
নিজস্ব সংবাদদাতা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তরক্ষী বাহিনী-বিজিবিকে জিম্মি করে রেখেছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘আমাদের বিজিবি আছে। আমরা জানি তারা আমাদের অকুতোভয় সীমান্তরক্ষী। তাদের এত দিন ধরে আওয়ামী লীগ ও শেখ হাসিনা জিম্মি করে রেখেছিলেন।
তাদের (বিজিবি) যতটুকু শক্তিমাত্রা সেটুকু তারা প্রকাশ করতে পারেনি। তাদেরকে বিএসএফের কাছে সব সময় ছোট করে রাখা হয়েছিল।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম শহরের চোরঙ্গী মোড়ে এনসিপি আয়োজিত এক পথসভায় দেওয়া বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন। তিনি বলেন, ‘যত দিন শেখ হাসিনা ভারতে থাকবেন, তত দিন দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না।
তারা যদি সম্পর্ক ভালো করতে চায় তাহলে প্রতিবেশী হিসেবে আমাদের সঙ্গে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক হতে হবে।’ সারজিস বলেন, ‘প্রয়োজনে আরো জীবন দেব, রক্ত দেব, কিন্তু দেশের সার্বভৌমত্ব কোনো দেশের কাছে বিকিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। নিজের দেশ নিজের মা; ফলে দেশকে নিজের বুক দিয়ে আগলে রাখতে হবে। এই বাংলাদেশ শুধু ভারত নয়, পৃথিবীর কোনো দেশের দাসত্ব করার দেশ না।’
পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ড. আতিক মুজাহিদ, সাদিয়া ফারজানা দিনা, আবু সাঈদ লিওন, রাসেল, মিথুন আলী, নাছের খান।
আরো উপস্থিত ছিলেন, যুগ্নমুখ্য সংগঠক এডভোকেট, আলী নাসের খান,সংগঠক যুগ্ম মুখ্য ডাঃ মাহমুদা মিতু, মাহিয়া ফারজানা দিনা।কেন্দ্রীয় সদস্য সংগঠক,রফিকুল ইসলাম কনক ও রাসেল আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভাশেষে নেতারা হাতীবান্ধা উপজেলার উদ্দেশ্যে জনসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনার উদ্দেশে রওনা দেন।