পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

এ কেমন নারী নেত্রী?

বরগুনা: জেলার পাথরঘাটা কলেজ স্টাফ পুকুর থেকে তরুণীর লাশ উদ্ধারে ঘটনায় কলেজ শাখার সভাপতি ও সম্পাদকসহ চার ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারের পরপরই তাদের অপরাধ নিয়ে চাঞ্চল্যকর তথ্য বের হতে শুরু হয়েছে।

বিশেষ করে উপজেলা কমিটির নেতাদের বেশ কিছু অপকর্মের ঘটনা সামনে এসেছে। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি লুবনা মনিকে জড়িয়ে ছাত্রীদের যৌন হয়ারীনতে ওই দুই নেতাকে সহযোগীতার অভিযোগ উঠেছে।

সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, পাথরঘাটা কলেজে একচ্ছত্র আধিপত্য ছিল সভাপতি রুহি আনান দানিয়াল ও সাদ্দাম হোসেন এবং দু’জন নারী নেত্রীর। তাদের আধিপত্যে জিম্মি ছিল শিক্ষক সাধারণ শিক্ষার্থীরা। কলেজে ভর্তি রেজাল্ট ও ফরম পুরণ সবকিছু ওই এদের নিয়ন্ত্রন ছিল। আর এ সুযোগ কাজে লাগিয়ে নানা কৌশল ও প্রয়োজনের বাধ্য করে প্রায় শতাধিক ছাত্রীদের যৌন হয়ারাণী করার অভিযোগ উঠেছে ওই তিন নেতা ও তাদের দলীয় সহযোগীদের বিরুদ্ধে। পাথরঘাটা কলেজেরই স্নাতক প্রথম বর্ষের একজন ছাত্রী লুবনা।

কলেজ শাখার সভাপতি দানিয়েল আনাল রুহী’র দুর সম্পর্কের ভাই হলেও ঘনিষ্ঠতার আলোচনা রয়েছে এদের জড়িয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লুবনা মনির কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। এর মধ্যে একটি ছবিতে দানিয়েল পেছন থেকে লুবনাকে জড়িয়ে অপর একটিতে উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আল-আমিন রাজুর মুখে সিগ্রেট ধরিয়ে দিতে দেখা যায়।

পাথরঘাটা ডিগ্রী কলেজের উচ্চমাধ্যমিক ১ম ও ২য় বর্ষে অধ্যায়নত বেশ কয়েকজন ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে মুঠোফোনে জানান, কলেজের প্রতিবছর নতুন শিক্ষার্থী ভর্তি হলেই যে সব সুন্দরী মেয়েদের দিকে সাদ্দাম ও দানিয়েলের ‘নজর’ পড়ত তাদেরকে ওই দু’জনের পক্ষ হয়ে লুবনা মনি ভর্তি, পরীক্ষা, রেজাল্ট ও ফরম পুরণে ‘বিশেষ সুবিধা’ পাইয়ে দেয়ার প্রপোজ করতেন ও মুঠোফোন নম্বর সংগ্রহ করে দিত। এদের ফাঁদে পড়লেই ওইসব ছাত্রীদের অনৈতিক প্রস্তাব দেয়া হত।

এতে রাজী না হলে নানাভাবে ওই ছাত্রীদের ভীতি প্রদর্শণ হয়রানী করত সাদ্দাম দানিয়েল ও লুবনা। এতে কাজ না হলে একপ্রকার জোর করেই কলেজের ছাদে নিয়ে যৌন হয়রানী ও শারীরিক লাঞ্চিত করত।

স্নাতক প্রথম বর্ষে অধ্যায়নরত ইমাম হোসেন নামের একজন শিক্ষার্থী বলেন, সাদ্দাম দানিয়েলদের একটি গ্রুপ কলেজে যাচ্ছেতাই করে বেড়াত। এদের দাপটে শিক্ষাক ছাত্র-ছাত্রীরা তটস্থ থাকত।

উচ্চমাধ্যমিক বানিজ্য বিভাগে অধ্যায়নরত মো. শাওন মিয়া বলেন, সাদ্দাম ও দানিয়েলের কু-প্রস্তাবে রাজী না হলে লুবনা মনিকে দিয়ে এদের অপমান লাঞ্চণা ও অপবাদ দিয়ে এমনকি প্রকাশ্য মারধরও করা হয়েছে। আমরা এদের কঠোর বিচার দাবি করি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কলেজের স্নাতক ২য় বর্ষে অধ্যায়নরত কয়েকজন ছাত্রী বলেন, এই চক্র গত চার বছরে শতাধিক ছাত্রীকে ফাঁদে ফেলে অথবা বাধ্য করে যৌন হয়রানী করেছে। কলেজের ছাদে সাদ্দাম ও দনিয়েলের বিশেষ প্রবেশ নিষিদ্ধ একটি জায়গা রয়েছে। এখানে শিক্ষক বা সাধারণ শিক্ষার্থীদের প্রবেশ নিষেধ। লুবনা মনি কৌশলে টার্গেটেড ছাত্রীদের ছাদে নিয়ে অপক্ষেমান সাদ্দাম ও দানিয়েলের কাছে পৌঁছে দিত।

