অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে আওয়ামী লীগের পাতি নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন Logo রূপগঞ্জ কায়েতপাড়ায় ৯ দফা দাবিতে ভূমি দস্যুদের বিরুদ্ধে জমি মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল Logo রাজারহাটে আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে ইউএনও,দিলেন সহায়তা Logo বাউফলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ। Logo দলিল রেজিস্ট্রেশন করতে গিয়ে দলিল লেখকের মারধরে আহত হয়ে হাসপাতালে দুই ভাই Logo বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় ৪ দিন ধরে রেলপথ অবরোধ Logo সরকারি বিলের ডাকে অংশ নিতে বাঁধা,নগদ টাকা ও মোবাইল ছিনতাই Logo ৪৮ ঘন্টার মধ্যে ঘুষখোর নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের Logo সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে বিএসএফের প্রবেশ, বিজিবির প্রতিবাদ   Logo ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

ঘরে বসেই আইপিও আবেদন

বাংলার খবর২৪.কম 11609_1_53010: ঘরে বসেই পুঁজিবাজারে আসা নতুন কোম্পানির আইপিও আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে আজ রোববার থেকে। প্রাথমিক গণ প্রস্তাব বা আইপিওর মাধ্যমে প্রাইমারি শেয়ার ক্রয় করার জন্য আর ঘণ্টার পর ঘণ্টা ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। মোবাইলের মাধ্যমে মেসেজ পাঠিয়ে দিলেই আবেদনকারীর পক্ষে সিকিউরিটিজ হাউজগুলো কোম্পানির প্রাইমারি শেয়ারের জন্য আইপিওর আবেদন করবে।

হামিদ ফেব্রিক্স লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাব বা আইপিও আবেদন গ্রহণের মধ্য দিয়ে নতুন পদ্ধতিতে এ পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে এসইসি। প্রচলিত পদ্ধতির পাশাপাশি নতুন এ পদ্ধতির মাধ্যমেই পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করবে কোম্পানিটি।

কমিশন এ প্রক্রিয়ার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর তালিকা ভুক্ত সিকিউরিটিজ হাউজের মধ্যে ২৪৭টি ব্রোকারেজ হাউজ এবং ৩৭টি মার্চেন্ট ব্যাংককে অনুমোদন দিয়েছে। অনুমোদিত এ সব প্রতিষ্ঠান আবেদনকারীর পক্ষে প্রাথমিক গণ প্রস্তাব বা আইপিওর জন্য আবেদন করতে পারবে।

ইতোমধ্যে সকল স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংক এবং ব্যাংকে প্রয়োজনীয় সফটওয়্যার ও দিকনির্দেশনা পাঠানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। দেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রশিক্ষণ।

নুতন কোম্পানির আইপিও গ্রহণে ইচ্ছুকরা তাদের ব্রোকারেজ হাউসগুলোকে মোবাইলের মাধ্যমে একটি এসএমএস বা ইমেইল করে বলে দিলেই তার পক্ষে আবেদন করবে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজ। এজন্য আবেদনকারীর সেকেন্ডারি একাউন্টে শেয়ার চাহিদার সমপরিমাণ টাকা জমা থাকতে হবে।

অনলাইনের পাশাপাশি হাউজ গুলোতে কাগজের আবেদন ফরম থাকবে। প্রতিষ্ঠানে গিয়ে ফরম পূরণ করে দিলেও হবে। আবেদনকারী ইন্টারনেট ব্যবহার করে অনলাইনেও আবেদন ফরম পূরণ করতে পারবেন।

প্রচলিত নিয়মের মত ব্রোকারেজ হাউজের পাশাপাশি নির্দিষ্ট ব্যাংকের শাখার মাধ্যমেও আইপিও আবেদন করা যাবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি। প্রবাসী বা বিদেশি বিনিয়োগকারীরা সে দেশের অনুুমোদিত ব্যাংক ও প্রতিষ্ঠানের মাধ্যমে বা অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন করতে পারবে।

টাকার লেনদেনের জটিলতা ও সময় বাঁচাতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আইপিও’র টাকা ও আবেদন সংগ্রহ করার জন্য নতুন একটি পাইলট প্রকল্প গ্রহণ করার করার সিদ্ধান্ত নেয় কমিশন। গত ২০ মে এ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ১৬ জুলাই পর থেকে নতুন পদ্ধতিতে আইপিও গ্রহণ করার কথা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা কার্যকর করতে পারেনি কমিশন।

বর্তমান পদ্ধতিতে আইপিও’র মাধ্যমে শেয়ার বিক্রয় করার জন্য কোম্পানিকে কয়েকটি ব্যাংককে তাদের হয়ে আবেদনপত্র ও শেয়ারের টাকা সংগ্রহ করার দায়িত্ব নিতে হয়।

নতুন এ পাইলট প্রকল্প পদ্ধতিতে ব্যাংকের পরিবর্তে ডিপোজিটরি পার্টিসিপেন্ট বা ডিপি আবেদনপত্র জমা নেবে। আর শেয়ার ক্রয় করার অর্থ আগে থেকেই জমা থাকবে ডিপির কাছে। কোন শেয়ার ক্রেতা লটারিতে শেয়ার পেলেই ডিপি তার কাছে সংরক্ষিত অর্থ সংশ্লিষ্ট কোম্পানির একাউন্টে তার হয়ে জমা দেবে। যারা লটারিতে বিজয়ী হবেনা তাদের টাকা ফেরতেও (রিফান্ডে) কানো প্রশাসনিক জটিলতা থাকবে না বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে এটি পাইলট প্রকল্প হিসাবে চলবে। নতুন পদ্ধতিতেই আইপিও’র টাকা ও আবেদন গ্রহণে সফলতা আসলে পর্যায়ক্রমে সবার জন্য বাধ্যতা মূলক করা হবে বলে জানিয়েছে কমিশন।

