
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন সীমান্ত দিয়ে ৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ।
মঙ্গলবার (২৪ জুন) ভোরে ওই ইউনিয়নের হোসনাবাদ সীমান্ত দিয়ে ৭ জনকে পুশ ইন করা হয়।
পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদেরকে হেফাজতে নিয়ে থানা পুলিশের নিকট তুলে দেয়। পুশ ইনের শিকার ব্যক্তিরা বাংলাদেশি বলে জানা গেছে। তাদের বাড়ি খুলনা জেলার দৌলতপুর উপজেলায়।
বিজিবি ও স্থানীয়রা জানায়, সীমান্তের প্রধান পিলার ৮৮২ নম্বর ও ২ নম্বর সাবপিলারের বাউরার হোসনাবাদ সীমান্ত দিয়ে ভারতের কোচবিহারের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের মহেশমারী ক্যাম্পের সদস্যরা ৩ জন শিশু, ২ জন পুরুষ ও ২ জন নারীকে পুশ ইন করে। খবর পেয়ে বিজিবি নবীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহায়তায় পুশ ইনের শিকারদের খারিজা জোংড়ার একটি বিদ্যালয়ের বারান্দায় আটক করে। দুপুরে তাদেরকে পাটগ্রাম থানার পুলিশের নিকট হস্তারন্তর করে বিজিবি।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘পুশ ইনের শিকার ৭ জনকে বিজিবি আমাদের নিকট দিয়েছে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। নাগরিকত্ব যাচাই করে সত্যতা নিশ্চিত হলে তাদের পরিবারের নিকট তুলে দেওয়া হবে।’