বাংলার খবর২৪.কম ডেস্ক : পাকিস্তানে ইলেক্ট্রনিক ভোটগ্রহণ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। গত সাধারণ নির্বাচনে কালির ব্যবহার নিয়ে দেশটিতে তীব্র সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নেওয়া হলো।
ইসিপি জানিয়েছে, আগামী দু’বছরের মধ্যে পাকিস্তানে ইলেক্ট্রনিক ভোটগ্রহণ পদ্ধতি চালু করা হবে। ২০১৮ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে এই পদ্ধতি ব্যবহৃত হবে।
রাজধানী ইসলামাবাদে ইলেক্ট্রনিক ভোটগ্রহণ ব্যবস্থায় ব্যবহৃত যন্ত্রের প্রদর্শনী হচ্ছে। প্রদর্শনীতে প্রায় ১০ জন বিক্রেতা অংশ নিয়েছেন।
এ সময় ইসিপি সচিব ইশতিয়াক আহমেদ খান সাংবাদিকদের জানিয়েছেন, ইলেক্ট্রনিক ভোটগ্রহণ ব্যবস্থা চালু করার লক্ষ্যে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনীর আহ্বান জানাবে ইসিপি। আইনগত বাধা সরিয়ে নেওয়ার পরই কেবল এই পাইলট প্রকল্প শুরু করা হবে।
ইশতিয়াক খান আরো বলেন, ব্যালট পেপার ছাপান, ভোট গণনাসহ যেসব সমস্যা দেখা দেয়, তা এই পদ্ধতি ব্যবহার করে দূর করা সম্ভব।
সূত্র: দ্য ডন