নতুন পদ্ধতিতে গ্রাহক ভোগান্তি যেমন কমবে তেমনি টাকা ফেরত নিতে কয়েকদিন সময়ও লাগবে না বলে। ফলে শ্রম ও সময় উভয়ই বাঁচবে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা এসইসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে আওয়ামী লীগের পাতি নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ঘরে বসেই আইপিও আবেদন

আপডেট টাইম : ০২:১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম 11609_1_53010: ঘরে বসেই পুঁজিবাজারে আসা নতুন কোম্পানির আইপিও আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে আজ রোববার থেকে। প্রাথমিক গণ প্রস্তাব বা আইপিওর মাধ্যমে প্রাইমারি শেয়ার ক্রয় করার জন্য আর ঘণ্টার পর ঘণ্টা ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। মোবাইলের মাধ্যমে মেসেজ পাঠিয়ে দিলেই আবেদনকারীর পক্ষে সিকিউরিটিজ হাউজগুলো কোম্পানির প্রাইমারি শেয়ারের জন্য আইপিওর আবেদন করবে।

হামিদ ফেব্রিক্স লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাব বা আইপিও আবেদন গ্রহণের মধ্য দিয়ে নতুন পদ্ধতিতে এ পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে এসইসি। প্রচলিত পদ্ধতির পাশাপাশি নতুন এ পদ্ধতির মাধ্যমেই পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করবে কোম্পানিটি।

কমিশন এ প্রক্রিয়ার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর তালিকা ভুক্ত সিকিউরিটিজ হাউজের মধ্যে ২৪৭টি ব্রোকারেজ হাউজ এবং ৩৭টি মার্চেন্ট ব্যাংককে অনুমোদন দিয়েছে। অনুমোদিত এ সব প্রতিষ্ঠান আবেদনকারীর পক্ষে প্রাথমিক গণ প্রস্তাব বা আইপিওর জন্য আবেদন করতে পারবে।

ইতোমধ্যে সকল স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংক এবং ব্যাংকে প্রয়োজনীয় সফটওয়্যার ও দিকনির্দেশনা পাঠানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। দেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রশিক্ষণ।

নুতন কোম্পানির আইপিও গ্রহণে ইচ্ছুকরা তাদের ব্রোকারেজ হাউসগুলোকে মোবাইলের মাধ্যমে একটি এসএমএস বা ইমেইল করে বলে দিলেই তার পক্ষে আবেদন করবে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজ। এজন্য আবেদনকারীর সেকেন্ডারি একাউন্টে শেয়ার চাহিদার সমপরিমাণ টাকা জমা থাকতে হবে।

অনলাইনের পাশাপাশি হাউজ গুলোতে কাগজের আবেদন ফরম থাকবে। প্রতিষ্ঠানে গিয়ে ফরম পূরণ করে দিলেও হবে। আবেদনকারী ইন্টারনেট ব্যবহার করে অনলাইনেও আবেদন ফরম পূরণ করতে পারবেন।

প্রচলিত নিয়মের মত ব্রোকারেজ হাউজের পাশাপাশি নির্দিষ্ট ব্যাংকের শাখার মাধ্যমেও আইপিও আবেদন করা যাবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি। প্রবাসী বা বিদেশি বিনিয়োগকারীরা সে দেশের অনুুমোদিত ব্যাংক ও প্রতিষ্ঠানের মাধ্যমে বা অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন করতে পারবে।

টাকার লেনদেনের জটিলতা ও সময় বাঁচাতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আইপিও’র টাকা ও আবেদন সংগ্রহ করার জন্য নতুন একটি পাইলট প্রকল্প গ্রহণ করার করার সিদ্ধান্ত নেয় কমিশন। গত ২০ মে এ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ১৬ জুলাই পর থেকে নতুন পদ্ধতিতে আইপিও গ্রহণ করার কথা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা কার্যকর করতে পারেনি কমিশন।

বর্তমান পদ্ধতিতে আইপিও’র মাধ্যমে শেয়ার বিক্রয় করার জন্য কোম্পানিকে কয়েকটি ব্যাংককে তাদের হয়ে আবেদনপত্র ও শেয়ারের টাকা সংগ্রহ করার দায়িত্ব নিতে হয়।

নতুন এ পাইলট প্রকল্প পদ্ধতিতে ব্যাংকের পরিবর্তে ডিপোজিটরি পার্টিসিপেন্ট বা ডিপি আবেদনপত্র জমা নেবে। আর শেয়ার ক্রয় করার অর্থ আগে থেকেই জমা থাকবে ডিপির কাছে। কোন শেয়ার ক্রেতা লটারিতে শেয়ার পেলেই ডিপি তার কাছে সংরক্ষিত অর্থ সংশ্লিষ্ট কোম্পানির একাউন্টে তার হয়ে জমা দেবে। যারা লটারিতে বিজয়ী হবেনা তাদের টাকা ফেরতেও (রিফান্ডে) কানো প্রশাসনিক জটিলতা থাকবে না বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে এটি পাইলট প্রকল্প হিসাবে চলবে। নতুন পদ্ধতিতেই আইপিও’র টাকা ও আবেদন গ্রহণে সফলতা আসলে পর্যায়ক্রমে সবার জন্য বাধ্যতা মূলক করা হবে বলে জানিয়েছে কমিশন।

নতুন পদ্ধতিতে গ্রাহক ভোগান্তি যেমন কমবে তেমনি টাকা ফেরত নিতে কয়েকদিন সময়ও লাগবে না বলে। ফলে শ্রম ও সময় উভয়ই বাঁচবে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা এসইসি।