বাংলার খবর২৪.কম ডেস্ক : ভারতের ব্যাঙ্গালোর প্রায় ২০০ স্কুলকে অনিরাপদ বলে আখ্যা দিয়েছে প্রশাসন। এর মধ্যে ১৮৬ টি স্কুলকে তালিকাভুক্ত করেছে পুলিশ।
প্রশাসন জানায়, এ স্কুলগুলো প্রশাসনের দেয়া নিরাপত্তা নির্দেশনাগুলো মানছে না। এসব বিদ্যালয়গুলোতে শিশুরা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিভাবকদের আনা অভিযোগ গত ৩১ আগস্ট থেকে খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানায়, এই বিদ্যালয়গুলো যদি এজন্য কোন যৌক্তিক কারণ দর্শাতে না পারে তবে তাদের বিরুদ্ধে চার্জশিট দায়ের করা হবে।
এগুলোকে যে নির্দেশনা দেয়া হয়েছিল তা হল ; বাসগুলোতে জিপিএস এবং সিসি ক্যামেরার ব্যবস্থা করা, বাস চালকদের সঙ্গে শিশুদের মেলামেশা বন্ধ করা ও যারা শিশুদের নিতে আসবে তাদের জন্য পরিচয়পত্রের ব্যবস্থা করা। এ ব্যবস্থাগুলো নিতে গড়িমসি করছে স্কুলগুলো। মূলত খরচকেও একটি প্রতিবন্ধক হিসেবে দেখে এসব ব্যবস্থা নিচ্ছেনা কর্তৃপক্ষ।
এই নথিভুক্ত ১৮৬ স্কুলের মধ্যে ১৬১ টি ব্যক্তিমালিকানাধীন এবং ২৫ টি সরকারি স্কুল। এদের মধ্যে কয়েকটি স্কুল সামান্য কিছু ব্যবস্থা নিলেও বেশির ভাগই কোন ব্যবস্থা নেয়নি।
ব্যাঙ্গালোরের পুলিশ কমিশনার এমএন রেড্ডি বলেন, ব্যয়কে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করে এর ওপর বেশি চাপ সৃষ্টি করা হচ্ছে। আর যে বিদ্যালয়গুলো ব্যয়ের ক্ষেত্রে কার্পণ্য করছে সেগুলো বিপথগামী।
সম্প্রতি ব্যাঙ্গালোরে এক শিশু স্কুল চলাকালীন সময়ে দু’জন জিম প্রশিক্ষক কর্তৃক ধর্ষিত হয়। একই সপ্তাহে এরকম আরো কয়েকটি অভিযোগ এলে এ নিয়ে হৈ চৈ সৃষ্টি হয়।
এরপর ২৬ জুলাই পুলিশ স্কুলগুলোকে একটি নিরাপত্তা নির্দেশনা দেয় যা আগস্টের শেষ দিক হতে চালুর নির্দেশনা দেয়া ছিল।
পুরো ভারতে এখন ধর্ষণ একটি আতঙ্কের বিষয় হিসেবে গণ্য হচ্ছে।
ব্যাঙ্গালোরে অভিভাবকরা মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। এখানে ধর্ষণের ঘটনায় শিক্ষক ও প্রধান শিক্ষকও গ্রেফতার হয়েছে।
সূত্র : এনডিটিভি