পূর্বাহ্ন, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা Logo মরা গরুর মাংস বিক্রির দায়ে দশ হাজার টাকা জরিমানা ও মাংস আগুনে বিনষ্ট। Logo হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু Logo হাতীবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি জিহান গ্রেফতার Logo পাটগ্রাম সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের লিফলেট বিতরণে Logo ভেঙে ফেলা হয়েছে বরগুনায় নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম নৌকা জাদুঘর। Logo হাতীবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন মোটরসাইকেল আরোহী Logo বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ Logo বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ Logo লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর ইজারা মূল্য জমা দানে ব্যর্থ হয়েছেন এক ঠিকাদারি প্রতিষ্ঠান

দেহ বিক্রির অভিযোগে গ্রেপ্তার বাঙালি নায়িকা

বাংলার খবর২৪.কম,ডেস্ক500x350_b96fd02ba57158451a870e43b69e0379_Heroine-doing-it-for-Money-1448 : মোটা অঙ্কের বিনিময়ে দেহ বিক্রি করত সে। অভিনয়ের আড়ালে এটাই ছিল তার অন্যতম পেশা। অবশেষে ফাঁদ পেতে পুলিশ তাকে হায়দরাবাদের বানজারা হিলসের একটি অভিজাত হোটেল থেকে গ্রেপ্তার করেছে। এই অভিনেত্রীর নাম শ্বেতা বসু প্রসাদ। ১১ বছর বয়সে হিন্দি ’মাকড়ি’ ছবিতে প্রথম অভিনয় করে সে। এই অভিনয়ের সুবাদে জাতীয় পুরস্কারও পেয়েছিল। এরপর ’ইকবাল’ ও ’ডরনা জরুরি হ্যায়’ ছবিতে অভিনয় করে বলিউডে স্বীকৃতিও পেয়েছিল। বাঙালি এই অভিনেত্রী এক সময় মিঠুন চক্রবর্তীর সঙ্গে ’এক নদীর গল্প’ নামের বাংলা ছবিতেও অভিনয় করেছিল। তবে একসময় তেলেগু ছবিতে অভিনয়ের ডাক পেয়ে পাড়ি দেয় হায়দরাবাদে। তারপর থেকেই তেলেগু ছবির লাস্যময়ী অভিনেত্রী হিসেবে শ্বেতার নতুন জীবন শুরু। তবে কবে থেকে তিনি দেহ ব্যবসায় জড়িত হয়ে পড়েন সে সম্পর্কে তার পরিবারের কেউ কোনও আলোকপাত করতে পারে নি। পুলিশ সুত্রে জানা গেছে, এর আগেও দেহ ব্যবসায় যুক্ত থাকার অভিযোগে শ্বেতাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল তবে প্রমাণের অভাবে সে ছাড়া পেয়ে গিয়েছিল। এবার অবশ্য পুলিশ অনেক আঠঘাট বেঁধে তাকে গ্রেপ্তার করে। জানা গেছে, পুলিশ খদ্দের সেজে দালাল বালু নামে একজনের সঙ্গে যোগাযোগ করে শ্বেতার কথা জানতে পারে। যুবতী অভিনেত্রীর যৌনসঙ্গ পেতে হলে খরচ করতে হবে মোটা অঙ্কের অর্থ। ভিডিওতে দেখা গিয়েছে, শ্বেতা নিজের দেহ বিক্রির জন্য ৫ লাখ রুপি দাবি করেছেন। এর মধ্যে এক লাখ রুপি অগ্রিম নিয়েছিল। এবার পুলিশ খদ্দের সেজে হোটেলের ঘরে অপেক্ষা করছিল। ঠিক সময়ে শ্বেতা এসে হোটেলের ঘরে ঢোকা মাত্রই পুলিশ তাকে হাতে নাতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা হয়েছে দালাল বালুতেও। গত মঙ্গলবার শ্বেতাকে হায়দরাবাদের একটি আদালতে তোলা হলে বিচারক তাকে সরকারি হোমে রাখার নির্দেশ দিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা

দেহ বিক্রির অভিযোগে গ্রেপ্তার বাঙালি নায়িকা

আপডেট টাইম : ০৫:৪৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম,ডেস্ক500x350_b96fd02ba57158451a870e43b69e0379_Heroine-doing-it-for-Money-1448 : মোটা অঙ্কের বিনিময়ে দেহ বিক্রি করত সে। অভিনয়ের আড়ালে এটাই ছিল তার অন্যতম পেশা। অবশেষে ফাঁদ পেতে পুলিশ তাকে হায়দরাবাদের বানজারা হিলসের একটি অভিজাত হোটেল থেকে গ্রেপ্তার করেছে। এই অভিনেত্রীর নাম শ্বেতা বসু প্রসাদ। ১১ বছর বয়সে হিন্দি ’মাকড়ি’ ছবিতে প্রথম অভিনয় করে সে। এই অভিনয়ের সুবাদে জাতীয় পুরস্কারও পেয়েছিল। এরপর ’ইকবাল’ ও ’ডরনা জরুরি হ্যায়’ ছবিতে অভিনয় করে বলিউডে স্বীকৃতিও পেয়েছিল। বাঙালি এই অভিনেত্রী এক সময় মিঠুন চক্রবর্তীর সঙ্গে ’এক নদীর গল্প’ নামের বাংলা ছবিতেও অভিনয় করেছিল। তবে একসময় তেলেগু ছবিতে অভিনয়ের ডাক পেয়ে পাড়ি দেয় হায়দরাবাদে। তারপর থেকেই তেলেগু ছবির লাস্যময়ী অভিনেত্রী হিসেবে শ্বেতার নতুন জীবন শুরু। তবে কবে থেকে তিনি দেহ ব্যবসায় জড়িত হয়ে পড়েন সে সম্পর্কে তার পরিবারের কেউ কোনও আলোকপাত করতে পারে নি। পুলিশ সুত্রে জানা গেছে, এর আগেও দেহ ব্যবসায় যুক্ত থাকার অভিযোগে শ্বেতাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল তবে প্রমাণের অভাবে সে ছাড়া পেয়ে গিয়েছিল। এবার অবশ্য পুলিশ অনেক আঠঘাট বেঁধে তাকে গ্রেপ্তার করে। জানা গেছে, পুলিশ খদ্দের সেজে দালাল বালু নামে একজনের সঙ্গে যোগাযোগ করে শ্বেতার কথা জানতে পারে। যুবতী অভিনেত্রীর যৌনসঙ্গ পেতে হলে খরচ করতে হবে মোটা অঙ্কের অর্থ। ভিডিওতে দেখা গিয়েছে, শ্বেতা নিজের দেহ বিক্রির জন্য ৫ লাখ রুপি দাবি করেছেন। এর মধ্যে এক লাখ রুপি অগ্রিম নিয়েছিল। এবার পুলিশ খদ্দের সেজে হোটেলের ঘরে অপেক্ষা করছিল। ঠিক সময়ে শ্বেতা এসে হোটেলের ঘরে ঢোকা মাত্রই পুলিশ তাকে হাতে নাতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা হয়েছে দালাল বালুতেও। গত মঙ্গলবার শ্বেতাকে হায়দরাবাদের একটি আদালতে তোলা হলে বিচারক তাকে সরকারি হোমে রাখার নির্দেশ দিয়েছে।