখল সন্ত্রাস চালাচ্ছে। বিষয়টি বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছে। কিন্তু তারা রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এতে খেয়াঘাট এলাকার সাধারণ ব্যবসায়ীরা চরম উৎকণ্ঠায় রয়েছে।

অবশ্য দখলের অভিযোগ অস্বীকার করে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বলছেন, জমিটি সংশ্লিষ্ট বিভাগ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-কর্তৃপক্ষের (বিআইডবিউটিএ) কাছ থেকে ইজারা নিয়ে দোকান নির্মাণ করা হচ্ছে। তবে দখলকারী ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ইজারার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, কীর্তনখোলা তীরের এ জমিটির মালিকানা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-কর্তৃপক্ষ (বিআইডবি¬উটিএ) ও বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে দীর্ঘদিন যাবত আদলতে মোকদ্দমা চলছে। সাম্প্রতিকালে ওই সম্পত্তিতে থাকা বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ করে বিআউডবি¬উটিএ। এতে বরিশাল সিটি কর্পোরেশনের সঙ্গে তাদের দ্বন্দ্ব আরো প্রকট আকারে ধারণ করে। ঘটনাচক্রে দু’টি সরকারি বিভাগই আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা (সিও) নিখিল চন্দ্র দাস বলেন, দখল বন্ধের জন্য কোতোয়ালী মডেল থানা পুলিশকে বলা হয়েছে।

বরিশাল বন্দর কর্মকর্তা মো. শহীদ উল্যাহ বলেন, আদালতে মামলা চলায় জমিটিতে সকল প্রকার নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তবে রাতে ওই এলাকার ব্যবসায়ীদের কাছে দখলের বিষয়টি শুনে তা বন্ধ করার জন্য পুলিশকে অবহিত করা হয়েছে।

এ প্রসঙ্গে বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘দখলের বিষয়টি থানা পুলিশকে কেউ অবহিত করেনি। তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দখল বন্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’