এছাড়াও আলোড়ন থিয়েটার নামের একটি সাংষ্কৃতিক সংগঠনের সাথে ওই চারজন জড়িত রয়েছেন। তবে ওই ঘটনায় জড়িত ও সমালোচিত থাকায় দানিয়েল, সাদ্দাম, লুবনা মনি ও লিজা মনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আলোড়ন থিয়েটারের জেলা শাখার সভাপতি আবু জাফর সালেহ।

পাথরঘাটা কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন, নেপথ্যেও এমন সব ঘটনা তার জানা ছিলনা। তবে দানিয়েল ও সাদ্দাম ভর্তি ফরম ও পুরনসহ বিভিন্ন ব্যাপারে সুপারিশের জন্য আসত। তাদের নেপথ্য উদ্দেশ্য আমরা অবগত ছিলাম না। তবে তারা যদি ঘৃন্য অপকর্মের সাথে লিপ্ত থাকে আমি মনে করি এদের কঠোর বিচার হওয়া উচিত।

এ ব্যাপারে লুবনা মনির সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, দানিয়েল আমার সম্পর্কে খালাত ভাই, আমরা ছোববেলা থেকে পরষ্পরকে চিনি জানি ও এক অপরে বেশ ফ্রি, যে কারণে ওই ছবি মজা করে তুলেছিলাম। কিন্ত ছবি নিয়ে যে এমন হবে বুঝিনি। আর রাজনৈতিক প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এছাড়াও আমার সাথে যারা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়েছে তারাই এখন এসব করছে। শিক্ষার্থীদের হয়রানী ও লাঞ্চিত করা এবং দানিয়েল সাদ্দামকে সহযোগীতার ব্যাপারে তিনি বলেন, আমি এসব ব্যাপারে আসলে কিছুই জানিনা।

তরুণী ধর্ষণ ও হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতারা গ্রেপ্তার হওয়ার পর এদের নেপথ্য মদদাতা হিসেবে পাথরঘাটা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র ও বিএফডিসি ঘাঁট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেলের নাম আলোচনায় এসেছে।

সোহেলের ব্যক্তিগত বাসার বিশেষ কক্ষে লুবনা মনির যাতায়ত ছিল বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সোহেলের মদদের কারণেই দিনে দিনে বেপরোয়া হয়ে ওঠে দানিয়েল ও সাদ্দাম এবং উপজেলা ছাত্রলীগের তাদের আরও কয়েকজন নেতা। এই চক্রের ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেনি কলেজের ছাত্রীরা।

এদিকে সোহেলের ছোট ভাই ও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান সোহাগ সাদ্দাম, দানিয়েল, মাহমুদ, রায়হান ও লুবনা চক্রের এসব অপকর্মের কথা জেনেও মৌন ভুমিকা পালন করতেন। শুধু তাই না, প্রতিপক্ষকে দমনে হাতিয়ার হিসেবে এদের ব্যবহারেরও প্রমান রয়েছে। তখনকার ছাত্রলীগ নেতা নাসির উদ্দীন সোহাগকে লাঞ্চিত করতে হাফিজুর রহমান দানিয়েল চক্রকে ব্যবহার করেছেন।

কথিত আছে এই সোহাগকে লাঞ্চিত করার পুরষ্কার হিসেবেই দানিয়েল সাদ্দামদের কলেজে পদস্থ করেছেন হাফিজ। এছাড়াও মাহমুদ মাদকাসক্ত অবস্থায় গ্রেপ্তার হওয়ার পর পুলিশকে ফোন করে ছাড়িয়ে এনেছেন হাফিজ।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান সোহাগের ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা গেছে, সাদ্দাম দানিয়েলসহ ওই চার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হওয়ার পরপরই উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান সোহাগ ও তার বড় ভাই প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমান সোহেল গা ঢাকা দিয়েছেন। সোহেলের একাধিক মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে নম্বর বন্ধ পাওয়া যায়।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

এ কেমন নারী নেত্রী?

