পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়ার সানির ঝুলন্ত লাশ নবাবগঞ্জ আবাসিক হোটেল থেকে উদ্ধার Logo বাউফলে গনসচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা ও স্কুল বির্তক অনুষ্ঠিত! Logo লালমনিরহাটে রেলপথের সংস্কার কাজের অনিয়ম, অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক। Logo বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার। Logo লালমনিরহাট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

ধুমকেতুর বুকে মহাকাশযান

বাংলার খবর২৪.কমspace news_57794 ডেস্ক, ঢাকা : পৃথিবী থেকে ৫০ কোটি কিলোমিটার দূরে ধাবমান একটি ধুমকেতুর বুকে অবতরণ করলো মানুষের তৈরি একটি যান।

এটাই কোনো ধুমকেতুর বুকে মানুষের তৈরি মহাকাশযানের প্রথম অবতরণ।

অবতরণের আগে ফিলি নামের এই ল্যান্ডারটিকে সৌরজগতে ১০ বছর পরিভ্রমণ করতে হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা।

৬৭-পি চুরিউমভ-গেরাসিমেনকো নামের এই ধূমকেতুতে অবতরণের পর বিজ্ঞানীরা তার পাঠানো সঙ্কেতও পেয়েছেন।

ধূমকেতুটির বয়স অন্তত ৪০০ কোটি বছর এবং অবতরণযানটি যেখানে নেমেছে সেই জায়গাটি বরফ আর ধূলোর আস্তরণে ঢাকা।

ইউরোপিয়ান স্পেস এজেন্সির রসেটা মিশনের একজন বিজ্ঞানী ড. মেরিনা গারল্যান্ড বলেন, এটা একটা খুবই ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া।

তিনি বলেন, আমরা জানি না যে ধূমকেতুর উপরিভাগ ঠিক কি দিয়ে গঠিত। এটা যদি শক্ত বরফের তৈরি হয়, তাহলে ধূমকেতুটির মাধ্যাকর্ষণ শক্তি খুবই দুর্বল হওয়ার কারণে অবতরণযানটি মাটি স্পর্শ করার সাথে সাথে আবারো ছিটকে মহাশূন্যে উঠে যেতে পারে।

আর যদি নরম তুষারের মতো কিছু দিয়ে তৈরি হয়, তাহলে অবতরণযানটি ডুবে যেতে পারে বলেও আশংকা করেছিলেন তিনি।

বিজ্ঞানীরা এখন অপেক্ষা করছেন কখন তারা ওই অবতরণযান থেকে তোলা ছবিগুলো পাবেন।

ছবিতে ধূমকেতুর উপরিভাগের এক অদ্ভূত দৃশ্য ও গভীর খাদ এবং বরফের শৃঙ্গ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

এই অভিযান থেকে মহাবিশ্ব বা সৌরজগত গঠনের মৌলিক উপাদান সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলেও আশা করা হচ্ছে ।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ার সানির ঝুলন্ত লাশ নবাবগঞ্জ আবাসিক হোটেল থেকে উদ্ধার

ধুমকেতুর বুকে মহাকাশযান

আপডেট টাইম : ০১:৩১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কমspace news_57794 ডেস্ক, ঢাকা : পৃথিবী থেকে ৫০ কোটি কিলোমিটার দূরে ধাবমান একটি ধুমকেতুর বুকে অবতরণ করলো মানুষের তৈরি একটি যান।

এটাই কোনো ধুমকেতুর বুকে মানুষের তৈরি মহাকাশযানের প্রথম অবতরণ।

অবতরণের আগে ফিলি নামের এই ল্যান্ডারটিকে সৌরজগতে ১০ বছর পরিভ্রমণ করতে হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা।

৬৭-পি চুরিউমভ-গেরাসিমেনকো নামের এই ধূমকেতুতে অবতরণের পর বিজ্ঞানীরা তার পাঠানো সঙ্কেতও পেয়েছেন।

ধূমকেতুটির বয়স অন্তত ৪০০ কোটি বছর এবং অবতরণযানটি যেখানে নেমেছে সেই জায়গাটি বরফ আর ধূলোর আস্তরণে ঢাকা।

ইউরোপিয়ান স্পেস এজেন্সির রসেটা মিশনের একজন বিজ্ঞানী ড. মেরিনা গারল্যান্ড বলেন, এটা একটা খুবই ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া।

তিনি বলেন, আমরা জানি না যে ধূমকেতুর উপরিভাগ ঠিক কি দিয়ে গঠিত। এটা যদি শক্ত বরফের তৈরি হয়, তাহলে ধূমকেতুটির মাধ্যাকর্ষণ শক্তি খুবই দুর্বল হওয়ার কারণে অবতরণযানটি মাটি স্পর্শ করার সাথে সাথে আবারো ছিটকে মহাশূন্যে উঠে যেতে পারে।

আর যদি নরম তুষারের মতো কিছু দিয়ে তৈরি হয়, তাহলে অবতরণযানটি ডুবে যেতে পারে বলেও আশংকা করেছিলেন তিনি।

বিজ্ঞানীরা এখন অপেক্ষা করছেন কখন তারা ওই অবতরণযান থেকে তোলা ছবিগুলো পাবেন।

ছবিতে ধূমকেতুর উপরিভাগের এক অদ্ভূত দৃশ্য ও গভীর খাদ এবং বরফের শৃঙ্গ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

এই অভিযান থেকে মহাবিশ্ব বা সৌরজগত গঠনের মৌলিক উপাদান সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলেও আশা করা হচ্ছে ।