অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অপু বিশ্বাসকে নিয়ে নতুন গুঞ্জন

বাংলার খবর২৪.কম:500x350_e7f6f5e7e0dbc13a98445e595e1f82db_ি্ি্ি্ি্ চিত্রনায়িকা অপু বিশ্বাস কি কলকাতায় পাড়ি জমাচ্ছেন? এমন একটি প্রশ্ন এখন চলচ্চিত্রাঙ্গণের মানুষের মুখে মুখে। এর কারণ হিসেবে সম্প্রতি ঢাকায় কলকাতার নির্মাতা রাজিব বিশ্বাসের সঙ্গে অপুর একটি বৈঠক নিয়ে। এ বৈঠকে রাজিব বিশ্বাসের সিনেমায় অপুকে কাজ করার অফার দেয়া হয়েছে। তবে অনেকে বলছেন, অপুর সাথে রাজিব বিশ্বাসের ঘনিষ্ট সম্পর্ক গড়ে উঠেছে। অনেক দিন ধরেই নাকি তাদের মধ্যে প্রণয় ঘটিত সম্পর্ক। অপু কলকাতায় তার বড় বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার সুবাধে রাজিব বিশ্বাসের সাথে যোগাযোগ শুরু হয়। সেই যোগাযোগের সূত্র ধরেই নাকি তাদের প্রণয় ঘটিত সম্পর্ক গড়ে উঠেছে। অনেকে এ কথাও বলছেন, রাজিবের সাথে নাকি তার বিয়েও ঠিক হয়ে গেছে। অপু এখন নিজেকে গুছিয়ে নিচ্ছেন। সুযোগ বুঝে কলকাতায় পাড়ি জমাবেন। সেখানে রাজিবের সাথে ঘর সংসার করার পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করবেন।
ইতোমধ্যে রাজিব বিশ্বাস কলকাতায় খোকাবাবু ও বিন্দাসসহ বেশ কিছু হিট সিনেমা নির্মাণ করে আলোচনায় রয়েছেন। তার এই অবস্থান থাকতে থাকতেই নাকি অপু বিশ্বাসকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারবেন। অপুকে নিয়ে ঘরসংসারও করবেন, সিনেমাও নির্মাণ করবেন। অনেকে আবার টিপ্পনি কেটে বলছেন, তাহলে শাকিবের কি হবে?

Tag :
জনপ্রিয় সংবাদ

অপু বিশ্বাসকে নিয়ে নতুন গুঞ্জন

আপডেট টাইম : ০৪:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কম:500x350_e7f6f5e7e0dbc13a98445e595e1f82db_ি্ি্ি্ি্ চিত্রনায়িকা অপু বিশ্বাস কি কলকাতায় পাড়ি জমাচ্ছেন? এমন একটি প্রশ্ন এখন চলচ্চিত্রাঙ্গণের মানুষের মুখে মুখে। এর কারণ হিসেবে সম্প্রতি ঢাকায় কলকাতার নির্মাতা রাজিব বিশ্বাসের সঙ্গে অপুর একটি বৈঠক নিয়ে। এ বৈঠকে রাজিব বিশ্বাসের সিনেমায় অপুকে কাজ করার অফার দেয়া হয়েছে। তবে অনেকে বলছেন, অপুর সাথে রাজিব বিশ্বাসের ঘনিষ্ট সম্পর্ক গড়ে উঠেছে। অনেক দিন ধরেই নাকি তাদের মধ্যে প্রণয় ঘটিত সম্পর্ক। অপু কলকাতায় তার বড় বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার সুবাধে রাজিব বিশ্বাসের সাথে যোগাযোগ শুরু হয়। সেই যোগাযোগের সূত্র ধরেই নাকি তাদের প্রণয় ঘটিত সম্পর্ক গড়ে উঠেছে। অনেকে এ কথাও বলছেন, রাজিবের সাথে নাকি তার বিয়েও ঠিক হয়ে গেছে। অপু এখন নিজেকে গুছিয়ে নিচ্ছেন। সুযোগ বুঝে কলকাতায় পাড়ি জমাবেন। সেখানে রাজিবের সাথে ঘর সংসার করার পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করবেন।
ইতোমধ্যে রাজিব বিশ্বাস কলকাতায় খোকাবাবু ও বিন্দাসসহ বেশ কিছু হিট সিনেমা নির্মাণ করে আলোচনায় রয়েছেন। তার এই অবস্থান থাকতে থাকতেই নাকি অপু বিশ্বাসকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারবেন। অপুকে নিয়ে ঘরসংসারও করবেন, সিনেমাও নির্মাণ করবেন। অনেকে আবার টিপ্পনি কেটে বলছেন, তাহলে শাকিবের কি হবে?