আপডেট টাইম : ০৫:২৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭

বরগুনা: জেলার পাথরঘাটা কলেজ স্টাফ পুকুর থেকে তরুণীর লাশ উদ্ধারে ঘটনায় কলেজ শাখার সভাপতি ও সম্পাদকসহ চার ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারের পরপরই তাদের অপরাধ নিয়ে চাঞ্চল্যকর তথ্য বের হতে শুরু হয়েছে।

বিশেষ করে উপজেলা কমিটির নেতাদের বেশ কিছু অপকর্মের ঘটনা সামনে এসেছে। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি লুবনা মনিকে জড়িয়ে ছাত্রীদের যৌন হয়ারীনতে ওই দুই নেতাকে সহযোগীতার অভিযোগ উঠেছে।

সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, পাথরঘাটা কলেজে একচ্ছত্র আধিপত্য ছিল সভাপতি রুহি আনান দানিয়াল ও সাদ্দাম হোসেন এবং দু’জন নারী নেত্রীর। তাদের আধিপত্যে জিম্মি ছিল শিক্ষক সাধারণ শিক্ষার্থীরা। কলেজে ভর্তি রেজাল্ট ও ফরম পুরণ সবকিছু ওই এদের নিয়ন্ত্রন ছিল। আর এ সুযোগ কাজে লাগিয়ে নানা কৌশল ও প্রয়োজনের বাধ্য করে প্রায় শতাধিক ছাত্রীদের যৌন হয়ারাণী করার অভিযোগ উঠেছে ওই তিন নেতা ও তাদের দলীয় সহযোগীদের বিরুদ্ধে। পাথরঘাটা কলেজেরই স্নাতক প্রথম বর্ষের একজন ছাত্রী লুবনা।

কলেজ শাখার সভাপতি দানিয়েল আনাল রুহী’র দুর সম্পর্কের ভাই হলেও ঘনিষ্ঠতার আলোচনা রয়েছে এদের জড়িয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লুবনা মনির কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। এর মধ্যে একটি ছবিতে দানিয়েল পেছন থেকে লুবনাকে জড়িয়ে অপর একটিতে উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আল-আমিন রাজুর মুখে সিগ্রেট ধরিয়ে দিতে দেখা যায়।

পাথরঘাটা ডিগ্রী কলেজের উচ্চমাধ্যমিক ১ম ও ২য় বর্ষে অধ্যায়নত বেশ কয়েকজন ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে মুঠোফোনে জানান, কলেজের প্রতিবছর নতুন শিক্ষার্থী ভর্তি হলেই যে সব সুন্দরী মেয়েদের দিকে সাদ্দাম ও দানিয়েলের ‘নজর’ পড়ত তাদেরকে ওই দু’জনের পক্ষ হয়ে লুবনা মনি ভর্তি, পরীক্ষা, রেজাল্ট ও ফরম পুরণে ‘বিশেষ সুবিধা’ পাইয়ে দেয়ার প্রপোজ করতেন ও মুঠোফোন নম্বর সংগ্রহ করে দিত। এদের ফাঁদে পড়লেই ওইসব ছাত্রীদের অনৈতিক প্রস্তাব দেয়া হত।

এতে রাজী না হলে নানাভাবে ওই ছাত্রীদের ভীতি প্রদর্শণ হয়রানী করত সাদ্দাম দানিয়েল ও লুবনা। এতে কাজ না হলে একপ্রকার জোর করেই কলেজের ছাদে নিয়ে যৌন হয়রানী ও শারীরিক লাঞ্চিত করত।

স্নাতক প্রথম বর্ষে অধ্যায়নরত ইমাম হোসেন নামের একজন শিক্ষার্থী বলেন, সাদ্দাম দানিয়েলদের একটি গ্রুপ কলেজে যাচ্ছেতাই করে বেড়াত। এদের দাপটে শিক্ষাক ছাত্র-ছাত্রীরা তটস্থ থাকত।

