
বাংলার খবর২৪.কম: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অত্যন্ত ঠাণ্ডা মাথায় ফারুকীকে খুন করা হয়েছে।
রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ফারুকীর কোনো শত্রু থাকতে পারে এটা আমি বিশ্বাস করি না। অত্যন্ত ঠাণ্ডা মাথায় তাকে খুন করা হয়েছে।
আসাদুজ্জামান খান বলেন, আমি হত্যাকারীদের ঘৃণা করি। তিনি বলেন, খুব শিগগিরই দোষীদের গ্রেপ্তার করা হবে। হত্যাকাণ্ডের তদন্ত ভুলপথে চালাতে চাই না। ধীরস্থিরভাবে এ হত্যার তদন্ত করে সঠিক জিনিস জনগণকে জানাতে চাই।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর আর ফিরে না আসার ঘটনাগুলোকে গুম না বলে অপহরণ বলতে চান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার দাবি, যত অভিযোগ করা হচ্ছে, গুমের ঘটনা ততো নয়। গুম বা অপহরণের ঘটনা যে দুই/চারটা ঘটছে না তা আমি বলছি না। তবে যেভাবে বলা হচ্ছে সংখ্যাটা আসলে তত নয়।
গত বুধবার রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় খুন হন আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এবং চ্যানেল আইয়ের ইসলামি অনুষ্ঠান কাফেলার উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী।
মগবাজারে তিন খুনের তদন্তের অগ্রগতি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ছেলেটা (মামলার মূল আসামি কালা বাবু) নটোরিয়াস। আগেও এক আনসার হত্যায় জড়িত সে। পুলিশ আসামিদের খুঁজছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কালা বাবুসহ তার সাঙ্গপাঙ্গদের তছনছ করে দেওয়া হবে। ফারুকী হত্যার একদিন পর মগবাজারের সোনালীবাগে এক বাড়িতে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করে সন্ত্রাসীরা। পুলিশ বলছে, রেলের জমি দখল নিয়ে বিরোধের জেরে কালা বাবু ওই হত্যাকাণ্ড ঘটায়।
এ ঘটনায় নিহত বৃষ্টি আক্তার রানুর ভাই শামিম ওরফে কালা চান যে মামলা করেছেন, তার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরপর এ দুটি হত্যাকাণ্ডে জনগণ আতঙ্কিত বলে একজন আওয়ামী লীগ নেতা মন্তব্য করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেই মনে করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দুটি হত্যাকাণ্ড দুর্ভাগ্যক্রমে আমার নির্বাচনী এলাকায় ঘটেছে। সব দেশে কিছু না কিছু ঘটে। তা পরিসংখ্যান দেখলেই বোঝা যায়।