উচ্চমাধ্যমিক বানিজ্য বিভাগে অধ্যায়নরত মো. শাওন মিয়া বলেন, সাদ্দাম ও দানিয়েলের কু-প্রস্তাবে রাজী না হলে লুবনা মনিকে দিয়ে এদের অপমান লাঞ্চণা ও অপবাদ দিয়ে এমনকি প্রকাশ্য মারধরও করা হয়েছে। আমরা এদের কঠোর বিচার দাবি করি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কলেজের স্নাতক ২য় বর্ষে অধ্যায়নরত কয়েকজন ছাত্রী বলেন, এই চক্র গত চার বছরে শতাধিক ছাত্রীকে ফাঁদে ফেলে অথবা বাধ্য করে যৌন হয়রানী করেছে। কলেজের ছাদে সাদ্দাম ও দনিয়েলের বিশেষ প্রবেশ নিষিদ্ধ একটি জায়গা রয়েছে। এখানে শিক্ষক বা সাধারণ শিক্ষার্থীদের প্রবেশ নিষেধ। লুবনা মনি কৌশলে টার্গেটেড ছাত্রীদের ছাদে নিয়ে অপক্ষেমান সাদ্দাম ও দানিয়েলের কাছে পৌঁছে দিত।

এছাড়াও আলোড়ন থিয়েটার নামের একটি সাংষ্কৃতিক সংগঠনের সাথে ওই চারজন জড়িত রয়েছেন। তবে ওই ঘটনায় জড়িত ও সমালোচিত থাকায় দানিয়েল, সাদ্দাম, লুবনা মনি ও লিজা মনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আলোড়ন থিয়েটারের জেলা শাখার সভাপতি আবু জাফর সালেহ।

পাথরঘাটা কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন, নেপথ্যেও এমন সব ঘটনা তার জানা ছিলনা। তবে দানিয়েল ও সাদ্দাম ভর্তি ফরম ও পুরনসহ বিভিন্ন ব্যাপারে সুপারিশের জন্য আসত। তাদের নেপথ্য উদ্দেশ্য আমরা অবগত ছিলাম না। তবে তারা যদি ঘৃন্য অপকর্মের সাথে লিপ্ত থাকে আমি মনে করি এদের কঠোর বিচার হওয়া উচিত।

এ ব্যাপারে লুবনা মনির সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, দানিয়েল আমার সম্পর্কে খালাত ভাই, আমরা ছোববেলা থেকে পরষ্পরকে চিনি জানি ও এক অপরে বেশ ফ্রি, যে কারণে ওই ছবি মজা করে তুলেছিলাম। কিন্ত ছবি নিয়ে যে এমন হবে বুঝিনি। আর রাজনৈতিক প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এছাড়াও আমার সাথে যারা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়েছে তারাই এখন এসব করছে। শিক্ষার্থীদের হয়রানী ও লাঞ্চিত করা এবং দানিয়েল সাদ্দামকে সহযোগীতার ব্যাপারে তিনি বলেন, আমি এসব ব্যাপারে আসলে কিছুই জানিনা।

তরুণী ধর্ষণ ও হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতারা গ্রেপ্তার হওয়ার পর এদের নেপথ্য মদদাতা হিসেবে পাথরঘাটা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র ও বিএফডিসি ঘাঁট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেলের নাম আলোচনায় এসেছে।

সোহেলের ব্যক্তিগত বাসার বিশেষ কক্ষে লুবনা মনির যাতায়ত ছিল বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সোহেলের মদদের কারণেই দিনে দিনে বেপরোয়া হয়ে ওঠে দানিয়েল ও সাদ্দাম এবং উপজেলা ছাত্রলীগের তাদের আরও কয়েকজন নেতা। এই চক্রের ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেনি কলেজের ছাত্রীরা।

এদিকে সোহেলের ছোট ভাই ও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান সোহাগ সাদ্দাম, দানিয়েল, মাহমুদ, রায়হান ও লুবনা চক্রের এসব অপকর্মের কথা জেনেও মৌন ভুমিকা পালন করতেন। শুধু তাই না, প্রতিপক্ষকে দমনে হাতিয়ার হিসেবে এদের ব্যবহারেরও প্রমান রয়েছে। তখনকার ছাত্রলীগ নেতা নাসির উদ্দীন সোহাগকে লাঞ্চিত করতে হাফিজুর রহমান দানিয়েল চক্রকে ব্যবহার করেছেন।

কথিত আছে এই সোহাগকে লাঞ্চিত করার পুরষ্কার হিসেবেই দানিয়েল সাদ্দামদের কলেজে পদস্থ করেছেন হাফিজ। এছাড়াও মাহমুদ মাদকাসক্ত অবস্থায় গ্রেপ্তার হওয়ার পর পুলিশকে ফোন করে ছাড়িয়ে এনেছেন হাফিজ।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান সোহাগের ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা গেছে, সাদ্দাম দানিয়েলসহ ওই চার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হওয়ার পরপরই উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান সোহাগ ও তার বড় ভাই প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমান সোহেল গা ঢাকা দিয়েছেন। সোহেলের একাধিক মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে নম্বর বন্ধ পাওয়া যায়।